অনেক রোগী আছেন যাদের বুক ধড়ফড় করে। ইংরেজিতে একে বলা হয় Palpitation। হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে প্রতি মিনিটে ৭২-১০০ বার Beat করে। অনেক সময় এই Beat দ্রুত চলে আবার অনেক সময় বেশ আস্তে আস্তে চলে। আবার অনেক জোরে জোরে Forceful ধাক্কা মারে। এমন প্রতিকূল পরিস্থিতি হৃৎপিণ্ডে যখন ধড়ফড় আরম্ভ হয় তখন তাকে Palpitation বলে। রোগী অসুস্থ অনুভব করে, শ্বাস কষ্ট মনে করে এবং অনেক সময় মৃত্যুভয় জেগে ওঠে।
যদি হৃৎপিণ্ডকে একটা দোতলা বাড়ির সঙ্গে তুলনা করি তবে, পাঠকদের বুঝতে সুবিধা হবে। যে কোনো বাড়ি, যে বাড়িতে মানুষ বসবাস করে, সে বাড়িতে পানির লাইন থাকে (হৃৎপিণ্ডের মাংসপেশিতে খাবার লাইন) ও বিদ্যুতের লাইন থাকে, হৃৎপিণ্ডের উপর তলাতে দুইটি ঘর থাকে এবং নিচতলায় দুইটি করে ঘর থাকে। দোতলা ঘরে দুইটি দরজা আছে। এই দুটি দরজা নিচতলাতে যাওয়ার জন্য দোতলার এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার দরজা নেই, অনুরূপভাবে নিচতলায় দুইটি দরজা আছে, এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য কোনো দরজা নেই। উপরের ঘর দুইটিকে বলে, Left-Atrium ও Right-Atrium এবং নিচের ঘরগুলোকে বলে Left-Ventricle এবং Right-Ventricle. উপরের Left-Atrium থেকে Mitral valve বা দরজা দিয়ে রক্ত নিচের Left-Ventricle এ আসে এবং নিচতলার Left- Ventricle থেকে রক্ত Aortic Valve বা দরজা দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে চলে যায়, উপরতলার Right-Atrium থেকে রক্ত Tricuspid valve বা দরজা দিয়ে নিচতলার Right-Ventricle আসে এবং নিচ তলার Pulmonary Valve বা দরজা দিয়ে রক্ত ফুসফুসে চলে যায়। হৃৎপিণ্ড এই নিয়মে চলতে থাকে।
ফুসফুসে যে রক্ত যায় সেটি হলো দূষিত রক্ত বা কার্বন-ডাই-অক্সাইড মিশ্রিত রক্ত। ফুসফুসে যাওয়ার পর অক্সিজেনের মাধ্যেমে দূষিত রক্ত বিশুদ্ধ হয়। SA node যেখানে Electrical Impulse তৈরি হয় সেই SA node হৃৎপিণ্ডের দোতলার Rt-Atrium এ অবস্থিত SA node এ Electrical Impulse তৈরি হওয়ার পর উপরের ঘরে Electricity সরবরাহ করার পর, নিচতলার ঘরে সরবরাহ করে যেন হৃৎপিণ্ডের মাংসপেশিগুলো কাজ করতে পারে। দোতলা ও নিচতলার মাঝখানে AV node নামের এক ধরনের Specialized tissue থাকে যেটা Electric impulse Relay Station হিসেবে কাজ করে। যদি কোনো কারণে Electric impulse তৈরি না হয় তবে সেই বাড়িতে সব ঘরে আলো থাকবে না, ফলে আলোর অভাবে রান্না করা যাবে না। তখন হৃৎপিণ্ডের খাদ্য ঘাটতি হবে। যদি খাদ্য তৈরি না হয়, সে ক্ষেত্রে হৃৎপিণ্ডের করনারি আর্টারি সুস্থ থাকলেও হৃৎপিণ্ডের মাংসপেশি Nutrition ও অক্সিজেজনের অভাব বোধ করবে।
আবার করনারি আর্টারিকে যদি পানির লাইন বা খাদ্য লাইন চিন্তা করি, সে ক্ষেত্রে যদি করনারি আর্টারির ভেতর চর্বি জমে সে ক্ষেত্রেও হৃৎপিণ্ড Nutrition ও অক্সিজেনের অভাব বোধ করবে এবং SA node এর Electric impulse তৈরি করার ক্ষমতা কমে যাবে এবং AV node এর Electric impulse রিলে করার ক্ষমতা কমে যাবে। অনেক সময় রক্তের মধ্যে বিভিন্ন ধরনের লবণের তারতম্য হলে বুক ধড়ফড় করতে পারে, রক্তশূন্যতা, অন্তঃসত্ত্বা, চা, কফি, ধূমপান, মদ্যপান, ইত্যাদির জন্যও Palpitation বা বুক ধড়ফড় করতে পারে। অনেক সময় শরীরের উত্তেজনা বাড়ায় এমন ওষুধ সেবন করলেও বুক ধড়ফড় করতে পারে। যদি কোনো ব্যক্তির Palpitation বা বুক ধড়ফড় করে তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং এর প্রকৃত কারণ বের করে চিকিৎসা নিতে হবে। অন্যথায় এসব সমস্যা জটিল আকার ধারণ করতে পারে।
লেখক : ডা. আমির উজ্জামান খান
ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল
কার্ডিওলজিস্ট, ফোন : ০১৫৫২৪১২৬২৪
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ২৯ জুন ২০১২ খ্রিঃ।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।