বর্তমান সময়ে USB Flash Drive এর ব্যবহার এতই বেড়ে গেছে যে এটি ছাড়া কম্পিউটার
ব্যবহার প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কম্পিউটারে
যেসব কাজ করা হয় এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত কাজের মধ্যে Data Backup এবং Bootable USB হলো অন্যতম
যাতে USB Flash Drive ই ব্যবহার হয়
সবচেয়ে বেশি। এ সব কাজের জন্য আমরা বর্তমানে অনেক সফটওয়ারের ব্যবহার
শিখেছি। WinUSB Maker হল তেমন একটি সফটওয়ার যার মাধ্যমে আমরা Windows XP, Vista, Server, Windows 7,
Windows 8 এর Bootable
USB তৈরি করতে পারি। এর মাধ্যমে USB Flash Drive এর সমস্ত ডাটা Backup এবং
Restore ও করা যায়।
টুলটি যত কাজ করা যায় তার মধ্যে USB Backup এবং Restore এর কাজটি খুবই
গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে Bootable USB ও Backup এবং Restore করা যায়। এটি একটি ফ্রী সফটওয়ার এবং এর ব্যবহার
অত্যন্ত সহজ। তবে এটি ব্যবহার করতে MS.Net Framework 4.0 লাগবে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।