South Korean company, Gretech Corp এর ডিজাইনকৃত GOM MediaPlayer একটি ফ্রি ভিডিও player যা বর্তমানে অনেক জনপ্রিয়। এটি অনেক ফরমেটের ভিডিও এবং অডিও ফরমেটের মিডিয়া ফাইল চালাতে সক্ষম। তাছাড়া কখনো কোন ফাইল না চললে কোডেক ডাউনলোড করার সুযোগ পাওয়া যায় এ player এ। এছাড়া এটি খুব বেশি features সমৃদ্ধ, নিজের মত কাস্টমাইজ করা যায়। সব কিছু মিলিয়ে এখন এ প্লায়ারটি জনপ্রিয়তার শীর্ষ সারিতেই আছে। এ সম্পর্কে আরো কিছু জেনে নিই।
Features:
১। এটি অসংখ্য জনপ্রিয় ভিডিও/অডিও ফরমেটের ফাইল যেমন: flv,mp4, mov, mpg, ts, avi, divx, asx, wmv, m4v, dat, ifo, vob, 3gp/3gp2, rm/rmvb, mkv, ogm. ভিডিও ফরমেট এবং mp3, .m4a, .aac, .ogg অডিও ফরমেটের ফাইল চালাতে পারে। তাছাড়া কোডেক ইনস্টল থাকলে যেকোন অডিও ভিডিও ফাইল চালাতে সক্ষম এ Player টি।
২। OGG, XVID, DIV1, DIV2, DIV3, DIV4, DIV5, DIV6, DIVX, DX50, MP41, MP42, MP43, H263, AP41, MPG4, MP4S, M4S2, MP4V, BLZO, MJPG, RMP4, DXGM, এবং H264 সহ আরো বেশকিছু কোডেক এটিতে Built-in আছে। তাছাড়া কোডেক ইনস্টল না থাকলে এবং কোডেক সমস্যায় পড়লে কোডেক ডাউনলোড করার সুযোগ আছে।
৩। অন্যান্য মিডিয়া প্লায়ারের মত এ প্লায়ারে গান repeat করার ব্যবস্থা আছে। এছাড়া screen capture, audio capture, playback speed control, audio effects এবং video effects সহ আরো অনেক কিছু নিজের মত কাস্টমাইজ করা যায়।
৪। এ Player এর জন্য রয়েছে অসংখ্য স্কিন আর লগো। ফ্রিতে ডাউনলোড করে পছন্দের স্কীন আর লগো ব্যবহার করা যাবে।
System Requirements:
- Microsoft Windows 7 (32 / 64bit), Vista (32 / 64bit), XP (32 / 64bit), 2000, ME, 98SE
- Intel Pentium III or AMD Athlon or equivalent
- Over 16MB free RAM
- Over 25MB free HDD space.
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।