আজকে USB Flash Drive বা Pendrive নামের যন্ত্রটি
খুবই জনপ্রিয়। এর থেকে Operating System ইন্সটল করা আরো
জনপ্রিয়। কারণ এর Read-Write ক্ষমতাটা সাধারণ
সিডি থেকে অনেক বেশি, বহনে সুবিধা, পছন্দমত সাইজে ব্যবহার করা যায় ইত্যাদি। তাই Windows, Linux সহ সব Operating System USB থেকে ইন্সটল করার সুবিধা আছে। WinSetupFromUSB ও তেমন একটি ছোট্ট
আর ফ্রি Tool যার মাধ্যমে Windows XP, Windows Vista, Windows 7 সহ আরো বেশি কিছু
Operating System কে USB থেকে ইন্সটল করা যায়। এর ব্যবহারটাও খুবই সহজ। আমি Windows XP এর উপর টিউটোরিয়ালটি দেখাবো।
কিভাবে করবেনঃ
এই সফটওয়ারটি পর্যায়ক্রমে উন্নত করা হচ্ছে। পূর্বের ভার্সনের চেয়ে নতুন ভার্সনে বেশ
কিছু পরিবর্তন থাকে। তাই পূর্বের ভার্সনের
সাথে নতুন ভার্সনের ব্যবহারে কিছু কিছু পার্থক্য থাকতে পারে। সুতরাং সবসময় Update Version use করা ভাল। কারন নতুন ভার্সনে আরো
গুরুত্বপূর্ন কিছু Option Add করা হয় এবং Bug Fix করা হয়। আমি টিউটোরিয়ালে 0.2.3 ভার্সন ব্যবহার করেছি।
১। প্রথমে আপনার Windows XP সিডিটি ড্রাইভে প্রবেশ করান অথবা কপি
করে কোন একটি ড্রাইভে একটি ফোল্ডারে রাখুন।
২। এরপর আপনার পেনড্রাইভটি
পিসিতে সংযুক্ত করুন। 1GB ‘র কাছাকাছি জায়গা লাগবে। পেনড্রাইভটি ফরমেট হবে। তাই ডাটাগুলো আগে কোথাও সেভ করে রাখুন।
৩। WinSetupFromUSB রান করুন। নিচের মত পাবেন।
৪। এখানে আপনার পেনড্রাইভটি
Format করতে হবে। Format করার জন্য এ সফটওয়ারটিতে
Formatting Tool সংযুক্ত করা আছে। পূর্বের ভার্সনে দুটি ছিল। বর্তমানে একটি বাদ দেয়া হয়েছে। বর্তমানে RMPrepUSB টুলটি রাখা হয়েছে। তাই Format করার জন্য RMPrepUSB বাটনে ক্লিক করুন।
৫। নিচের মত আসবে। ওখানে Volume Label এ নিজের নাম বা WindowsXP দিতে পারেন [যা আপনার পছন্দ], File System হিসেবে NTFS বা FAT32 সিলেক্ট করতে পারেন [লাল চিহ্নিত] অথবা ডিফল্ট সেটিংস রেখে দিতে পারেন। আমি FAT32 ব্যবহার করেছি। অবশ্য Windows XP 'র জন্য NTFS ব্যবহার করাটা ভাল। এতে File Copy দ্রুত হয়। সবশেষে Prepare Drive [কাল তীর চিহ্নিত] বাটনে ক্লিক করুন।
৬। নিচের মত মেসেজ
আসতে পারে। OK দিন।
৭। Processing শুরু হবে। এ পর্যায়ে আপনার পেনড্রাইভটি ফরমেট হবে
এবং সব ডাটা মুছে যাবে এরকম সতর্ক মেসেজ আসতে পারে। OK দিন।
৮। Processing শুরু হবে নিচের
মত। কাজ শেষে ডসের উইন্ডো চলে যাবে এবং Formatting Tool এর উইন্ডোটি থেকে
যাবে। উইন্ডোটি ক্লোজ করে দিন।
৯। তাহলে নিচের মত উইন্ডোটি থাকবে। এখন ফাইনাল পর্যায়ের কাজ করবো। এখানে Brows করে আপনার Windows XP সিডিটি কোন ড্রাইভে আছে বা কম্পিউটারের কোন জায়গায় রেখেছেন সেই এক্সপি’র ফোল্ডারটি দেখিয়ে
দিন [নীল চিহ্নিত]। Refresh
বাটনে [সবুজ চিহ্নিত] ক্লিক করুন এবং
এরপাশে থাকা ড্রপডাউন মেন্যূ [কালো চিহ্নিত] থেকে আপনার পেনড্রাইভটি
দেখিয়ে দিন। সবশেষে Go বাটনে ক্লিক করুন।
যারা Windows Xp এবং Vista/Seven/Eight একসাথে এক পেনড্রাইভে করতে চান
তারা XP এর পর Windows
Vista/7/8/8.1 এর ISO Add করতে পারেন নিচের মত। Windows Vista/7/8/8.1 এর যেকোন একটি যুক্ত করা যাবে। এছাড়া পেনড্রাইবে জায়গা হলে Linux ISO ও Add করতে পারেন। সব শেষে GO Button এ ক্লিক করুন।
১০। নিচের মত Processing শুরু হবে। কিছুই করার দরকার নেই। একটু সময় লাগবে। ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। কাজ শেষ হলে কয়েকটি মেসেজ আসতে পারে। ওগুলো ক্লোজ করে দিন। আপনার পেনড্রাইভটি Safely Remove করে টেস্ট করে দেখুন।
১১। Pendrive থেকে Boot করলে নিচের মত মেন্যূ আসবে। এন্টার চাপুন এবং কাজ চালিয়ে যান।
Download Mirror: Home, Softpedia,
Windows XP Setup
from USB এর জন্য Rufus, Win to Flash
এবং Windows
7, Windows 8, 8.1 এর
জন্য Windows7-USB-DVD-tool, Windows Bootable USB পোষ্টটি দেখতে পারেন।
nice post kamon asen
উত্তরমুছুনEid mobarok
ঈদ মোবারক। আপনাদের দোয়ায় ভাল আছি। আপনি কেমন আছেন?
