সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: MBR কি এবং কিভাবে Fixed করতে হয়

MBR কি এবং কিভাবে Fixed করতে হয়

MBR location in HDD

কম্পিউটার বুট হচ্ছে না হার্ডডিস্কক নাই, অপারেটিং সিস্টেম খুঁজে পাওয়া যাচ্ছে না এধরনের মেসেজ দিচ্ছে অথচ উইন্ডোজ ঠিকই আছে তাহলে সমস্যা কি? হ্যাঁ এটি MBR Problem হতে পারে। হার্ডডিস্কে MBR খুবই গুরুত্বপূর্ণ একটি জিনীস এর সমস্যা হলে কম্পিউটার বুট হয় না, নানা ধরনের সমস্যা দেখা দেয়  কম্পিউটারে MBR সমস্যা হলে MBR Fixed করতে হয় আজকে MBR কি এবং কিভাবে Fixed করতে হয় তা নিয়ে আলোচনা করবো


MBR কিঃ
হার্ডডিস্কের যে জায়গায় ডাটা রাইট হয় বা যে জায়গায় ডাটা জমা থাকে তাকে বলে Sectorহার্ডডিস্কের First Sector (cylinder 0, head 0, sector 1) এ থাকে MBR (Master Boot Record) যেটা দিয়েই হার্ডডিস্ক ডাটা রাইট শুরু করেMBR হলো কিছু প্রোগ্রামিং কোড যা হার্ডডিস্কের Manufacturer, Serial Number, Sector প্রতি byte এর সংখ্যা, Cluster এর সংখ্যা, Sectors এর সংখ্যা ইত্যাদি তথ্য জমা রাখে এছাড়া হার্ডডিস্কের Main Partition Table, Boot Loader (যার মাধ্যমে কম্পিউটার বুট হয়), অপারেটিং সিস্টেমের সংখ্যা, কোন অপারেটিংস সিস্টেম দিয়ে পিসি বুট করবে ইত্যাদি তথ্য জমা থাকে এই MBR নামক ছোট্ট প্রোগ্রামে


কম্পিউটার রান হওয়ার সাথে সাথে Bios তার সেটিংস মত হার্ডওয়ার চেক করে এবং এরই মধ্যে MBR মেমরীতে লোড হয় ফলে বায়োসের কাজ শেষ হলে মেমরিতে থাকা MBR এর মাধ্যমে কম্পিউটার বুটিং শুরু করে কিন্তু অনেক সময় অপারেটিং সিস্টেম ক্রাশ করলে, হার্ডডিস্কে Bad Sector জনিত সমস্যা হলে MBR সমস্যা দেখা দেয় তাছাড়া শক্তিশালী ভাইরাসগুলোর প্রথম টার্গেট থাকে MBR নষ্ট করা ভাইরাসগুলো MBR জমা থাকা Sector এর স্থান পরিবর্তন করা সহ কোডগুলোতে পরিবর্তন ঘটায়। এভাবে যেকোন কারণে MBR নষ্ট হলে কম্পিউটার বুট হয় না হার্ডডিস্কক নাই, অপারেটিং সিস্টেম খুঁজে পাওয়া যাচ্ছে না এধরনের মেসেজ দেবে এ ধরনের সমস্যা দেখা দেখা দিলে প্রথমে বায়োসের সেটিংস দেখতে হবে- বায়োস হার্ডডিস্ক পাচ্ছে কিনা এবং Booting Order (1st Boot Device, 2nd Boot Device) ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে MBR Fixed করতে হয় যদিও অপারেটিং সিস্টেম Re-install বা Install করলে MBR Fixed হয় কিন্তু সামান্য কাজের জন্য বড় ঝামেলাই না গিয়ে বরং MBR Fixed করাটাই শ্রেয়

MBR Fixed করার জন্য অনলাইনে সফটওয়ারের অভাব নেই কিন্তু কোন সফটওয়ার দিয়ে শুধু MBR Fixed করা যায় এরকম সফটওয়ার আমরা বাধ্য না হলে নামাব না বরং এমন সফটওয়ার নামাবো যেটা দিয়ে একাধিক কাজ করা যায় আজকে MBR Fixed করার জন্য আমি দুটো সফটওয়ার নিয়ে আলোচনা করবো একটি হল Partition Wizard Mini Tool অন্যটি Paragon দুটো সফটওয়ারই অনেক কাজের যার মধ্যে MBR Fixed করা ছাড়াও অরো অনেক কাজ করা যায় চলুন আমরা একটা একটা ব্যবহার করে দেখি

Partition Wizard Mini Tool:
MBR Fixed করার জন্য আমার পছন্দের প্রথম টুল Partition Wizard Mini Tool এর ব্যবহার অত্যন্ত সহজ আর দারুন কাজের একটি সফটওয়ার। এর বুটেবল সিডিটি সংগ্রহ করে বুট করুন। তারপর নিচের টিউটোরিয়াল অনুরণ করুন।

হার্ডডিস্কট সিলেক্ট করুন ড্রাইভ সিলেক্ট করলে কাজ হবে না

এবার Rebuild MBR এ ক্লিক করুন দুভাবে Rebuild MBR অপশন ব্যবাহর করতে পারেন


এবার Apply বাটনে ক্লিক করুন

Apply দেয়ার পর সতর্ক মেসেজ আসবে যেন কাজ চলাবস্থায় আপনার পিসি বন্ধ না হয়। Yes দিন।


নিচের মত প্রসেসিং শুরু হবে। প্রসেসিং শেষ  না  হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

কাজ শেষ হলে Successful মেসেজ আসবে। OK দিন।

পিসি রিস্টার্ট দিন

ParagonBootCorrector:
এটিও আরেকটি জনপ্রিয় ফ্রী টুল টুলটি দিয়ে কয়েকটি অপশনের মাধ্যমে MBR Fixed করা যায় MBR Fixed ছাড়াও অরো অনেক কাজ করা যায় এ Paragon Boot Corrector টুলটি (যা Rescue Kit নামে পরিচিত) দিয়ে প্রথমে সফটওয়ারটি ডাউনলোড করে Extract করুন তাহলে ISO ফাইল পাবেন। পরবর্তীতে একটি খালি সিডি নিয়ে ISO ফাইলটি সিডিতে রাইট করুন

এবার বুটেবল সিডিটি দিয়ে পিসি বুট করুন নিচের মত মেন্যু আসবে অপেক্ষা করুন


অবশেষে হোমপেজ আসবে নিচের মত ওখান থেকে Boot Corrector বাটনে ডাবল ক্লিক করুন

Correct the Master Boot Record (MBR) সিলেক্ট করে Next দিন

এখানে তিনটি অপশন আছে। আমি Update the MBR executable code অপশনটি ব্যবহার করেছি। আপনারাও করতে পারেন। যে কোন একটি সিলেক্ট করে Next দিন

Yes/No মেসেজ আসবে। Yes দিন।

৬। কিছুক্ষণের মধ্যে হবে MBR Fixed এবং নিচের মত মেসেজ আসবে।


৭। এখানে Report বাটনে ক্লিক করে রিপোর্ট দেখতে পারেন নিচের মত।

৮। সবশেষে Finish দিয়ে পিসি রিস্টার্ট দিন।

৯। কাজ না হলে ৪ স্টেপে অন্য অপশনগুলো দিয়েও ট্রাই করতে পারেন।

২টি মন্তব্য:

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।