বলা হয়ে থাকে Torrent হলো Download এর ভান্ডার।
আপনি কোন সফটওয়ার, মুভি ইত্যাদি অনলাইনে সার্চ দিয়ে যখন পাবেন না তখন তা Torrent এ পাবেন। আসলে
তাই। Torrent হলো Download করার জন্য
বিশাল এক রাজ্য যেখানে আপনি আপনার প্রয়োজনীয় সব কিছু পেতে পারেন। সেই Torrent ফাইল Download করার জন্য
আপনার লাগবে একটি Torrent Downloader। ফ্রী আর
প্রফেশনালের মধ্যে অনেক টুলই পাওয়া যায়। তবে আমি বরাবরের মতো ফ্রিতেই আপনাদের খোঁজ
দিবো ভাল একটি Torrent Downloader। আর তার নাম
হলো BitTorrent। এটি একেবারে
ফ্রী আর ছোট্ট একটি টুল ব্যবহারও সহজ। এর আগে আমরা একই ধরনের আরেকিট Torrent Downloader নিয়ে পোষ্ট
করেছিলাম যার নাম µTorrent ।
ব্যবহারঃ
১। ডাউনলোড করার পর ইন্সটল করে নিন। যে
টরেন্ট ফাইলটি ডাউনলোড করবেন তার লিংকটি কপি করে নিন।
২। Bit Torrent রান করে File>Add Torrent From Url... মেন্যুতে ক্লিক
করুন বা Shortcut হিসেবে কী-বোর্ড
থেকে Crtl+U চাপুন।
৩। নিচের মত লিংক লেখার উইন্ডো আসবে।
ওখানে কিছুক্ষণ আগে কপি করা লিংকটি পেস্ট (Ctrl+V) করে OK
দিন।
৪। আপনার ফাইলটি ডাউনলোড হওয়া শুরু
করবে। ওখানে ডাউনলোড Progress সহ বিস্তারিত
চিত্র দেখতে পাবেন।
৫। ডাউনলোড হওয়া ফাইলের উপর রাইট
ক্লিক করে তা Stop, Remove, Resume
সহ অনেক অপশন পাবেন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।