সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: হারিয়ে যাওয়া আইকন ফিরিয়ে আনুন

হারিয়ে যাওয়া আইকন ফিরিয়ে আনুন


অনেক সময় বিভিন্ন সফটওয়ার ইনস্টল বা রেজিস্ট্রি সেটিংস পরিবর্তনের কারণে ফাইলের আইকন বদলে যায়। এতে প্রায় সবগুলো ফাইলের আইকন একই রকম হয়ে যায়। এটার কারণে ওইন্ডোজের বড় কোন ক্ষতি হয়না তবে অনেকে ভয় পেয়ে যায় বা এটাকে বড় অসুবিধা মনে করে। এ জন্য সামান্য রেজিস্ট্রি সেটিংস পরিবর্তন করলে সমাধান পাওয়া যায়। নিম্নের রেজিঃ ফাইলটি ডাউনলোড করে রান করুন। রিস্টার্ট প্রয়োজন হতে পারে।
রেজিঃ ফাইলটি ডাউনলোড করে ডাবল ক্লিক>Yes>Ok দিন।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।