আমরা যারা ব্লগিং করি সকলে'ই চেষ্টা করি ব্লগের পোষ্ট আরও আকর্ষণীয় করার জন্য। আমরা যখন CSS-HTML-Javascript সহ ভিবিন্ন কোড নিয়ে পোষ্ট করি ঠিক ঐ সময় keyboard-symbol ব্যাবহার করার প্রয়োজন পড়ে। যেমন Ctrl + F - Ctrl + C ইত্যাদি - যাহা দেখতে তেমন আকর্ষণীয় নয় । তাই keyboard-symbol ব্যাবহারে আকর্ষণীয়তা বাড়ানোর জন্য আজকের এই পোষ্ট।আশা করি আপনাদের ভাল লাগবে - যেভাবে ব্লগস্পটে যুক্ত করবেন।
✯ প্রথমে ব্লগে Login করুন। ✯ তারপর ব্লগার dashboard হতে Template > Edit Html
বাটনে ক্লিক করুন। ✯ কিবোর্ড হতে Ctrl+F চেপে ]]></b:skin> কোডটি সার্চ করুন।
✯ সার্চ করে পাওয়া ]]></b:skin> কোড এর উপরে নিচের CSS কোড টি পেষ্ট করুন।
✯ এবার Template Save করে নিন।
✯ আপনি পোষ্ট করার সময় keyboard-symbol ব্যাবহার করার প্রয়োজন হবে-ঠিক তখন পোষ্টের
compose> HTML বাটনে ক্লিক করে নিচের HTML কোড গুলো প্রয়োগ করুন।
compose> HTML বাটনে ক্লিক করে নিচের HTML কোড গুলো প্রয়োগ করুন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।