সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: সাপের পা!

সাপের পা!



চীনে এক পা বিশিষ্ট একটি সাপের দেখা মিলল। ৬৬ বছর বয়সী মিসেস ডুয়ান এই সাপের দেখা পান। তিনি নিজের শোবার ঘরে যখন রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখন দেখতে পান ঘরের ছাদ থেকে দেয়াল বেয়ে সরীসৃপ জাতীয় কিছু একটা নেমে আসছে। দক্ষিণ-পশ্চিম চীনের বাসিন্দা মিসেস ডুয়ান বলেন, 'এক কর্কশ, কচকচে শব্দে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি দ্রুত ঘরের বাতি জ্বালাই আর বিস্ময়ে দেখি একটি সাপ তার পা দিয়ে ঘরের ছাদের কোনো কিছুতে ধরে ঝুলে আছে।

কিছুক্ষণ পর সেটা ধীরে ধীরে দেয়াল বেয়ে নিচের দিকে নামতে শুরু করল' মিসেস ডুয়ান সাপটি দেখে যতই ভয় পান না কেন মাথা ঠাণ্ডা রাখেন এবং খাটের পাশে রাখা জুতা দিয়েই তিনি সাপটিকে আঘাত করেন। এক পর্যায়ে সেটা মরে যায়। তিনি ঠিকই ধরেছিলেন এই পা-অলা সাপটি নিঃসন্দেহে একটি বিরল কিছু। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সাপটিকে অ্যালকোহল দিয়ে একটি কৌটায় সংরক্ষণ করে রাখেন। ওয়েস্ট নরম্যাল ইউনিভার্সিটি, ন্যনচাঞ্জ; চীনের একটি প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের গবেষকরা এক পা বিশিষ্ট এ সাপটিকে নিয়ে গবেষণা করেন। সাপটি দৈর্ঘ্যে ১৬ ইঞ্চি এবং হাতের আঙ্গুলের মতো। সাপ বিশেষজ্ঞ লঙ স্যুই জানান, 'সাপটিকে মেরে ফেলায় অনেককিছুই স্পষ্ট করে জানা যাবে না। তবে ব্যতিক্রমী এ সাপটি সরীসৃপদের নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য দেবে'

সূত্রঃ   বাংলাদেশ প্রতিদিন, ৪এপ্রিল ২০১২ খ্রিঃ।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।