সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: All in One Driver CD - ড্রাইভার সমস্যা থেকে চীর মুক্তি লাভ করুন

All in One Driver CD - ড্রাইভার সমস্যা থেকে চীর মুক্তি লাভ করুন



Computer চলে Hardware আর Software দুটি জিনীসের সমন্বয়ে Hardware গুলো কাজ করে Driver নামের এক প্রকার সফটওয়ারের মাধ্যমে প্রয়োজনীয় Driver এর অনুপস্থিতি বা সঠিক Driver এর অভাবে Hardware গুলো ১০০% সার্ভিস দেয় না বিশেষ করে Chip Set Driver, Sound Driver, VGA Driver বা Graphics Driver এ তিনটি Hardware Driver পিসিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই Motherboard Driver ছাড়া পিসি অচলই বলা যায় কিন্তু অনেক সময় Motherboard এর Driver CD পাওয়া সম্ভব হয় না বিশেষ করে পুরাতন PC তে Motherboard এর Driver CD হারিয়ে গেলে বিপাকে পড়তে হয় সবাইকে এ অবস্থায় Windows 7 এ সমস্যা না হলেও এক্সপিতে ড্রাইভার সমস্যা থেকেই যায় তাই এমন একটা Driver CD দরকার যা সব পিসিতে, সব Motherboard এ কাজ করবে আজকে আমরা তেমন একটি AIO Driver CD (All in One Driver CD) তৈরি করবো যা যে কোন পিসিতে, যেকোন MotherboardDriver সমস্যার সমাধান দেবে আর তা CD/DVD, Pendrive বা যেকোন জায়গায় রাখা যাবে, ব্যবহারও করা যাবে

যা যা লাগবেঃ
কাজ করার জন্য আমাদের লাগবে DPs_BASE নামে একটি সফটওয়ার আর প্রয়োজনীয় Driver Packs এর আগে আমরা Unattended Windows XP বা Windows XP Customize এর উপরে চেইন টিউন করেছিলাম সেখানে Windows XP সিডিতে সব ধরনের Motherboard এর জন্য কিভাবে Driver সংযুক্ত করতে হয় তা দেখেছিলাম ওখানে যে ড্রাইভারগুলো আমরা ব্যবহার করেছিলাম এখানেও সেই Driver Packs গুলোই ব্যবহার করবো Driver Packs গুলো যাদের ডাউনলোড করা আছে তাদের নতুনভাবে ডাউনলোড করার দরকার নেই

আমাদের ব্যবহৃত Driver Packs এর সবগুলো Driver কিন্তু Brand Driver নয় কিছু Driver অভিজ্ঞ প্রোগ্রামারদের Customize করা তাই এ ড্রাইভারগুলো Signing করা নয় তাই বলে কিন্তু এ ড্রাইভারগুলোকে ভাইরাসের সন্দেহ করার দরকার নেই DriverPacks.net হলো ড্রাইভার সমস্যার জন্য একমাত্র বিশ্বস্ত আর টপ চার্টে থাকা ওয়েব সাইট তারপরও কারো কোন সন্দেহ থাকলে স্ক্যান করে নিতে পারেন 

ডাউনলোডঃ
Driver Packs গুলো Torrent File. তাই ডাউনলোড করার জন্য Torrent Downloader লাগবে Torrent ফাইল কিভাবে ডাউনলোড করতে হয় তার জন্য আমার Torrent Download এর পোষ্টটি দেখুন ডাউনলোড পেজে গিয়ে এক্সপির উপযোগী Driver Packs গুলো ডাউনলোড করুন Desktop PC ’র জন্য Chipset Driver, Sound Driver, VGA Driver বা Graphics Driver, LAN আর Laptop এর জন্য হলে WLAN, Mass Storage, CPU, HID (Human Interface Device) গুলোও ডাউনলোড করুন এক্সপি সিডিতে কিভাবে ড্রাইভারগুলো এড করতে হয় তার জন্য আমার Windows XP সেটাপ দিন যেকোনল্যাপটপে পোষ্টটি দেখতে পারেন

Download: Driver Packs    DPs_BASE



১ম পদ্ধতি
কিভাবে তৈরি করবোঃ
আমি ধরে নিলাম আপনারা Driver Packs আর DPs_BASE দুটিই সংগ্রহ করেছেন Driver Pack গুলো ডাউনলোড করার পর Rename করবেন না। যে নামেই আছে সেই নামেই রেখে দেবেন।

 

