সাউন্ড ছাড়া কম্পিউটার কেমন কেমন যেন লাগে। কারণ বর্তমান সময়ে গান শুনা বা অন্যান্য কাজে সাউন্ড খুবই জরুরী একটা বিষয় । তাই কম্পিউটার থাকলেই সাউন্ড থাকতে হবে এটা স্বাভাবিক। তবে মাঝে মধ্যে নানা কারণে পিসি’তে সাউন্ড শুনা যায় না। সাউন্ড না আসার বিভিন্ন কারণ থাকতে পারে। হতে পারে ড্রাইভার সমস্যা, হতে পারে হার্ডওয়ার সমস্যা, হতে পারে সফটওয়ারগত সমস্যা। আজকে আমরা ধাপে ধাপে কিভাবে Sound Problem Fix করা যায় তা দেখবো। খুব অল্প সময়ে এ কাজটি করা যাবে।
কিভাবে সমাধান করবোঃ
যখন পিসিতে সাউন্ড আসবে না তখন নিচের কাজগুলো ধাপে ধাপে করুন। এতে আপনি অবশ্যই সমস্যাটি চিহিন্ত করতে সক্ষম হবেন আর সমাধানও করতে পারবেন।
১। সর্বপ্রথম Device Manager দেখুন। ওখানে সাউন্ড ড্রাইভারে কোন সমস্যা আছে কি না দেখুন। যদি থাকে তা সমাধানের চেষ্টা করুন। Device Manager সম্পর্কে জানতে চায়লে এখান থেকে ঘুরে আসুন।
Device Manager |
২। Control Panel এর Sound and Audio Devices এ যান। ওখানে Audio এবং Voice ট্যাব দুটি দেখুন।
যদি এ ট্যাব দুটি ডিজেবল থাকে বা Default Device হিসেবে কোন ডিভাইসের নাম না পান তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে, আপনার পিসি’তে সাউন্ড ড্রাইভার ইনস্টল হয়নি। ড্রাইভার ইনস্টল করা ছাড়া সমাধান সম্ভব নয়। ড্রাইভার সম্পর্কিত সমস্যার জন্য All in One Driver CD পোষ্টটি দেখতে পারেন।
৩। উপরের দুটি কাজ ঠিক আছে। এবার দেখুন পিসি’র সাউন্ড বা কম্পিউটারে ব্যবহৃত কোন Media Player এর সাউন্ড Mute আছে কি না। যদি করা থাকে তাহলে Mute চিহ্ন তুলে দিন। যত প্লায়ার আছে সবকটি চেক করুন।
অথবা সাউন্ড Volume একেবারে 0 তে আছে কি না দেখুন। যদি একেবারে 0 থাকে তাহলে Volume বাড়িয়ে দিন।
অনেক সময় কোন Multimedia Player Mute অবস্থায়
আনইনস্টল করলেও সাউন্ড পাওয়া যায় না। সে
ক্ষেত্রে সফটওয়ারটি পুনরায় ইনস্টল করে Mute তুলে দিতে হবে। পরে ইচ্ছে করলে আনইনস্টল করা যাবে। এটি ছাড়া কোন উপায়ে
সাউন্ড আনা যাবে না। অন্যথায়
উইন্ডোজ সেটাপ দিতে হবে নতুন করে।
৪। যে যন্ত্রটার মাধ্যমে আমরা সাউন্ড শুনি তা Speaker হিসেবে পরিচিত সবার কাছে। ঐ Speaker এর মাধ্যমে সাউন্ড পাওয়ার জন্য আমাদের দুটি কাজ করতে হয়। একটি হলো ঐ Speaker এ বিদ্যুৎ সংযোগ দেয়া, অন্যটি হলো Speaker এর সাথে মাদারবোর্ডের সংযোগ দেয়া।
৪। যে যন্ত্রটার মাধ্যমে আমরা সাউন্ড শুনি তা Speaker হিসেবে পরিচিত সবার কাছে। ঐ Speaker এর মাধ্যমে সাউন্ড পাওয়ার জন্য আমাদের দুটি কাজ করতে হয়। একটি হলো ঐ Speaker এ বিদ্যুৎ সংযোগ দেয়া, অন্যটি হলো Speaker এর সাথে মাদারবোর্ডের সংযোগ দেয়া।
বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য Speaker এর Power Cable বিদ্যুত সংযোগটি মাল্টিপ্লাগ বা অন্য কোথাও সংযোগ দিন। কোন কোন Speaker এ বিদ্যুতের
সংযোগ সুইচ থাকে। এটি অফ থাকলে অন করতে হবে। যতক্ষণ Speaker বিদ্যুৎ সংযোগ না পায় সংযোগের চেষ্টা
চালান।
Speaker এর সাথে
মাদারবোর্ডের সংযোগের জন্য-সাউন্ড ক্যাবলটি মাদার বোর্ডের Sound Output পোর্টে সংযোগ
দিন। মাদারবোর্ডের সাউন্ড ডিভাইসে Speaker এর জন্য তিনটি লাইন থাকে। ওখান থেকে সাধারণত মাঝখানেরটা (হালকা
সবুজ) Sound Output