মুছুনKamrul vi xp/7 2ta ak satha pen drive a rakha jai na?setup dewar somoy ja ta eccha setup debo pls bolben.
উত্তরমুছুনদুংখিত দেরীতে উত্তর দেয়ার জন্য। আসলে বেশ কদিন নেটওয়ার্কের বাইরে ছিলাম। আপনি মনে হয় ডুয়েল বুটের কথাই বলতে চাচ্ছেন। এ সফটওয়ারটিতে ডুয়েল বুটের সিস্টেমটা একটু আলাদা। আপনি আমার ৯ নং স্টেপে Vista/7 setup/PE/Recovery ISO তে টিক মার্ক দিয়ে Windows 7 এর ডিভিডিটা ব্রাউজ করে দিন। তারপর GO দিন। তাহলে সেটাপ দেয়ার সময় এক্সপি আর সেভেনের জন্য আলাদা আলাদ মেন্যু পাবেন। এছাড়া ডুয়েল বুটের জন্য আমার নিচের লিংকটি দেখতে পারেন।
মুছুনhttp://kamrulcox.blogspot.com/2012/11/sardu-multi-boot-usb-cd-dvd.html
Donnobad Kamrul vi Chasta kora dakhe.ke holo apnak janabo.
উত্তরমুছুনvi kamon acen aponer sata kota boler dorker aclo amer a nambera akta sms deven aponer namberta or emil korvan kairulislam52@gmail.com
উত্তরমুছুনধন্যবাদ খাইরুল ইসলাম ভাই। আপনাকে Facebook এ উত্তর দিয়েছি। আমাকে ওখানে লিখতে পারেন। আর আমার ব্লগের লেখাগুলো পড়ুন। কোথাও বুঝতে সমস্যা হলে বা আরো কিছু জানার থাকলে বা একই বিষয়ে কোন প্রশ্ন থাকলে ব্লগে কমেন্টস করবেন। আমি উত্তর দিবো ইনশাহআল্লাহ।
মুছুনvi xp bootabol kora .satup deaur somy copy hota anik somy laga
উত্তরমুছুনNTFS এ Format করবেন। দ্রুত হবে।
মুছুনভাই আপনি আমার ভাইয়ার ম অত দেক্তা
উত্তরমুছুনতাই?
মুছুনvi aponer phon namber ta dhaya jaba
উত্তরমুছুনব্লগে কমেন্টস করুন। উত্তর পাবেন। ইনশাহআল্লাহ।
মুছুনvi xp deaoar somy 6ta part taka amie 2ta part nice akon computer open our por ak part taka onao parta javo kievave kebot ar
মুছুন৬টা পার্ট মানে কী রকম? একটু বিস্তারিত লিখুন।
মুছুনvi aponer contack namber taka akta miss din 01845575817 nambara aponer sata kota aca
উত্তরমুছুনদুঃখিত ভাই, মোবাইলে আমাকে পাবেন না। ব্লগে কমেন্টস করুন। উত্তর দেবো। ইনশাহআল্লাহ।
মুছুনএই সফটওয়্যার দিয়ে লাইভ উইন্ডোজ ৭(আপনার করা আইএসও), + লাইভ উইন্ডোজ এক্সপি (আইএসও ফাইল থেকে)+ উইন্ডোজ ৭ (বুটাবল ফর ইন্সটল উইন্ডোজ) + উইন্ডোজ এক্সপি (বুটাবল ফর ইন্সটল উইন্ডোজ) সবগুলো একই পেনড্রাইভে মাল্টি বুট করবো কিভাবে, আইমিন লাইভ উইন্ডোজ আইএসও গুলো কিভাবে রাইট করবো?
উত্তরমুছুনWindows 7 Setup, Windows 7 Live, Windows XP Setup সহজে এড করতে পারবেন। একবারে একটা একটা এড করবেন। আমার এখানে এ নিয়ে বিস্তারিত বর্ণনা আছে। এ লিংকেও বিস্তারিত টিউটোরিয়াল আছে।
মুছুনতবে Windows XP Live Add করতে হলে Manually করতে হবে ভাই। যেমন আমার
এ পোষ্টটিতেManually কিভাবে কাজ করতে হয় তা নিয়ে আলোচনা আছে। এছাড়া আপডেট ভার্সনটা চেক করতে পারেন। ওখানে নতুন কোন অপশন থাকলেও থাকতে পারে।