সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: রহস্যময় চেরাপুঞ্জি

রহস্যময় চেরাপুঞ্জি



এশিয়া মহাদেশে যে কটি দেশ পারমাণবিক শক্তিসম্পন্ন তার মধ্যে ভারত অন্যতম। ২৮টি অঙ্গরাজ্য নিয়ে ভারত গঠিত। বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয় প্রদেশ অবস্থিত। মেঘালয়ের খাসিয়া পাহাড়ের দক্ষিণে অবস্থিত চেরাপু্ঞ্জি। ঐতিহাসিকদের তথ্যানুসারে চেরাপুঞ্জির পুরাতন নাম সোরা। ১৭৬৫ সালে ব্রিটিশরা যখন এই উপমহাদেশে তাদের দেওয়ানি প্রতিষ্ঠা করে, তখন তারা সোরাকে চেরা নামে অভিহিত করতে থাকে।
প্রায় দুইশত বছরের ব্রিটিশ শাসনামলে সোরা_ চেরা নামেই সবার কাছে পরিচিতি পেতে থাকে। ব্রিটিশরা ১৯৪৭ সালে উপমহাদেশের ক্ষমতা ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করে দিয়ে যাওয়ার পর চেরা আনুষ্ঠানিকভাবে চেরাপুঞ্জি নাম ধারণ করে। সেই থেকে সোরা সবার কাছে চেরাপুঞ্জি নামেই সুপরিচিত। চেরাপুঞ্জি নানা কারণে ভারতীয়দের কাছে এক অন্যন্য স্থান হিসেবে বিবেচিত। মনমাতানো প্রাকৃতিক দৃশ্য ঝরনার পানির অবিরাম প্রবাহ, এলোমেলো, আঁকাবাঁকা পাহাড়ি পথ, চেনা-অচেনা নানা প্রজাতির বৃক্ষরাজি শোভিত এ পুঞ্জিটি ঠিক যেন শিল্পির তুলিতে আঁকাবাঁকা কোনো মায়াবী দৃশ্যপট। চেরাপুঞ্জি দেখতে চোখ ধাঁধানো হলেও এর রয়েছে অনেক রহস্যময় কাহিনী। চেরাপুঞ্জিতে রয়েছে অসংখ্য ঝরনা, তবে দূরত্ব ও স্থানভেদে প্রতিটি ঝরনার রয়েছে বৈচিত্র্যময়তা। কয়েকটি ঝরনার পানি অতি শীতল হলেও কিছু কিছু ঝরনার পানি গরম। কথিত আছে, গরম ঝরনার পানি দিয়ে কেউ গোসল করলে তার জীবনে আর কোনো অসুখ হয় না। স্থানীয়দের তথ্যানুসারে প্রাকৃতিক নিয়মেই একেক ঝরনার পানি একেক ধরনের। তবে অনেকের ধারণা, যেসব ঝরনার পানি গরম সেসব পাহাড়ের উপরে সূর্যের আলো বেশি ঠিকরে পড়ে। আর যেসব পাহাড়ে বৃষ্টির প্রবাহ একটু বেশি সেসব পাহাড়ের ঝরনার পানি ঠাণ্ডা। চেরাপুঞ্জি অন্য যে কারণে বিখ্যাত তাহলো_ পৃথিবীর মধ্যে চেরাপুঞ্জিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। চেরাপুঞ্জিতে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫০০ সে. গে.। পৃথিবীর অন্য কোথাও এ বেশি বৃষ্টি হয় না। চেরাপঞ্জিতে বেশি পরিমাণে বৃষ্টি হলেও কমলালেবু উৎপাদনে এ অঞ্চলের রয়েছে বিশ্বজুড়ে সুখ্যাতি। বাংলাদেশিরা যেসব কমলালেবু খেয়ে থাকে তার ৪০% আসে মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে। চেরাপুঞ্জিতে রয়েছে নানা খনিজ সম্পদের সমাহার। তবে চুনা পাথরের খনির জন্য চেরাপুঞ্জি অত্যন্ত সুপরিচিত। প্রতি বছর শত শত পর্যটক পর্যবেক্ষণ করতে আসে চেরাপুঞ্জিতে। এসে মুগ্ধ হন এর সৌন্দর্য দেখে।  
* মো. রিয়াজুল ইসলাম

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।