কোন একটি ওয়েবসাইট ভাল লেগে গেল। কিন্তু নেট কানেকশন নেই বা প্রতিদিন অনলাইনে বসা সম্ভব হয় না। ঐ অবস্থায় ঐ ওয়েবসাইটটি যদি পুরোটা ডাউনলোড করে নেয়া যায় যাতে অফলাইন বা ইন্টারনেট কানেকশন ছাড়া পড়া যায় তাহলে কেমন হবে? হ্যাঁ ঐ কাজটি আপনাকে করার জন্য HTTrack নামের ফ্রি সফটওয়ারটি সাহায্য করতে পারে। এই সফটওয়ারটি আপনাকে কোন ওয়েবাসইট পুরো ডাউনলোড করার সুযোগ করে দিতে পারে যাতে আপনি Offline এ বসে যেকোন Web Site পড়তে পারেন। তবে ডাউনলোড করার সময় অবশ্যই নেট কানেকশান লাগবে।
কিভাবে করবেনঃ
১। রান করে Next দিন।
২। Project Name হিসেবে ওয়েবসাইটটির নামটি দিতে পারেন। আর সাথে সম্পর্ক যুক্ত একটি ক্যাটাগরি দিন। তারপর Next দিন।
৩। আপনি যে সাইটটি ডাউনলোড করবেন তার URL Add করতে হবে। Add URL ক্লিক করলে নিচের মত আসবে।
৪। এখানে URL দিন। আপনার নিজের সাইট হলে ID আর PassWord দিতে পারেন। আর না হয় প্রয়োজন নেই। OK দিন।
৫। OK দেয়ার পর সাইটটি এড হবে। Next দিন।
৬। এটি ফাইনাল পর্ব। Finish এ ক্লিক করলে ডাউনলোড শুরু হবে নিচের মত। ওয়েবসাইটটির কন্টেন্ট এর সাইজ আর আপনার নেট স্পীড এর উপর ভিত্তি করে ডাউনলোড সময়টা লাগবে।
৮। C:\My Web Sites (উইন্ডোজ ড্রাইভে) Index পেজটাই হলো আপনার ডাউনলোডকৃত ওয়েবপেজের লিংক।
কিছু কিছু কন্টেন্ট বাদে পুরো ওয়েবসাইটটি কাজ করে। আমার সাইটটি আমি ডাউনলোড করেছি যেখানে সব পাওয়া গেছে। তবে লেবেল লিংকগুলো কাজ করে না।
ডাউনলোডঃ Home Page, Softpedia, CNET.
ডাউনলোডঃ Home Page, Softpedia, CNET.
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।