সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: System Restore and System Volume Information

System Restore and System Volume Information


System Restore জিনীসটার সাথে আমরা সবাই পরিচিত নিঃসন্দেহে এটি দারুন একটি সুবিধা Windows সমস্যা হলে নতুন Windows দেওয়ার আগে এর দ্বারা আমরা সমাধান খুঁজি ১ ঘন্টা আগেও Windows ঠিকভাবে চলছিল কিন্তু এখন বেঠিক, বা ভাইরাস ঢুকে সব উল্টোপাল্টা করে দিল এরকম আরো অনেক সমস্যায় System Restore আপনাকে দারুন সাহায্য করতে পারেতাই নিঃসন্দেহে System Restore কে মাইক্রোসফটের একটা খুব উপকারী টুলস বলা যায় কিন্তু এর কিছু সমস্যাও যে নেই তা নয়! এ নিয়ে আজকের আলোচনাঃ


১. System Restore এর সুবিধা ভোগ করতে হলে আপনাকে প্রত্যেকটা ড্রাইভ থেকে কিছু জায়গা (ডিফল্টভাবে সম্ভবতঃ ১২% থাকে) ছেড়ে দিতে হবে হবে তবে ইউজার ইচ্ছে করলে সেটা কমাতে-বাড়াতে পারে আপনি যত বেশি জায়গা রাখবেন ততবেশী Restore Point তৈরি হবে যা ইউজারের জন্য উপকারী আবার কোন কোন ড্রাইভকে এ বরাদ্ধ বন্ধ করেও দিতে পারেন বা সব ড্রাইভকে একসাথেও ব্ন্ধ করে দিতে পারেন যে সব Drive System Restore On থাকে সেসব ড্রাইভ তাড়াতাড়ি Full হয়ে যায়।


২. System Restore যখন এনাবল করা থাকে তখন নির্দিষ্ট সময় পর পর Restore Point তৈরি হয়। ইউজার ইচ্ছে করলে নিজেও Windows এর Best Position টাকে Restore Point করে রাখতে পারে আর এতথ্য থাকে সেই ভলিউমের System Volume Information তাই প্রত্যেকটা ড্রাইভের (যে ড্রাইভের জন্য System Restore এনাবল থাকে) তথ্য System Volume Information সংরক্ষণ করে রাখে যখন ভলিউমের কোন পরিবর্তন সে পায় তখন পরিবর্তনের ঠিক আগের অবস্থাকে সে সেভ করে রাখে ফলে Windows এর সাথে সবসময় যোগাযোগ থাকে System Volume Information এর, আর System Volume Information এর সাথে যোগাযোগ থাকে ড্রাইভে থাকা সকল তথ্যের সাথে ড্রাইভ থেকে কোন ফাইল ডিলিট করলে সেটা System Volume Information জমা থাকে।


এভাবে System Restore and System Volume Information কাজ করে কিন্তু আপনি যদি System Restore বন্ধ করে দেন তাহলে System Volume Information আর কোন বেকআপ তৈরি করবেনা এতে আপনি হারাবেন System Restore এর সুবিধা তবে ড্রাইভে থাকা আপনার বেকআপ ফাইলগুলো থাকবে নিরাপদে

কিভাবে বন্ধ করবেন?
My Computer এ রাইট ক্লিক করে Properties>System Restoreএ গিয়ে Turn off system Restore on all drives এ ঠিক চিহ্ণ দিন Yes/No চাইলে Yes দিন কাজ শেষ

সর্বশেষ সম্পাদনাঃ ০৭/০৭/২০১০ খ্রিঃ

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।