সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: ৫৫ ইঞ্চি ওএলইডি টিভি আনছে স্যামসাং

৫৫ ইঞ্চি ওএলইডি টিভি আনছে স্যামসাং



এশিয়ার বৃহত্তম প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং `ওএলইডি' প্রযুক্তির টিভি তৈরি করছে। অরগানিক লাইট-এমিটিং ডায়োড (ওএলইডি) প্রযুক্তির এই টেলিভিশনকে প্রযুক্তি বিশে্লষকেরা বলছেন, পরবর্তী প্রজন্মের টেলিভিশন। ১০ মে দক্ষিণ কোরিয়ার সিউলে আয়োজিত এক অনুষ্ঠানে ৫৫ ইঞ্চি মাপের ওএলইডি বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসবে স্যামসাংয়ের তৈরি নতুন প্রযুক্তির এই টেলিভিশন। এর দাম হবে ৯ হাজার ডলার। চলতি বছরের জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিকস শো (সিইএস) মেলায় পরিবেশবান্ধব সুপার `ওএলইডি' প্রযুক্তি হাই ডেফিনিশন টেলিভিশন প্রযুক্তি দেখিয়েছিল এবং চলতি বছর এই প্রযুক্তির টেলিভিশন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল স্যামসাং।
স্যামসাং টিভি ব্যবসার প্রধান কিম হুন সুক জানিয়েছেন, পাতলা এই টেলিভিশন সাধারণ এলইডি টেলিভিশনের তুলনায় গুণাগুণে অনেক উন্নত হবে, তবে দাম পড়বে বেশি।

সূত্রঃ   প্রথম আলো, ১১ মে ২০১২ খ্রিঃ।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।