সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: চেক ডিস্ক-হার্ডডিস্কের কার্যকারিতা বাড়ায়

চেক ডিস্ক-হার্ডডিস্কের কার্যকারিতা বাড়ায়



হার্ডডিস্ক কম্পিউটারের তথ্য জমা রাখার জন্য ব্যবহৃত একটি কম্পিউটার পার্টস। সঙ্গত কারণেই তাই হার্ডডিস্ক খুবই গুরুত্বপূর্ণ। কারণ হার্ডডিস্ক কোন কারণে একবার নষ্ট হয়ে গেলে এতে যে গুরত্বপূর্ণ তথ্য থাকে তা ফেরৎ পাওয়ার সম্ভাবনা থাকে না। তাই হার্ডডিস্ক নষ্ট হওয়ার আগে এর যত্ন নেওয়া দরকার। এর আগে স্ক্যান ডিস্ক নিয়ে একটা পোষ্ট করেছিলাম আমি। সেখানে দেখিয়েছি কিভাবে হার্ডডিস্ক রিপেয়ার করতে হয় বা হার্ডডিস্কে Bad Sector পড়লে তা কিভাবে পরিষ্কার করতে হয়। আজকে দেখাবো চেক ডিস্ক। এটিও প্রায় স্ক্যান ডিস্কের মত উপকারী।


চেক ডিস্ক কিভাবে করেঃ
Check Disk এর কাজটি দুভাবে করা যায়। একটি ডসমোডে। অন্যটি উইন্ডোজে। প্রথমে ডসমোডে দেখি। এটি ডসের একটি Internal কমান্ড।
 
ডসমোড চেক ডিস্কঃ StartMenu>Run এ গিয়ে cmd লেখে এন্টার চাপুন। আপনার সামনে ডস উই্ন্ডো আসবে। সেখানে নিচের কমান্ডটি লেখে এন্টার চাপুন। ওখানে /f এর মানে হল Fix Problem। আর d হল আপনার হার্ডডিস্কের ড্রাইভ লেটার। তাই d এর জায়গায় আপনার হার্ডডিস্কের ড্রাইভ লেটার লেখুন।
chkdsk /f d:


কমান্ড ঠিক হলে উপরের চিত্রের মত আসবে এবং কাজ শেষ হয়ে আবার কমান্ড দেয়ার উইন্ডোতে ফিরে যাবে। যদি কমান্ড ভুল হয় তাহলে Command টি Recognize করতে পারছে না এরকম মেসেজ পাবেন। আপনার ড্রাইভে কোন সমস্যা পেলে (Y/N) চায়বে। তখন আপনি y লেখে এন্টার চাপুন। যতবার চায় ততবার চাপুন। কাজ শেষে পিসি রিস্টার্ট দিন।

বিঃদ্রঃ যদি আপনি C ড্রাইভে (যে ড্রাইভে আপনার উইন্ডোজ আছে) চেক ডিস্ক চালান তাহলে উপরের মত মেসেজ আসবে। অর্থাৎ এ মুহুর্তে উইন্ডোজ চলমান আছে তাই  চেক ডিস্কের কাজ চলবে না। পরবর্তী রিস্টার্টের সময় আপনি কি চেক ডিস্ক চালাতে চান? আপনি y লেখে এন্টার চাপুন এবং পিসি রিস্টার্ট দিন। তাহলে উইন্ডোজ পরবর্তীর্তে খোলার সময় স্ক্যান ডিস্কের কাজ শুরু হবে। এ অবস্থায় ওটা Skip না দিয়ে কাজটি শেষ হতে দিন। তাহলে আপনার স্ক্যান ডিস্কের কাজ শেষ হতে পারবে। 

chkdsk /f d: এর পরিবর্তে আপনি chkdsk /f /r d: কমান্ডটি ব্যবহার করতে পারেন। [d এর জায়গায় আপনার ড্রাইভ লেটার হবে] এটি আরো শক্তিশালী কমান্ড। এটি হার্ডডিস্কের সমস্যা রিপেয়ারে দক্ষ ভূমিকা রাখতে পারে। তবে এতে একটু সময় বেশি লাগতে পারে। 

উইন্ডোজে চেক ডিস্কঃ চেক ডিস্ক চালানোর জন্য উইন্ডোজে একটি ইউটিলিটি আছে। এটির মাধ্যমেও চেক ডিস্ক চালানো যায়। এটি নিম্নের পদ্ধতিতে করা যায়-

১। এজন্য যে ড্রাইভে চেক ডিস্ক চালাবেন তার উপর রাইট ক্লিক করে Properties এ যান। Tools>Check Now তে ক্লিক করুন।

২। নিচের মত আসবে। ওখানে দুটি অপশন পাবেন। Scan for and attempt recovery of bad sector এবং Automatically fix file system errors । দুটোতেই চেক মার্ক দিয়ে Start দিন। 

৩। প্রসেসিং শুরু হবে। শেষ হলে OK দিন।

এভাবে প্রত্যেক ড্রাইভ করুন।
বিঃদ্রঃ আপনি  যদি  C ড্রাইভে (যে ড্রাইভে আপনার উইন্ডোজ আছে) চেক ডিস্ক চালান তাহলে নিচের মত মেসেজ আসবে। অর্থাৎ এ মুহুর্তে উইন্ডোজ চলমান আছে তাই  চেক ডিস্কের কাজ চলবে না। পরবর্তী রিস্টার্টের সময় আপনি কি চেক ডিস্ক চালাতে চান? আপনি Yes এ ক্লিক করে পিসি রিস্টার্ট দিন। তাহলে উইন্ডোজ পরবর্তীর্তে খোলার সময় স্ক্যান ডিস্কের কাজ শুরু হবে। এ অবস্থায় ওটা Skip না দিয়ে কাজটি শেষ হতে দিন। তাহলে আপনার স্ক্যান ডিস্কের কাজ শেষ হতে পারবে।

সতর্কতাঃ কাজগুলো করার সময় অন্য সব প্রোগ্রাম বন্ধ করে দিন। তাছাড়া কাজগুলো চলমান অবস্থায় পিসি বন্ধ হতে দেবেন না বা মাঝখানে কাজ বন্ধ করবেন না। এতে হার্ডডিস্কের ক্ষতি হতে পারে।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।