সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: এলগিন'-এর আগুন বিভ্রান্তি

এলগিন'-এর আগুন বিভ্রান্তি



গ্যাস লিক নাটক ক্রমশ জমে উঠছে উত্তর সমুদ্রের তেল প্লাটফর্মে রবিবার থেকে শুরু হওয়া গ্যাস লিকের জায়গায় বিস্ফোরণের আশঙ্কা নেই বলে দাবি করছে সংশ্লিষ্ট সংস্থা আর পরিবেশবাদীরা শুরু করেছেন বিক্ষোভ উত্তর সমুদ্রে স্কটল্যান্ডের পূর্ব উপকূলে সমুদ্রের ১৫০ মাইল ভেতরে ব্রিটিশ জ্বালানি সংস্থা টোটাল এসএ' 'এলগিন' নামের তেল প্লাটফর্মে লিক হওয়া গ্যাসে আগুন লেগেছে বেশ কয়েক দিন ধরে সে আগুন আয়ত্তে আনা নিয়ে দেখা যাচ্ছে নানা মানুষের নানা মত

পরিবেশবাদীরা চাইছে অবিলম্বে এই গ্যাস লিক বন্ধ করা হোক কিন্তু ব্রিটিশ সরকার বলছে অন্য কথা তাদের বক্তব্য, এই গ্যাসে যে আগুন ধরেছে তা এখনই নেভানোর প্রয়োজন নেই সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে টোটালের এক লন্ডন কর্তা বলছেন, আগুনটা জ্বলছে বটে, তবে তাতে কোনো রকমের বিপদের সম্ভাবনাই নেই আর যত তাড়াতাড়ি সম্ভব, সেটাকে জোর কদমে আয়ত্তে আনার চেষ্টা চলছে কিন্তু এই আগুনের ফলে সমুদ্রের নিচে তেল লিক হওয়ার বা সমুদ্রের জলে তেল মিশে গিয়ে প্রাকৃতিক বিপত্তির প্রসঙ্গটি এড়িয়ে গেছেন টোটালের মুখপাত্র
টোটালের মুখপাত্র 'বিপদের সম্ভাবনা নেই' বলে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে খালাস হলেও বক্তব্যকে মোটেই মেনে নিতে রাজি নন পরিবেশবাদীরা তারা যথারীতি এটাকে বেশ বড় আকারের চেহারা দিয়ে আন্দোলনের পথে যেতে তাল ঠুকছেন স্কটল্যান্ডের পরিবেশবাদী সংগঠন ডাবি্লউডাবি্লউএফের প্রধান রিচার্ড নিঙ্নের কাছে বেশ জোরালো হুঁশিয়ারি শোনা গেছে নিঙ্নের দাবি, এই এলগিন প্লাটফর্মের পরিচালক সংস্থা টোটাল এসএ-কে অবিলম্বে দেখতে হবে এর মধ্যেই ওই লিক হওয়া জায়গা থেকে খনিজ তেল সমুদ্রের জলে মিশছে কিনা যদি তা হয়ে থাকে, তাহলে এক্ষুণি সে বিষয়ে তাদের ব্যবস্থা নেওয়া জরুরি কারণ, পরিবেশের জন্য এই তেল সমুদ্রে মিশে যাওয়ার মানে ব্যাপক ক্ষতি প্রসঙ্গে টোটালের বক্তব্যও তাহলে শুনে নেওয়া যাক টোটালের ধারণা, যে পরিমাণ গ্যাস ওই প্লাটফর্মে লিক হয়ে চলেছে, তার পুরোটা জ্বলে যাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করতে চায় ঘটনাস্থল ভালো করে পর্যবেক্ষণ করে তারা যে তথ্য জানাচ্ছে, তাতে বলা হচ্ছে, আগুন জ্বলছে, তবে কোনোরকম বিপদের সম্ভাবনা নেই কারণ, ওয়েলহেড প্লাটফর্মে গ্যাস লিক হয়েছে, আর আগুনটা জ্বলছে প্রসেসিং, ইউটিলিটি আর কোয়ার্টার্স প্লাটফর্মে এই দুটোর মধ্যে রয়েছে ৯০ মিটার বা ৩০০ ফুটের ব্যবধান সুতরাং কোনোরকম বিপদের সম্ভাবনা তারা দেখছেন না বিশেষ করে কোনো বিস্ফোরণের আশঙ্কা নেই সে তো মন্দ কথা নয়, তাহলে এই আগুন, যেটা জ্বলেই চলেছে, সেটাকে নেভানোর জন্য কোনো ব্যবস্থা নেবে না টোটাল

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-রকমারি ডেস্ক, ১৭ এপ্রিল ২০১২খ্রিঃ।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।