DPs_BASE সফটওয়ারটি ডাউনলোড করে কোন ফোল্ডারে রাখুন এবং আনজিপ করুন আনজিপ করার পর মূল প্যাকটি ছাড়া বাকিগুলো নিচের চিত্রের মত দেখবেন



ডাউনলোড করা Driver Packs গুলো DriverPacks নামের ফোল্ডারে কপি করুন (কালো তীর চিহ্নিত)Chipset Driver, Sound Driver, VGA Driver বা Graphics Driver, LAN, WLAN, Mass Storage, CPU ছাড়া অন্য Driver Packs এড করতে চায়লে তা 3rd Party DriverPacks ফোল্ডারে রাখুন।

 

আমি নিচের ড্রাইভারগুলো এড করেছি আপনারা আপনাদের প্রয়োজনীয় ড্রাইভারগুলো এখানে কপি করুন

 

 

এবার DPs_BASE সফটওয়ারটি (কালো তীর চিহ্নিত) রান করুন

 

নিচের চিত্রেরর মত আসবে Next দিন



নিচের উইন্ডোটি আসা পর্যন্ত Next দিতে থাকুন  নিচের উইন্ডোটি আসলে Stand Alone Drivers অপশনটি সিলেক্ট করুন (কালো তীর চিহ্নিত)


নিচের মত মেসেজ আসতে পারে Yes দিন


এবার Browse বাটনে ক্লিক করে আপনার তৈরি করা ড্রাইভারগুলো কোথায় Save করবেন তা দেখিয়ে দিন

আমি D Drive D নামে ফোল্ডার রাখাবো আপনারা যারা যার ইচ্ছেমত জায়গায় রাখতে পারেন কোন সমস্যা নেই


Browse এর পর Next দিন


এখানে Drive সিলেক্ট করার জন্য নিচের মত উইন্ডোটি আসবে


Select All এ ক্লিক করুন তাহলে আপনার সব Drive সিলেক্ট হয়ে যাবে আপনি ইচ্ছে করলে পছন্দের কোন Drive থেকে টিক মার্ক তুলে দিয়ে বাদও দিতে পারেন এক কথায় আপনি যে যে ড্রাইভারটি চায়বেন সেটার উপর টিক মার্ক দিন এর পর Next দিন


১০ নিচের মত উইন্ডোটি আসবে ওখানে Method 1 (সবুজ তীর চিহ্নিত) দিয়ে Next দিন


১১ নিচের উইন্ডোটি আসা পর্যন্ত Next দিতে থাকুন নিচের মত উইন্ডোটি আসবে এটি সর্বশেষ উইন্ডো এখানে Slipstream! বাটনে ক্লিক করুন


১২ নিচের মত প্রসেসিং শুরু হবে অপেক্ষা করুতে হবে কাজটি শেষ হতে প্রায় এক ঘন্টা পর্যন্ত লাগতে পারে পাশাপাশি আপনি অন্য কাজ করতে পারেন তবে এসময় পিসি স্লো থাকবে


১৩ সবশেষে নিচের মত Slipstream Finished মেসেজ আসবে আপনার ড্রাইভার তৈরি হয়ে গেছে


 ১৪ এবার আপনি ৬ নং স্টেপে Browse করে যে Destination ঠিক করেছিলেন সেখানে যান (যেমন আমারটা D:\ D) ওখানে নিচের মত DriverPacks.net নামে একটি ফোল্ডার দেখবেন


১৫ DriverPacks.net ফোল্ডারটি টি ওপেন করুন এর ভিতর D নামে আরেকটি ফোল্ডার পাবেন (সবুজ চিহ্নিত) সেই ফোল্ডারের ভিতর যা আছে তাই হলো আমাদের প্রয়োজনীয় ড্রাইভার অর্থাৎ D ফোল্ডারটিই আমাদের All in One Driver CD ’র ফোল্ডার বা কষ্টের ফসল 

D ফোল্ডারটি আপনি আপনার পেনড্রাইভ, সিডি/ডিভিডি বা আপনার পছন্দের জায়গায় কপি করে Save করে রাখুন আপনার যদি অন্য কোন মাদারবোর্ডের সিডি, প্রিন্টার ড্রাইভার, স্ক্যানার ড্রাইভার বা অন্য যেকোন ড্রাইভার থাকে তাহলে তাও ঐ ফোল্ডারে (Dফোল্ডারে ভিতর) কপি করে রাখতে পারেন এতে আপনার ড্রাইভার সংগ্রহ আরো বেশি হবেতবে মজার ব্যাপার হলো আপনি যদি আপডেট Driver Pack গুলো ব্যবহার করেন তাহলে মাদারবোর্ডের জন্য আর কোন ড্রাইভার আপনার দরকার হবে না। Update Mother board ছাড়া হাজার হাজার মাদারবোর্ডের ড্রাইভার এই Driver Pack গুলোতে আছে। বলতে পারেন এ পর্যন্ত তৈরি করা সকল ব্রান্ডের সকল মডেলের Mother Board Driver এই Driver Pack গুলোতে যুক্ত করা হয়েছে। তাছাড়া আপনার Mother Board Driver গুলোর চেয়ে এগুলো আরো আপডেট