এর লাইন হয়ে থাকে। অনেক সময় সাউন্ড ক্যাবলটি অন্য লাইনে সংযোগ হয়ে থাকে। এতে সাউন্ড পাওয়া যায় না। তাই সেটি
ঠিকভাবে লাগানো আছে কি না তা দেখতে হবে।
আবার Speaker
এর সাউন্ড Volume একেবারে 0 তে আছে কি না
দেখতে হবে। যদি একেবারে 0 থাকে তাহলে Volume বাড়িয়ে দিন। আপনার Speaker
টি ঠিক আছে কি না প্রয়োজনে অন্য কম্পিউটারে নিয়ে গিয়ে পরীক্ষা করে নিতে
হবে। কারণ অনেক সময় ভলিউম সুইচটা ঠিক না থাকার কারণে Speaker ত্রুটি ধরা য়ায়
না।
৫। উপরের সব কটি কাজ করার পরও যদি আপনার পিসি’তে সাউন্ড
না আসে তাহলে আপনি আপনার মাদারবোর্ডের সাউন্ড কার্ডটি নষ্ট হিসেবে ধরে নিতে পারেন। সে ক্ষেত্রে নতুন সাউন্ড কার্ড লাগাতে
হবে। সাউন্ড কার্ড ঠিক
আছে কিনা তা দেখার জন্য সাউন্ড ড্রাইভারটি আন-ইনস্টল করে পিসি রিস্টার্ট দিন। রিস্টার্টের পর যদি আপনার পিসি ড্রাইভার খোঁজা শুরু করে তাহলে এক প্রকার
ধরে নিতে পারেন সাউন্ড কার্ড ঠিক আছে।
Sound Card For PCI Slot |
বর্তমানে সাউন্ড কার্ডগুলো সাধারণত মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। আপনি নতুন কিনলে তা PCI (Peripheral Component Interconnect) স্লটে সংযোগ করতে পারেন। অথবা USB Sound Card ব্যবহার করতে পারেন।
USB Sound Card |
উপরের কাজগুলো করতে আপনার বড় জোর ৫-১০ মিনিট লাগবে। এ সময়ের মধ্যে আপনি সাউন্ড সমস্যাটা বের করতে সক্ষম হবেন। Sound সম্পর্কিত
আমার আরো একটি পোষ্ট XP HD Sound Problem পোষ্টটি পড়তে পারেন।
auto sound add karbo kamna xp cd ta. Any motherboard a ? ? ?
উত্তরমুছুনসব মাদার বোর্ডের জন্য হলে আপনি সাউন্ড ড্রাইভার প্যাক ব্যবহার করতে পারেন।
মুছুনhttp://kamrulcox.blogspot.com/2011/07/blog-post.html পোষ্টে যেভাবে আছে সেভাবে। যদি মাত্র একটি বা দুটি মাদারবোর্ডের জন্য করতে চান তাহলে http://kamrulcox.blogspot.com/2012/02/nlite.html এ যেভাবে ড্রাইভার এড করতে হয় সেভাবে করতে পারেন। এখানে আপনি মাদারবোর্ডের সিডি ব্যবহার করতে পারেন।
অসংখ্য ধন্যবাদ কামরুল ভাই।
উত্তরমুছুনআমি উইন্ডোড সেভেন সেটাপ দিলে সাউন্ড হয় না!! ড্রাইভার ডিক্স দিলে ও না!! কিন্তু xpতেসাউন্ড বেশ ভালই চলে!! সেভেনে শুধু সমস্যা
উত্তরমুছুনআপনার Device Manager এর স্ক্রীনশট দেন একটা। আর মাদারবোর্ডের মডেল নং বলেন। Windows 7 কত ভার্সন ব্যবহার করেছেন?
মুছুনআমি টিভি কার্ড ব্যবহার করে পিসি চালু করলে সাউন্ড আসে না। কিন্তু কেন, সব কানেকসন ঠিক আছে।
উত্তরমুছুনএকটা Sound Connection Cable আছে। আপনি যদি দু দিকে সাউন্ড পেতে চান তাহলে ওটা ব্যবহার করতে হবে। না জানলে অভিজ্ঞ কারো কাছ থেকে জেনে নিন।
মুছুনভাই Sound ,video and game controllers এ গেলে শুধু Realtek High Definition Audio আসে। এর পর কি করব?
উত্তরমুছুনScreenshot দিলে উত্তর দিতে সুবিধা হয়।
মুছুনআপনাকে অশঙ্ক অশঙ্ক ধন্যবাদ । আমার কম্পিউটারে সাউন্ড সমস্যাটা ছিল বেশ কিছু দিনধরে আমি নিজে নিজে ঠিক করার অনেক চেষ্টা করছি কিন্ত পারছি না । তারপর ইউটোভ এ অনেক ভিডিও দেখছি এবং সেগুলো প্রয়োগও করছি তাতে ও কোনো লাভ হইছে না কিন্তু আমি যখন আপনার পদ্ধতি অনুসারে কাজ করছি আল্লাহ রহমতে এখন আমার কম্পিউটার সাউন্ড আসছে । আল্লাহ আপনাকে ভালো রাখুক ,সুস্থ রাখুক । আমিন ।
উত্তরমুছুন