Hard Disk থেকে Lost, Deleted Data Recover করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। Format, System Crash, Virus Attack সহ নানা কারণে বিভিন্ন সময় Hard
Disk থেকে গুরুত্বপূর্ণ
ফাইল Delete
হয়ে যায়। Recycle Bin এ গেলে হয়তো চিন্তার কিছু থাকে না,
কিন্তু Recycle Bin এ
না গিয়ে একেবারে Delete হয়ে গেলে তা আর পাওয়া যায় না। সে
ক্ষেত্রে Data Recovery
Tool ছাড়া
অন্য কোন বিকল্প থাকে না। EaseUs Data Recovery সে রকম অবস্থায় আপনার কাজে আসতে পারে।
এর
ব্যবহার অত্যন্ত সহজ। Run করার পর কী ধরনের Data Recover করতে হবে তা সিলেক্ট করার জন্য Option রয়েছে। প্রয়োজনীয় Option টি Select করে কোন Drive থেকে Data Recover করতে হবে তা Select করে Scan দিলেই Data Recover এর Process শুরু হয়ে যাবে। Recovered
Image Data
বা Text
Data এর Preview
দেখার সু-ব্যবস্থা
রয়েছে এ Tool টিতে।
এর অনেকগুলো ভার্সন রয়েছে। Free Version দিয়ে
একবারে 2GB
পর্যন্ত ডাটা রিকভার
করা যায়। এটি একসাথে PC, Laptop Or Removable Device, এমনকি Deleted Partition থেকেও Data Recover করতে সক্ষম। আশাকরি টুলটি Data Recover এর ক্ষেত্রে উপকারে আসতে পারে।
নোটঃ ভাল ফলাফল পাওয়ার জন্য Recovery Data অন্য কোন ড্রাইভে Save করুন। যে ড্রাইভ থেকে Data Lost হয়েছে বা যে
ড্রাইভে Data Delete/Destroy হয়েছে সেই একই ড্রাইভে Recovery Data Save করা হলে Recovery Data Full OK থাকার সম্ভাবনা কমে যায়।
free data recovery software for deleted files ,really freeware data recovery
উত্তরমুছুন