সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Lazesoft Recover My Password - উইন্ডোজের পাসওয়ার্ড কোন বিষয় নয়, মুছে ফেলুন সব পাসওয়ার্ড।

Lazesoft Recover My Password - উইন্ডোজের পাসওয়ার্ড কোন বিষয় নয়, মুছে ফেলুন সব পাসওয়ার্ড।



Lazesoft RecoverySuite নিয়ে ইতিপূর্বে আমরা জেনেছি। Software টি এক সাথে অনেক গুলো কাজ করতে পারে। যেমন Partitioning, Backup & Restore, Lost Data Recovery সহ Windows এর অনেকগুলো Feature নিয়ে টুলটি কাজ করে। গুরুত্বপূর্ণ Feature এর মধ্যে এর Password Reset, User Accounts Unlock এর কাজ টি আমার কাছে সবচেয়ে আকষর্ণীয়। এর Graphical User Interface টাও ভাল এবং ব্যবহার খুব সহজ। এটি কোন Live Windows এর সাথে যেমন ব্যবহার করা যায় তেমনি আবার নিজস্ব Bootable Image Supported। ফলে Bootable Disk দিয়েও সুবিধাটি পেতে পারেন। যাদের কাছে আমার Customized Hiren’s BootCD বা Win7 PE টি আছে তারা ওখান থেকেই Bootable Diskটি ব্যবহার করতে পারেন। আজকে আমরা Lazesoft Recovery My Password নিয়ে আলোচনা করবো।

Reset, Unlock User Accounts
 Bootable Disk বা Live Windows থেকে Password Recovery Run করুন। Reset Windows Password Window আসবে। Next দিন। 



২। এখানে Operating System List দেখাবে। একাধিক Windows থাকলে নির্দিষ্টটি Select করে দিতে হবে। আর একটি মাত্র Windows হলে কিছু করার দরকার নেই। Next দিন।

৩। User Account গুলো দেখাবে। এখানে User Account সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। কোনটি Administrator User or Standard User তা দেখতে পাবেন। আবার কোন User টি Lock/Disable আছে তাও দেখতে পাবেন। আপনি যে Account টি Unlock/Enable করতে চান বা যে Account টিPassword মুছতে চান তা Select করে Next দিন।


৪। Reset/Unlock এ ক্লিক করুন।


৫। কিছুক্ষণের মধ্যেই Successful Massage পাবেন। আপনার কাজ শেষ।



আপনার User Account এর Password মুছে গেছে। শুধু তাই না, Account টি Lock/Disable থাকলে সেটি Unlock/Enable হয়ে যাবে। আরো Account নিয়ে কাজ করতে চায়লে Back এ যেতে পারেন। কাজ করতে না চায়লে Finish দিয়ে দিন।


ডাউনলোডঃ Homepage, Softpedia



এছাড়া নিচের পোষ্টগুলোও পড়তে পারেন।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।