তারপরও ইচ্ছে করলে পুরো মাদারবোর্ড সিডিটি কপি করে (autorun.inf ফাইলটি বাদ দিয়ে) একটি ফোল্ডারে নিন (ফোল্ডারের নামে কোন ফাঁকা থাকবে না)। তারপ ঐ ফোল্ডারটি আপনার All in One Driver CD’র ফোল্ডারে কপি করে দিন। যেমন নিচের চিত্রে আমি উদাহরণ হিসেব Intel এর দুটি মাদারবোর্ড এড করে দেখালাম।


ইচ্ছে করলে ফোল্ডারটি Rename করে নিন নিজের পছন্দমত নাম দিয়ে যেমন আমি Driver নামে Rename করেছি





২য় পদ্ধতি
কিভাবে ব্যবহার করবোঃ
উপরে আমরা ড্রাইভার সিডি তৈরি করে ফেলেছি এখন এই সিডির মাধ্যমে যে কোন মাদারবোর্ডে কিভাবে ড্রাইভার ইন্সটল করবো তা দেখবো কাজ শুরু করার আগে সম্ভব হলে MS.Net Framework 2.0 টা Install করে নিন আমার কাছে এটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে Driver গুলো Install করার সময় আপনার Internet Security বা Firewall থাকলে বার বার Permission চায়তে পারে Permission চায়লে Permission দেবেন প্রয়োজন মনে করলে এগুলো Driver Install করা পর্যন্ত ডিজেবল করে রাখতে পারেন এবার চলুন ব্যবহার পদ্ধতি দেখি

My Computer এ রাইট ক্লিক করে Properties>Hardware>Driver Signing এ ক্লিক করুন
  

নিচের মত উইন্ডো আসবে চিত্রের মত সেটিংস করে নিন (সবুজ চিহ্নিতগুলো দিন, লাল চিহ্নিতটি দেবেন না) সিলেক্ট করা শেষে OK দিয়ে Window Close করে দিন


এখন আপনার D ফোল্ডারটি (অর্থাৎ All in One Driver CD’র ফোল্ডারটি পেনড্রাইভ, সিডি বা পিসিতে যেখানে কপি করা আছে সেখান থেকে) ওপেন করুন। আমারটা পেনড্রাইভে কপি করা থাকে কাজ করার সময় C ড্রাইভে (যে ড্রাইভে Windows আছে) কপি করে সেখান থেকেই ব্যবহার করি সেটাই আমার কাছে বেশি নিরাপদ বলে মনে হয় All in One Driver CD’র ফোল্ডারটি খোলার পর DPINST নামের সফটওয়ারটি রান করুন (সবুজ চিহ্নিত)


নিচের মত Window আসবে Next দিন


আপনার পিসিতে থাকা Hardware  Search করে সে অনুযায়ী Driver Install হওয়া শুরু হবে অপেক্ষা করুন


কাজ চলাবস্থায় নিচের মত মেসেজ আসতে পারে Continue Anyway বাটনে ক্লিক করুন


সবশেষে Finish Window আসবে Finish বাটনে ক্লিক করুন আপনার Driver Install হয়ে গেছে এ ব্যবস্থায় পুরাতন কোন Driver থাকলে সেগুলোও আপডেট হয়ে যায়


পিসি রিস্টার্ট চায়বে Yes বাটনে ক্লিক করুন তাহলে রিস্টার্টের পর আপনার Driver গুলো কাজ শুরু করবে 


Driver সম্পর্কিত তথ্যের জন্য প্রয়োজনে Device Manager Check করে দেখুনআর Sound Driver Problem থাকলে Fix করার জন্য আমার পরবর্তীতে লেখা Windows XP HD Sound Problem পোষ্টটি দেখতে পারেন। এছাড়া বিভিন্ন ব্রান্ডের ড্রাইভার পাওয়ার জন্য DownloadWindowsDrivers.info পেজটি ভিজিট করতে পারেন।

১৭টি মন্তব্য:

  1. Kamrul vi khobe sondor koran lakhan bojta osobeda hoy na .apna k onak donnobad.apnar onno akta tune dakha xp ta driver add korta parache akhon dakhe ata korta pare ke na.thnx

    উত্তরমুছুন
  2. অনেক সুন্দর হয়েছে ভাই। কাজের একটা জিনিস দিয়েছেন। মাঝে মাঝে আমার কাজে লাগবে। আপনি আছেন বলে আমরা এগুলো শিখতে পারছি।

    উত্তরমুছুন
  3. apnaky donnobad.

