সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Auslogics File Recovery- ফিরিয়ে আনুন ডিলিটেড ফাইল

Auslogics File Recovery- ফিরিয়ে আনুন ডিলিটেড ফাইল



গুরুত্বপূর্ন ফাইল ডিলিট হয়ে গেছে, ফিরিয়ে আনা দরকার এই যদি হয় আপনার মাথা ব্যাথা। তাহলে Auslogics File Recovery দিয়ে একবার ট্রাই করতে পারেন। এটি হার্ডডিস্ক, মেমরি কার্ড, পেনড্রাইভ বা ফ্লাস ড্রাইভ থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইল রিকভার করতে পারে। এতে আরো আছে স্থায়ীভাবে কোন ফাইল বা ড্রাইভ মুছার অপশন যার মাধ্যমে কোন ফাইলকে আর ফিরিয়ে আনা না যায় মত করে ডিলিট করা যায়। আরো একটি মজার অপশন হলো কোন ড্রাইভের ইমেজ তৈরি করা। অর্থাৎ ড্রাইভ ব্যাকআপ রাখতে চায়লে নির্দিষ্ট ড্রাইভটি সিলেক্ট করে ব্যাক আপ করে রাখলে এর সমস্ত ডাটা পরবর্তীতে যেকোন সময় রিস্টোর করা যায়। এর ব্যবহার অত্যন্ত সহজ আর দ্রুত ফাইল সার্চ করতে পারে। এটি FAT, NTFSexFAT ড্রাইভে কাজ করতে সক্ষম। তাছাড়া সফটওয়ারটি ফ্রী।

 
নিচে কিছু স্ক্রিন শট দেখুনঃ
 



System Requirements:
Windows 7, Vista & XP
Windows 2003 & Windows 2008
32-bit and 64-bit compatible
15 MB available hard disk space
256 MB RAM

সাইলেন্ট ইনস্টলঃ
নিচের কমান্ডটি ব্যবহার করে আপনি একে সাইলেন্ট ইনস্টলও করতে পারেন।
"file-recovery-setup.exe" /verysilent /norerstart

Download: Homepage, Softpedia

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।