বর্তমানে
হার্ডডিস্কের সাইজ বেড়ে যাওয়ায় ইচ্ছামত ফাইল, ফোল্ডার রাখার সুবিধাও বেড়েছে। হাজার
হাজার ছবি, অডিও, ভিডিও বা প্রয়োজনীয় Documents ইত্যাদি
যত ইচ্ছা রাখা যায়। তবে অধিক সংখ্যক File রাখতে গিয়ে ভুলক্রমে একই
ফাইল অনেক জায়গায় হয়ে যায়। এতে Disk space কমে যায়। একটা একটা খোঁজে বের করাও তখন
কষ্টসাধ্য বিষয় হয়ে যায়। এ অবস্থায় Duplicate File Finder ই দিতে পারে
মুক্তি।
Duplicate File
Finder একটি ফ্রী টুল যা দিয়ে খুব দ্রুত একই ফাইল একাধিক জায়গায় থাকলে তা বের করা
যায়। হাজার হাজার ফাইল থেকে Duplicate File খোঁজে বের করে
তা ডিলিট করতে এ সফটওয়ারটি দারুন কাজের। এর ব্যবহারটাও খুব সহজ।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।