সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: বাতিল পাঁচশ'র নোট থেকে বিদ্যুৎ তৈরি?‌

বাতিল পাঁচশ'র নোট থেকে বিদ্যুৎ তৈরি?‌


ভারতের বাতিল নোট কী আর তাহলে কোন কাজেই লাগবে না?‌ সহমত নন লক্ষ্মণ ডান্ডি। ভারতের ওড়িশার এই যুবকের দাবি,এখনও কাজে লাগবে ৫০০ টাকার নোট। বাতিল নোট দিয়ে নাকি বিদ্যুৎ উৎপাদনের উপায় আবিষ্কার করেছেন তিনি। আর উৎপাদিত বিদ্যুতের পরিমাণ কম নয়। একটা নোট থেকে একটা বাল্ব জ্বালানোর মতো বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

কীভাবে এটা সম্ভব? এমন প্রশ্নের জবাবে লক্ষ্মণের উত্তর, ৫০০ টাকার নোটকে সূর্যের আলোয় রাখলে নোটে থাকা সিলিকন প্লেট বিদ্যুৎ উৎপন্ন করে। সিলিকন প্লেটে উৎপন্ন বিদ্যুতের পরিমাণ পাঁচ ভোল্ট। নোটের এই বিদ্যুৎকে ট্রান্সফরমার এবং তারের সঙ্গে যুক্ত করলে ২২০ ভোল্ট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে বাল্ব এবং পাখা চালানো যেতে পারে। এই বিদ্যুৎ ব্যাটারিতে জমিয়ে রাখলে ২৪ ঘণ্টা কাজ করা সম্ভব বলেও তার দাবি। পুরো বিষয়টি নিজের হাতে প্রমাণ করেছেন বলে দাবি করেছেন তিনি। জানিয়েছেন, বাতিল নোট এইভাবে ব্যবহার করতে সরকারের সাহায্য চান তিনি।


সূত্রঃ বিডি-প্রতিদিন/ ১০ ডিসেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।