সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: পাঁচ মিনিটে উইন্ডোজ দিন (Norton Ghost)

পাঁচ মিনিটে উইন্ডোজ দিন (Norton Ghost)


নানা কারণে উইন্ডোজে সমস্যা দেখা দেয়তাই অনেক সময় উইন্ডোজ নতুনভাবে Install দেওয়ার দরকার পড়েকিন্তু একবার উইন্ডোজ দিয়ে ড্রাইভার এবং অন্যান্য সফটওয়ারগুলো সেটআপ দিতে অনেক সময় দরকারতারউপর আছে বিদ্যুতের সমস্যাকিন্তু যদি খুব অল্প সময়ে আমি আমার সব সফটওয়ার, ড্রাইভারসহ পুরো উইন্ডোজটি নতুনভাবে Install করতে পারি তাহলে নিশ্চয় আমার অনেক সুবিধা হয়এরকম কাজটি করার জন্য Norton Ghost  জনপ্রিয় সহজ একটি সফটওয়ারবিস্তারিত নিচে আলোচনা করছি

সফটওয়ারটি কিনে ব্যবহার করতে পারেন অথবা  Hiren's BootCD10.1 থাকলে ফ্রীতেও ব্যবহার করতে পারেন আমি Hiren's BootCD ব্যবহার করে কাজটি করে থাকি এবং আপনাদের জন্য টিউটোরিয়ালও তৈরি করেছি Hiren's BootCD10.1 ব্যবহার করে এর আগে আমরা Acronis True Image দিয়ে কিভাবে অল্প সময়ে উইন্ডোজ দিতে হয় তা লিখেছিলাম ইচ্ছে হলে একবার পড়ে নিতে পারেন

Norton Ghost চালু করাঃ
উইন্ডোজ BackUp নেয়ার জন্য আপনার কম্পিউটারটা নতুনভাবে উইন্ডোজ দিন এবং ড্রাইভার সহ যত সফটওয়ার দরকার ইন্সটল করুন এরপর আপনার প্রয়োজনীয় সেটিংস যা যা করার করে ফেলুন তারপর BackUp নেয়ার জন্য Norton Ghost চালু করুন নিচের পদ্ধিতে

পিসি রান করে বায়োসে গিয়ে 1st boot device সিডিরম দিন একই সাথে Hiren's BootCD10.1 সিডিরমে প্রবেশ করান অর্থাৎ Hiren's BootCD দিয়ে পিসি রান করাতে হবে Hiren's BootCD10.1 এর মেন্যু আসবে ওখান থেকে আপনি দুভাবে Norton Ghost চালু করতে পারেন নিচে দুটি পদ্ধতিই দেখানো হল

পদ্ধতি কঃ
Mini Windows XP সিলেক্ট করে এন্টার চাপুন আর এক্সপি রান হওয়ার জন্য অপেক্ষা করুন

ডেস্কটপ আসবে ওখান থেকে HBCD মেন্যূ রান করুন


HBCD  মেন্যূ ওপেন হলে Backup থেকে Ghost32* তে ক্লিক করুন

Yes/No আসলে  Yes দিন তাহলে Norton Ghost চালু হবে

পদ্ধতি খঃ
Start Hiren's BootCD সিলেক্ট করে এন্টার চাপুন
  
নিচের মেন্যূ থেকে 2.Back Up tools... সিলেক্ট করে এন্টার চাপুন
 
নিচের মেন্যূ থেকে 2.Norton Ghost 11.5*... সিলেক্ট করে এন্টার চাপুন

নিচের মেন্যূ থেকে 8.Ghost (Normal) সিলেক্ট করে এন্টার চাপুন

অপেক্ষা করুন নিচের মত Yes/No মেন্যূ আসলে এন্টার চাপুন তাহলে Norton Ghost এর হোমপেজ আসবে নিচের মত

হোমপেজে মেসেজটির উপর OK বাটনে ক্লিক করুন


ইমেজ তৈরিঃ
শুরুতে Local>Partition>To Image দিয়ে OK দিন

এবার আপনার হার্ডডিস্কটি সিলেক্ট করে OK দিন

তাহলে আপনার হার্ডডিস্কের সব ড্রাইভ দেখাবে ওখান থেকে C ড্রাইভ (Windows drive) select করে OK দিন অথবা যে ড্রাইভের ইমেজ তৈরি করবেন তা সিলেক্ট করুন

