সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: KompoZer- ওয়েব ডিজাইনের সহযোগী

KompoZer- ওয়েব ডিজাইনের সহযোগী


ওয়েবসাইট তৈরি করতে যা লাগে তার সর্বপ্রথম বিষয়টি হলো HTML কোডিং। অত্যন্ত সহজ একটি বিষয় এটি। এটি না জানলে css, php, java ঐ দিকে যাওয়ার কোন সুযোগ নেই। কিন্তু এগুলোতে আপনি দক্ষ নন কিংবা জানেন না অথচ একটি সাইট তৈরির পরিকল্পনা করছেন।  KompoZer তেমন একটি ফ্রি সফটওয়ার যেটি আপনাকে ঐ সব ঝামেলা থেকে রক্ষা করবে।

এটি Microsoft Frontpage বা Dreamweaver এর মত খুব সহযেই ওয়েবসাইটের বিভিন্ন দিক গ্রাফিক্যালি করতে আপনাকে সাহায্য করবে। Microsoft Frontpage যেমন একজন নতুন ইউজারও ব্যবহার করতে পারে এটি তেমন সহজ নতুনদের জন্য। এর মাধ্যমে কোন কাজ করে এর কোডগুলো আপনি নিজে নিজে বিশ্লেষন করতে পারবেন, ওখান থেথে শিখতে পারবেন, কোডগুলো আপনার ওয়েবসাইট কিংবা অন্যকোন জায়গায় ব্যবহারও করতে পারবেন। ওয়েবসেটিংস এর কোন একটি যদি আপনার দরকার হয় তাহলে কাজটি এ সফটওয়ারে করুন তারপর কোডটি সংগ্রহ করুন। যেমন একটি লেখাকে bold করার জন্য আপনার দরকার হবে HTML কোডিং। কিন্তু আপনি তা জানেন না। তাহলে আপনি কোন লেখাকে এখানে লেখে এমএসওয়ার্ডের মত Bold করুন। তারপর Bold করার জন্য কি ধরনের কোড ব্যবহার হয়েছে তা আপনি দেখে নিজে নিজেই বুঝে ফেলবেন। যদি আপনি আমার মত ইউজার হন একটু একটু জানেন কিন্তু দক্ষ না। তাহলে আর কথাই নেই। আজকেই নেমে পড়তে পারেন।

কিভাবে কাজ করেঃ
সফটওয়ারটির বর্ণনা দিতে গেলে বর্ণনা শেষ হবে না। এটি সম্পর্কে বেশি জানা যাবে প্রাকটিক্যাললি ব্যবহারের মাধ্যমে। তারপরও আমি কিছু নমুন দিচ্ছি।

উপরের ছবিতে আমি KamulCox লেখাটাকে Bold করেছি, আরেকটাকে KamulCox কে লিংক করেছি, কামরুলকক্সকে Italic করেছি। এখন Normal ট্যাবে আছে।

এবার লেখাগুলোর কোড বের করার জন্য Source ট্যাবে গিয়ে কোডগুলো দেখতে পাচিছ উপররে ছবির মত। 

তা দেখতে কি রকম লাগবে তা Preview ট্যাবে দেখতে পাচ্ছি।
এভাবে আরো অনেক কাজ আপনি করতে পারেন।

Download: Download Setup   Portable. বিস্তারিত KompoZer site এ পাবেন।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।