    By akta matherbrod cd thaky divar gulo copy korly hobe janty cai...

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. প্রশ্নটা ভালভাবে বুঝলাম না। আপনি কি শুধু একটি মাদারবোর্ড সিডি'র কথা বলেছেন? যদি একটি মাদারবোর্ড সিডি এড করেন তাহলে সেটি সব জায়গায় কাজ করবে না।

      মুছুন
  4. ami bolcy akta brother brod cd thaky dibar golo copy korly hobe sata boltty cassi

    উত্তরমুছুন
  5. brother brod CD না। মনে হয় আপনি মাদারবোর্ড সিডি'র কথা বলছেন। একটি মাদারবোর্ডের সিডি পুরাটাই কপি করে যেকোন একটি ফোল্ডারে রাখেন। Autorun.inf ফাইলটা বাদ দেবেন। এবার সেই ফোল্ডারটা আপনার Multiboot ফোল্ডারে রাখুন। কাজ হয়ে যাবে।

    উত্তরমুছুন
  6. ji by akta mrother broad cd poruta copy kore moltiboot foldar rakly kaz korle sob pc te kaz korbe pilz


    birokto korlam

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. একটা মাদারবোর্ড সিডিতো ভাই সবপিসিতে কাজ করে না। সমমানের হার্ডওয়ার সম্পন্ন পিসিতে কাজ করবে। আপনি পুরো মাদারবোর্ড সিডিটি Autorun.inf ফাইলটা বাদ দিয়ে কপি করে All in One Driver CD’র ফোল্ডারে রাখেন। এরপর আমার বর্ণনায় ২য় পদ্ধতি যখন প্রয়োগ করবেন তখন আপনার মাদারবোর্ডের সিডিটি যে হাডওয়ারের সাথে মিলে যাবে তাতে কাজ করবে। যেমন আপনার পিসিতে কাজ করবে। আপনার প্রশ্নের কারণে আমার পোষ্টটি সামান্য আপডেট করেছি। বুঝতে সমস্যা হলে প্রশ্ন করবেন। কোন বিরক্ত নয়। আপনাকে ধন্যবাদ।
      আর আমার উপরের কমেন্টসে Multiboot ফোল্ডার হবে না। এটি আসলে All in One Driver CD ফোল্ডারের কথাই বলতে চেয়েছিলাম। মানে ১৫ নং স্টেপে তৈরি করা D Folder.

      মুছুন
  7. thanks u my brother
    Driver Packs web site thaky dawnload korly sob pc or laptpo ty kaz korby

    উত্তরমুছুন
  8. Kamrul vi ami akta pc setup deya test korache vga,lan, driver install hoyacha but sound driver ta install hoy nai but jokhon xp cd ar satha driver golo customize kora deya xp setup dai tokhon sound driver ta install hoy.ata kano hoy bolta paran?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আমি এরকম সমস্যাই পড়ি নি অবশ্য তাই সঠিক কারণ বলতে পারছি না। যদি সে রকম হয় তাহলে সাউন্ড ড্রাইভারগুলো এক্সপি'র সাথে এড করে বাকিগুলো এ নিয়মে এড করতে পারেন। আর আমার এ বিষয়ে আরেকটু গবেষনা দরকার আছে। যদি নতুন কিছু পাই তাহলে অবশ্যই পোষ্ট করবো। ধন্যবাদ।

      মুছুন
  9. obossoi post korben apnar ai post golo dakha amr onak upokar hoyacha apna k onak onak thnx

    উত্তরমুছুন
  10. উত্তরগুলি
    1. আপনাকে স্বাগতম। খোলাখুলি মোবাইল নাম্বারতো দেয়া যায় না ভাই। আপনি ফেসবুকে বা জিমেইলে মেসেজ পাঠাতে পারেন। প্রোফাইলে মেইল এড্রেস পাবেন। ধন্যবাদ।

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।