বুটেবল সিডি’র একটি বৈশিষ্ট্য হলো সিডিগুলোকে কপি করে কোথাও রাখলে তা আর বুটেবল থাকে না। কারণ কপি করার সময় বুটেবল ইমেজটা কপি হয় না। কিন্তু বিভিন্ন কারণে আমরা বুটেবল সিডিগুলো কপি করে থাকি বা করতে হয়। ফলে পরবর্তীতে এগুলো রাইট করলে আর বুটেবল হয় না। বিশেষ করে ভিসতা আর সেভেনের জন্য তেমন কোন সফটওয়ারও এখনো বের হয়নি। এ সস্যাটি সমাধান করা যাবে Windows Bootable Image Creator (WBICreator) দিয়ে। এটি খুব ছোট্ট একটি ফ্রী এবং পোর্টেবল সফটওয়ার। এটি Windows XP, Vista এবং 7 এর জন্য ব্যবহার করা যাবে। টুলটি askvg থেকে সংগ্রহ করা হয়েছে।
কিভাবে করবেনঃ
১। Select OS Type : কোন অপারেটিং সিস্টেমের সিডি সিলেক্ট করে দিন।
২। CD/DVD Label: এ জায়গায় একটা নাম দিন যেটি সিডি ড্রাইভে দেখা যায়।
৩। Setup Location: কপি করা উইন্ডোজের ফাইল ফোল্ডারটি দেখিয়ে দিন।
৪। Output Paht: কোথায় সেবে করবেন দেখিয়ে দিন।
৫। সবশেষে Go বাটনে ক্লিক করুন আর অপেক্ষা করুন। সময় লাগবে।
Download Mirror: Direct Link, Askvg, Mediafire
এছাড়া এ বিষয় নিয়ে আমার আরো একটি পোষ্ট আছে Bootable Windows 7 DVD শিরোনামে।
Download Mirror: Direct Link, Askvg, Mediafire
এছাড়া এ বিষয় নিয়ে আমার আরো একটি পোষ্ট আছে Bootable Windows 7 DVD শিরোনামে।
খুব ভাল লাগল ধন্যবাদ
উত্তরমুছুনআপনাকে স্বাগতম।
মুছুন