মাত্র সাত বছর বয়সী সার্বিয়ান বালক বগডেন এখন সারা বিশ্বে তোলপাড় করা খবর। দ্য ডেইলি মেইল, এমএসএনবিসি'র মতো সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ বিস্ময়কর চুম্বক বালকের খবরটি প্রকাশ করে। সম্প্রতি ডিসকভারি চ্যানেলের প্রচারণায় এই চুম্বক বালকের রহস্যময় চুম্বকীয় আকর্ষণের খবরটি বিশ্ব মিডিয়ায় আলোচিত হয়। খবরটি ভিডিও আকারে প্রকাশের পর জনমানুষের আগ্রহ তুঙ্গে ওঠে।
খবরটিতে দেখানো হয়, এই চুম্বক বালকের বুকে ঘরের সাধারণ তৈজসপত্র যেমন_ চামচ, ছুরি, রান্না করার প্যান (এক ধরনের হাঁড়ি) দিব্যি আটকে থাকছে! এর আগে চুম্বক মানবের নাম হিসেবে যারা আলোড়ন তোলেন, বগডেন তাদের চেয়েও বেশি আলোড়ন তুলেছেন। কারণ এসব ছাড়াও তার বুকে অন্যান্য জিনিস যেমন_ ছোট থালা, সমতল গ্লাস এমনকি টেলিভিশনের রিমোট কন্ট্রোলও দিব্যি এঁটে যায়! ডিসকভারি চ্যানেলে বগডেনের এই আশ্চর্য ক্ষমতা প্রকাশের পর বিশেষজ্ঞরা ছেলেটির বিশেষত্ব নিয়ে পরীক্ষা করে দেখছেন। প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন, এটি চুম্বকত্বের প্রভাব নয়, বরং ত্বকের আঠালো বিশেষত্বের কারণে এটি হচ্ছে। যুক্তিস্বরূপ তারা বলেন, শুধু চুম্বকীয় প্রভাবের কারণে এটি কখনোই সম্ভব নয়। কারণ ছেলেটির গায়ে অচৌম্বকীয় পদার্থও আটকে থাকছে। আশ্চর্যজনকভাবে এর আগে যারা চুম্বক মানব হিসেবে মিডিয়ার দৃষ্টি কাড়তে সমর্থ হয়েছিলেন তাদের সঙ্গে বেশ মিল রয়েছে বগডেনের। তবে তাদের ব্যাপারে সন্দেহের তীর ছুড়েছিলেন ডিসকভারি চ্যানেলের বিজ্ঞানীরা। কারণ তারা কেউই খালি গায়ে, দেহ কাত না করে, অপেক্ষাকৃত ভারি কিছু শরীরে আটকে থাকতে দেখাতে পারেননি। কিন্তু এবার খোদ বিশেষজ্ঞরা অবাক হয়ে দেখছেন, এ বিস্ময়কর বালকের চুম্বকের মতো দেহে রান্না করার কড়াইয়ের মতো ভারি এবং সমতল গ্লাসের মতো অচৌম্বক পদার্থ আটকে থাকতে। বিশ্ব মিডিয়ায় এই চুম্বক বালকের খবর এখন হট কেক!
* তানভীর আহমেদ
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।