সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: পছন্দের ফাইলকে পিডিএফ বানান

পছন্দের ফাইলকে পিডিএফ বানান




অনেক সময় এম.এস.ওয়ার্ড., এইচটিএমএল, ইমেজ সহ অনেক ফাইলকে পিডিএফ করার প্রয়োজন পড়ে। কিন্তু কিভাবে এ সব ফাইলকে পিডিএফ এ রুপান্তর করব তা নিয়ে পড়ে যায় ঝামেলায়। এ সব ঝামেলা থেকে মুক্তির জন্য আছে ফ্রি সফ্টওয়ার Dopdf । এটি দিয়ে আপনি প্রিন্টিং যোগ্য যেকোন ফাইলকে পিডিএফ বানাতে পারবেন।

কিভাবে করবেনঃ
১। প্রথমে Dopdf সফটওয়ারটি ডাউনলোড করে ইন্সটল করুন।  

২। এবার যে ফাইলটি প্রিন্ট দিবেন তাকে প্রিন্ট কমান্ড (Ctrl+P) দেন। 

৩। প্রিন্ট ডায়লগ বক্স আসলে ওখানে Printer হিসেবে Do pdf  সিলেক্ট করে দিন নিচের চিত্রের মত। তারপর OK দিন। 

৪। OK দেয়ার পর নিচের মত ডায়লগ বক্স আসবে। ওখানে Browse  ক্লিক করে দেখিয়ে দিন আপনার PDF File টি কোথায় সেভ করবেন। তারপর Embeds Fonts এ চেক মার্ক দিন। এর মাধ্যমে আপনার ফন্ট ফাইলে সাথে এটাচ হয়ে যাবে। ফলে যেকোন পিসিতে আপনি এটি পড়তে পারবেন। এরপর High Quality Images এ চেক মার্ক দিন। এর ফলে আপনার ফাইলটার সাইজ একটু বড় হবে ঠিকই কিন্তু জুম করে পড়তে সমস্যা হবেনা। সবশেষে OK দিন। 

কিছুক্ষণের মধ্যে আপনার PDF File টি তৈরি হয়ে যাবে। PDF File ফাইল পড়ার জন্য কোন সফটওয়ার থাকলে তা পড়তেও পারবেন। যদি PDF File ফাইল পড়ার সফটওয়ার না থাকে তাহলে Foxit Reader, Adobe Acrobat Reader, Perfect PDF 7 Reader সহ যেকোন PDF সফটওয়ার ব্যবহার করতে পারেন।


 Download Mirror: Homepage, Softpedia, Cnet

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।