সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: অফিস২০০৩ এ আপডেট প্যাক যুক্ত করে সেটাপ ফাইল তৈরি করুন

অফিস২০০৩ এ আপডেট প্যাক যুক্ত করে সেটাপ ফাইল তৈরি করুন



MS Office2003 কে এর আগে আমরা সাইলেন্ট ইনস্টল করা শিখেছি। তবে এতে আমরা আপডেট প্যাক যুক্ত করি নি। তাছাড়া আমরা অফিস সেটাপ দেয়ার পর আপডেট প্যাক যুক্তও করি না কখনো। কিন্তু আপডেট প্যাক যুক্ত করা খুবই জরুরী। এতে অনেক অনেক নতুন ফিচার যুক্ত হয় এবং অনেক সমস্যার সমাধান হয়। সর্বোপরি এতে MS Office2003 এর সর্বশেষ ভার্সন ব্যবহার করার সুযোগ পাবো। এ পর্যন্ত মাইক্রোসফট MS Office2003 এর জন্য SP3 (সার্ভিস প্যাক ৩) পর্যন্ত বের করেছে। এ টিউটোরিয়ালে আমরা MS Office2003SP3 যুক্ত করে পুরো প্যাকটাকে একটা Setup ফাইল হিসেবে তৈরি করবো। যখন MS Office2003 সেটাপ করার দরকার হবে তখন শুধু সেটাপ ফাইলটাতে ডাবল ক্লিক করবো। এতে অটোমেটিক সব হয়ে যাবে।


এ কাজটির জন্য আমাদের দরকার হবে MS Office2003 এর SP3 আপডেট প্যাকটি যার নাম KB923618 , সাইজ 117MB। এটি না থাকলে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর নিচের কাজগুলো পর্যায়ক্রমে করে যান।

MS Office2003 কপি করুনঃ
আমাদের প্রথম কাজ হলো MS Office2003 কে Slipstream পদ্ধতিতে কপি করা। কিভাবে করবেন তা এখানে দেখুন। Slipstream করার পর Office2003 ফোল্ডারটিকে কপি করে একটি জায়গায় নিয়ে আসুন যার সাইজ হবে 624 MB এর মত। আমি F ড্রাইভে রেখেছি। আপনারাও কাজের সুবিধার্থে তাই করুন। Office2003 ফোল্ডারে Unattended.MST ফাইলটিও রাখুন যার সম্পর্কে উপরের লিংকে বিস্তারিত বর্ণনা রয়েছে। তাহলে Unattended.MST সহ Office2003 ফোল্ডারে নিচের ছবির মত ফাইলগুলো থাকবে।

২। F ড্রাইভে Hotfix নামে একটি ফোল্ডার খুলূন। ফলে F ড্রাইভে এখন আমাদের দুটি ফোল্ডার Office2003 এবং Hotfix হবে।

এবার ডাউনলোড করা আপডেট প্যাকটি Hotfix নামের ফোল্ডারে কপি করুন এবং কোন একটি আর্কাইভার দিয়ে সেখানে Extract করুন। Extract করার জন্য আমি 7zip ব্যবহার করেছি।

Extract করার পর আমার Updating Patch.cmd ফাইলটি ডাউনলোড করে সেখানে রাখুন। তাহলে সবগুলো মিলে Hotfix ফোল্ডারে আমরা নিচের ছবির মত ফাইলগুলো দেখবো।

ওখানে MAINSP3.MSP, OWC11SP3.MSP, Updating Patch.cmd ফাইল তিনটিই আমাদের কাজের জন্য গুরুত্বপূর্ণ।

৩। এবার Updating Patch.cmd ফাইলটিতে ডাবল ক্লিক করুন। তাহলে আপডেটিং প্রক্রিয়া শুরু হবে। অপেক্ষা করুন যতক্ষণ ডসের উইন্ডো গুলো থাকে। আপটিং শেষ হলে ডস ক্লোজ হয়ে যাবে।




৪। উপরের ৩নং কাজটি করা হয়ে গেলে আপনার কাজ শেষ। অফিস আপডেট হয়ে গেছে। আপডেটের পর এর সাইজ দেখলে 636MB দেখাবে।

Setup ফাইল তৈরিঃ
এবার আমরা সেটাপ ফাইল তৈর করবো। এজন্য আমাদের লাগবে SFX Maker নামের সফটওয়ারটি। সফটওয়ারটি রান করুন। নিচের কাজগুলো করুন।

১। উপরের Directory নামের ট্যাবটিতে ক্লিক করুন।

২। Directory Path এর ডানপাশের বাটনে ক্লিক করে উপরের বর্ণনাতে লেখা F ড্রাইভে থাকা Office2003 ফোল্ডারটি দেখিয়ে দিন।

৩। File to Runsetup.exe ফাইলটি সিলেক্ট করে দিন।

৪। Silent Switches এর জায়গায় TRANSFORMS=Unattended.MST /qb- লেখাটি পেষ্ট করে দিন।

৫। SFX Path এ অফিস সেটাপ ফাইলটির একটা নাম এবং কোথায় সেভ হবে দেখিয়ে দিন।

৬। Compression Lavel Normal দিন।

৭। সবশেষে Create বাটনে ক্লিক করুন।

একটু অপেক্ষা করতে হবে। সাইজ বেশি হিসেবে সেটাপ ফাইলটি তৈরি হতে একটু সময় নেবে। তৈরি হওয়ার পর একবার টেষ্ট করে দেখুন।

২টি মন্তব্য:

  1. Kamrul vi sfx maker ar addon click kora dai tahola ke ke Silent ae satha addons hesaba use korta parbo jana la upokar hoy.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার প্রশ্নটা পরিস্কারভাবে বুঝতে পারি নি। একটু বুঝিয়ে বললে ভালো হতো। সম্ভব হলে বাংলা লেখুন।

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।