বাড়িতে কোনও পার্টির আয়োজন করতেই পারেন। তবে ভুল করেও
বিষয়টি ফেসবুকে দেবেন না৷ নইলে আপনার বাড়িতেও চলে আসতে পারে ১৩ লক্ষ আমন্ত্রিত
অতিথি৷ অবাক হলেও ঠিক এমনটি ঘটেছে মেক্সিকোর এক বছর পনেরোর মেয়েটির পরিবারের
সঙ্গে৷
সদ্য পনেরোতে পা দিয়েছে রুবি গ্রাসিয়া৷ সেই উপলক্ষে
বাড়িতে একটি ঘরোয়া পার্টির আয়োজন করেছিল তার বাবা-মা৷ অতিথিদের আমন্ত্রণ
জানানোর জন্য ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন তারা৷ আর গণ্ডগোলটি বেঁধে গেল তখনই৷ফেসবুকের
প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ করে দিয়েছিলেন তারা৷ ফলে
অনুষ্ঠানের দিনে তাদের বাড়িতে উপস্থিত হল ১৩ লক্ষ মানুষ৷ সকলেই আমন্ত্রিত৷ এমনকি
দূর থেকে বাসের মাথায় চেপেও রুবির বাড়িতে এসেছেন লোকজন৷বিষয়টিতে যথেষ্ট হতভম্ব
হয়ে পরেছিল রুবি ও তার পরিবার৷ রুবি
জানিয়েছে,
প্রথমে
বিষয়টি মজাদার মনে হলেও পরে বিব্রতকর লাগছিল এত মানুষের ভিরকে৷ তবে কেনই বা সমগ্র
মেক্সিকোর মানুষ আমন্ত্রণ ভিডিওটি দেখে তার বাড়ি আসতে গেল তা এখনও পরিষ্কার নয়
রুবির কাছে৷ আসলে কিন্তু পুরো মেক্সিকোকে নয়, সমগ্র বিশ্বকে তার বাড়িতে
আমন্ত্রণ করেছিলে রুবি!
সূত্রঃ বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১৬
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।