কিছু দিন আগেও পেনড্রাইভ থেকে অপারেটিংস সিস্টেম সেটাপ দেয়া ছিল কঠিন একটি ব্যাপার। তবে এখন অনেক টুলস বের হয়েছে যে গুলো দিয়ে কাজটি সহজে করা যায়। এর মধ্যে নতুন একটি ফ্রি এবং খুবই ছোট্ট আর পোর্টেবল টুল হল Rufus। এটি দিয়ে একসাথে USB flash drives format এবং bootable সিডি তৈরি করা যায়। যে সব ইউএসবি সাধারণ অবস্থায় ফরমেট হয় না এটি দিয়ে সেই কাজটি করা যায় অনায়াসে।
এক্সপি সহ এরপরবর্তী যেকোন অপারেটিং সিস্টেমে চলে এটি। এটি দিয়ে Windows, Linux সহ আরো অন্যান্য অপারেটিংস সিস্টেমের বুট সিডি তৈরি করা যায়। ISO ফাইল থেকে সরাসরি বুটেবল ইউএসবি তৈরি করা যায়। আরো বিস্তারিত জানতে Rufus এর মূল সাইটে ভিজিট করতে পারেন।
কিভাবে ব্যবহার করবেনঃ
নিচে চিত্রানুযায়ী বর্ণনা করা হলো।
১। এটি আপনার পেনড্রাইভের নাম। পেনড্রাইভ পিসি’তে রেখে টুলটি চালু করলেই অটোমেটিক ডিটেক্ট করবে। একাধিক পেনড্রাইভ পিসিতে থাকলে সিলেক্ট করে দিন।
২। এটি ইউএসবি’র সাইজ।
৩। এটি আপনার পেনড্রাইভকে ফরমেট করার জন্য ফাইল সিস্টেম। উইন্ডোজ হলে FAT/NTFS দিন। আর লিনাক্স হলে অন্য ফাইল সিস্টেমগুলো দিন।
৪। যেকোন একটি নাম দিন। এটি আপনার পেনড্রাইভের নাম হিসেবে দেখাবে।
৫। কুইক ফরমেট করার জন্য এটাতে ঠিক চিহ্ন দিতে হবে।
৬। যদি বুটেবল ফাইল তৈরি করার ইচ্ছা থাকে তাহলে এটিতে ঠিক চিহ্ন দিন। ঠিক চিহ্ন না দিলে শুধু আপনার পেনড্রাইভটি ফরমেট হবে।
৭। এটাতে ISO দিন।
৮। আপনার বুটেবল ISO টি দেখিয়ে দিন যেটা দিয়ে বুটেবল ইউএসবি বানাবেন।
৯। সবশেষে এখানে ক্লিক করুন।
Windows XP Setup from USB বা Pendrive থেকে Windows XP Setup দেয়ার জন্য একই বিষয়ের উপর লেখা আমার WinToFlash, Win Setup From USB নিয়ে লেখা পোষ্টগুলোও দেখতে পারেন। আর Windows 7, Windows 8 এর জন্য Windows7-USB-DVD-tool পোষ্টটি দেখতে পারেন।
আপানর সব গুলো টিউন খুবই ভাল মানের টিউন। আপানার টিউন পড়ি কিন্তু কমেন্ট করার সমই পাই না। আপনাকে A+++++++++++++++
উত্তরমুছুনবিদ্যুতের জ্বালায় অতিষ্ট। পিসি’তে বসতে পারছি না।
মুছুনthanks
উত্তরমুছুনthanks
উত্তরমুছুনVAi Scanig iso Image er shomy
উত্তরমুছুন"Computer Theke Send Error REport Ashe"
plz help Me
Great post, thanks bro for your details and easy post
উত্তরমুছুনWelcome to my blog.
মুছুন