সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: নাসার রোবোনট-২

নাসার রোবোনট-২



রোবোনট হচ্ছে মার্কিন মহাকাশ কেন্দ্র নাসা নির্মিত ৩০০ পাউন্ড ওজনের হিউম্যানয়েড রোবট। এর কাজ মহাকাশচারীদের বিভিন্ন গবেষণায় সহায়তা করা। আর কপালগুণে যদি এলিয়েন পাওয়া যায়, তাহলে তাদের ধরা। এ রোবোনটের দ্বিতীয় সংস্করণ রোবোনট-২ এর সংবেদনশীল যন্ত্রগুলো যেন অধিক সময় ধরে কাজ করতে পারে সে জন্য সম্প্রতি নাসা এর হিটসিঙ্কের মান উন্নয়ন ঘটিয়েছে। বর্তমানে রোবটটি মহাকাশচারীরা যেন শ্বাসরোধ হয়ে মৃত্যুবরণ না করে সেটা নিশ্চিত করার জন্য অন-বোর্ড বায়ুবেগ পর্যবেক্ষণ করার দায়িত্ব পেয়েছে।

মহাশূন্যে মহাকাশচারীদের জন্য যেসব কাজ বিপজ্জনক বলে বিবেচিত, সেই কার্যক্রমগুলো পরিচালনাই এ ধরনের রোবট নির্মাণের মূল উদ্দেশ্য। আর এ ধরনের একটি কাজ হচ্ছে বায়ুবেগ পর্যবেক্ষণ করা। কাজটি খুব কঠিন কিছু নয়, যে কেউ করতে পারে কিন্তু সমস্যা হচ্ছে এই বায়ুবেগ বোঝার জন্য যে মাপনি ব্যবহার করা হয় তা স্থিরভাবে ধরে থাকতে হয় যা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। আরেকটি সমস্যা হচ্ছে- এ বায়ুর মধ্যে যদি অন্য বায়ুপ্রবাহ ঢুকে পড়ে তাহলেও হিসাবে গণ্ডগোল হয়ে যেতে পারে। স্থিরভাবে ধরে থাকতে এবং নিঃশ্বাস না নেওয়া এ দুটি রোবোনট-২ এর প্রধান দুই বৈশিষ্ট্য। নাসার গবেষণাগারে অত্যন্ত দক্ষভাবে কাজটি করতে পেরেছে হিউম্যানয়েড-২। গবেষণার সফলতা লক্ষ্য করে নাসা আশা করছে, ভবিষ্যতের রোবট মহাশূন্যে সব বিপজ্জনক কাজ অনায়াসে করতে সক্ষম হবে।

*
সাইফুল ইসলাম পলাশ
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ০৭ জুলাই ২০১২ খ্রিঃ।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।