সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Change Inches To Centimeters In MS Word 2010

Change Inches To Centimeters In MS Word 2010

MS Word হলো দৈনন্দিন কাজ করার জন্য বিশ্বব্যাপি জনপ্রিয় Word Processing Software। এ সফটওয়ার দিয়ে কাজ করার সময় অত্যন্ত জনিপ্রয় যে কয়টি অপশন রয়েছে তার মধ্যে Margin একটি। শুরু থেকেই Margin Set করার জন্য Measurements Unit হিসেবে Inches ই ছিল Default Unit। তবে সময়ের সাথে চলতে গিয়ে MS Word 2010 Update Pack এর পর থেকে Inches কে বাদ দিয়ে Centimetre কেই Default Unit Set করা হয়েছে যা পুরাতন User কে সমস্যায় ফেলেছে। যত ঝামেলাই থাকুক এর সহজ সমাধানও রয়েছে কিন্তু MS Word 2010


Change Inches to Centimetre in Office 2010:

১। File Menu থেকে Options এ যান। 

২। Advanced Section এ যান। এখন নিচে Scroll করে Display Section গেলে Show measurements in units of: দেখতে পাবেন। এখানে Inches দিয়ে OK দিন।



৩। এবার Page Setup এ গেলেই Margin Section Centimetre এর বদলে Inches চিহ্ন দেখতে পাবেন।



৪। Ruler ব্যবহার করে থাকলে Ruler View তেও সাথে সাথে পরিবর্তন দেখতে পাবেন।



আশাকরি অনেকেরই উপকারে আসবে পোস্টটি।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।