সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Hide করুন Post Page এর Image এবং Homepage এ দেখান

Hide করুন Post Page এর Image এবং Homepage এ দেখান

আমি শেয়ার করতে যাচ্ছি অনেক গুরুত্ব বিষয়ক একটি Post! অনেক Blog এ আমরা প্রতিনিয়ত ভিজিট করি এবং কিছু কিছু Blog এ মধ্যো দেখতে পাই Blog এর Homepage যে Image দেখা যায় সে Image টা ঐ Post সম্পুর্ন পড়তে গেলে দেখা যায় না।এর মানে হল Post Page থেকে ঐ Image টা Hide করা হয়েছে-হয়ত ভাবতেছেন এতে লাভ কি ? হ্যাঁ লাভ রয়েছে কারন এতে করে ভিজিটর যখন ঐ পোষ্ট পড়বে তখন Page টা আরো দ্রুত লোড হতে
সক্ষম হবে।

ত্ব চলুন দেখি এটি কিভাবে করে


✯ প্রথমে ব্লগে Login করুন।
✯ তারপর  কিবোর্ড হতে Ctrl+F চেপে ]]></b:skin> কোডটি সার্চ করুন।
✯ সার্চ করে পাওয়া ]]></b:skin> কোড এর পরে নিচের CSS কোড টি পেষ্ট করুন।



✯ এবার Template Save করে নিন।


✯ আপনি পোষ্ট করার সময় Image Upload করার পর যে Image টা Hide করার প্রয়োজন হবে-ঠিক তখন

পোষ্টের  compose> HTML  বাটনে ক্লিক করে separator নামক একটা কোড পাবেন।

কাষ্টোমাইজেশনঃ

separator কোডটি মুছে separator পরিবর্তে nonepic লিখে দিলে হয়ে যাবে।
✯ যদি কোন কিছু না বুঝে তাকেন মন্তব্য করে জানাতে পারেন।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।