চিন বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ও উচ্চতম সেতু তৈরি করল ফেলল। অল্প কদিনের মধ্যেই ১১৭৬ মিটার লম্বা এই সেতুটির উদ্বোধন করা হবে। হুনান প্রদেশের ডিহাংয়ের দুটি টানেলের সঙ্গে সংযোগের জন্য মাটি থেকে ৩৫৫ মিটার উঁচুতে গভীর গিরিখাতের উপর এই সেতুটি তৈরি করা হয়েছে।
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও উচ্চতম এই টানেল থেকে অন্য টানেলের মধ্যে সংযোগকারী এই সেতুটির নাম রাখা হয়েছে ‘অ্যাজহাই এক্সট্রা লার্জ সাসপেনশন ব্রিজ (Aizhai Extra Large Suspension Bridge)।’ পর্যটকরা বলছেন, এই ব্রিজটা শুধু দীর্ঘতম কিংবা উচ্চতমই নয়, বিশ্বের অন্যতম সুন্দর দৃশ্যের একটা কোলাজ। ৬৪ কিলোমিটার দীর্ঘ এক এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ্রাপন করবে এই ব্রিজ। ব্রিজে দু দিক দিয়ে চার লেনের রাস্তা থাকছে। এই এক্সপ্রেসওয়ে মোট ১৮টি টানেলের উপর দিয়ে যাবে। ২০০৭-এর অক্টোবরে এই ব্রিজটি তৈরির কাজ শুরু হয়। চার বছরের মধ্যেই এই ব্রিজের অধিকাংশ কাজ শেষ হয়ে যায়। চলতি বছর প্রিং ফেস্টিভ্যালের সময় এই অ্যাজহাই ব্রিজ পদচারীদের জন্য খুলে দেওয়া হয়েছিল। পর্যটকদের সুবিধার জন্য এই ব্রিজ তৈরি করা হল বলে চিন সরকার জানিয়েছে। রাত্রে সুবিধার জন্য প্রায় দু’হাজার আলোকস্তম্ভের ব্যবস্থা করা হয়েছে।
দুস্ত চীন যে এগিয়ে গেছে অনেক এটা তার একটা প্রমাণ।
উত্তরমুছুন