এখন ডায়লগবক্স আসবে Filename এর ঘরে Image টি সেভ করার জন্য যেকোন একটা নাম দিতে হবে এবং Look-in থেকে কোথায় সেভ করবেন তা দেখিয়ে Save এ ক্লক করুন আমি Media নামের ড্রাইভটিতে Windows7 নামে সেভ করছি আপনি আপনার মত দিন
 
এখন Compress Image file নামের ডায়লগবক্স আপনাকে No, Fast, High তিনটা অপশন দেখাবে No দিলে ইমেজটি Compress হবে না তবে সময় কম লাগবে যদি Fast দেন তাহলে ইমেজটি Compress হবে, এর সাইজ কমে যাবে তবে সময় একটু বেশি লাগবে আর যদি High দেন তাহলে ইমেজটি খুব বেশি Compress হবে, সাইজ আরো কমবে এবং সময় আরো বেশি লাগবে আমি No দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য আপনার পছন্দটি দিয়ে পরের স্টেপে চলে যান
 
সতর্ক মেসেজ Yes/No দিয়ে জানাচ্ছে যে ইমেজটি তৈরি হতে যাচ্ছে আপনি Yes দিন

৭। তাহলে Image তৈরি শুরু হবে। সেখানে আপনি Statistics এ কতটুকু Copy হল, কতটুকু বাকি আছে, Time কত চলে গেছে, কত বাকি আছে, কাজের Percentage সব দেখাবে কাজটি শেষ হতে সময় দিন

 
ইমেজ তৈরি শেষে Complete মেসেজ আসবে Continue বাটনে ক্লিক করুন তাহলে আপনার ইমেজ তৈরি করা শেষ পিসি রিস্টার্ট দিন

এখন কোন সমস্যা দেখা দিলে শুধু ঐটাকে Restore করতে হবে এতে আপনি যা যা আগে ইন্সটল করেছিলেন সবপাবেন কোন কিছু বাদ যাবে না যতবার খুশি, যতদিন খুশি ইমেজটি ব্যবহার করতে পারবেন শুধু কষ্ট করে একবার তৈরি করলেই কাজ শেষ



ইমেজ রিস্টোরঃ
এখন আমরা আগে তৈরি করা কোন ইমেজকে রিস্টোর করবো এ জন্য উপরের নিয়মে Norton Ghost চালু করুন

ইমেজ তৈরি করার জন্য Local>Partition> From Image এ ক্লিক করুন
 

এখন Look in থেকে ইমেজটি কোথায় আছে দেখিয়ে ইমেজটি Open করুন

এখানে Source Partition সিলেক্ট করে OK দিন

এখানে আপনার HDD সিলেক্ট করে OK দিন

 
কোন ড্রাইভে রিস্টোর করবেন সেই ড্রাইভটি সিলেক্ট করুন আমি C ড্রাইভে করছি C ড্রাইভ (যে ড্রাইভে Windows আছে) সিলেক্ট করে OK দিন
 


সতর্ক মেসেজ Yes/No দিয়ে জানাচ্ছে যে ইমেজটি রিস্টোর হতে যাচ্ছে আপনি Yes দিন

 
তাহলে Image রিস্টোর শুরু হবেসেখানে আপনি Statistics এ কতটুকু Copy হল, কতটুকু বাকি আছে, Time কত চলে গেছে, কত বাকি আছে, কাজের Percentage সব দেখাবে কাজটি শেষ হতে সময় দিন


৮। ইমেজ রিস্টোর শেষে Complete মেসেজ আসবে Continue দিন তাহলে আপনার ইমেজ রিস্টোর করা শেষ পিসি রিস্টার্ট দিন

বিঃদ্রঃ Processing চলাকালে আপনি নিশ্চিত হোন যে কাজটি শেষ হওয়া পর্যন্ত বিদ্যুৎ থাকবে কাজ চলাবস্থায় পিসি বন্ধ হয়ে গেলে আপনার HDD’ পার্টিশন ডিলিট হয়ে যেতে পারে এরকম সমস্যায় পড়লে ড্রাইভ রিকভার করতে আমার হার্ডডিস্কের সব ড্রাইভ ডিলিটহয়ে গেছে পোষ্টটি দেখুন যাদের মাউস কাজ না করে তারা কী-বোর্ড ব্যবহার করেও কাজ করতে পারেন এজন্য Tab, Alt, Arrow, Enter কী গুলো ব্যবহার করতে হবে

পোষ্টটি সর্বশেষ আপডেট করা হয়েছে-২৯ জুলাই ২০১২।

ডাউনলোডঃ Hiren's BootCD10.1 

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।