সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: কফের সঙ্গে রক্ত গেলে...

কফের সঙ্গে রক্ত গেলে...



বিশ্বের অন্যতম একটি জটিল সংক্রামক ব্যাধি হচ্ছে যক্ষ্মা। উন্নয়নশীল ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে এ দেশে যক্ষ্মা বা টিবি রোগের প্রকোপ তুলনামূলকভাবে বেশি। দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সচেতনতার মাত্রা কম থাকায় এ রোগের বিভিন্ন লক্ষণ বা উপসর্গসমূহ সম্পর্কে আক্রান্ত জনগোষ্ঠীর বেশিরভাগেরই তেমন ভালো কোনো ধারণা নেই। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি প্রতিনিয়তই এ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মাইকো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক জীবাণু যক্ষ্মা বা টিবি রোগের জন্য দায়ী। এই জীবাণু শ্বাসনালির মাধ্যমে মানবদেহে সংক্রমিত হয়। এ জন্য যক্ষ্মার প্রাথমিক লক্ষণসমূহ ফুসফুসের সংক্রমণজনিত কারণে হয়।

অধিকাংশ রোগীই দীর্ঘ সময়ের কাশি নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। অন্য উপসর্গসমূহের মধ্যে কাশির সঙ্গে কফ বা রক্ত যাওয়া, সান্ধ্যকালীন বা রাতে হালকা জ্বর, শ্বাসকষ্ট বা বুকের ব্যথা, খাবারে অরুচি, দ্রুত শরীরের ওজন হ্রাস পাওয়া ইত্যাদি নিয়েও যক্ষ্মা রোগী চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। অন্যান্য উপসর্গসমূহ নিয়ে রোগী অতটা ভীত না হলেও কাশির সঙ্গে রক্ত গেলে রোগী ভীত ও চিন্তিত হয়ে পড়েন। প্রচলিত ধারণা অনুযায়ী অধিকাংশ রোগী মনে করেন, কাশির সঙ্গে রক্ত যাওয়া মানেই যক্ষ্মা বা টিবি রোগ হওয়া। এ ধারণা সঠিক নয়। যক্ষ্মা ছাড়াও অন্য অনেক রোগ আছে যাতে কাশির সঙ্গে রক্ত যেতে পারে। কারণসমূহের মধ্যে ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত ফুসফুসের প্রদাহ বা ব্রঙ্কাইটিস হলে কাশির সঙ্গে রক্ত যেতে পারে। এটা কোনো ভীতিকর বা চিন্তা করার মতো কিছু নয়। নিউমোনিয়া হলেও কাশির সঙ্গে রক্ত যেতে পারে। সাধারণত শিশু বা বয়োবৃদ্ধরা নিউমোনিয়ায় আক্রান্ত হন বেশি। তবে এটা ঠিক, কফের সঙ্গে রক্ত যাওয়ার অন্যতম প্রধান দুটি কারণ হলো_ যক্ষ্মা ও ফুসফুসের ক্যান্সার।

যক্ষ্মার ক্ষেত্রে কফের সঙ্গে যাওয়া রক্তের পরিমাণ বেশি। মানবদেহের বিভিন্ন স্থানে যেমন ফোঁড়া হয় তেমনি ফুসফুসেও ফোঁড়া হতে পারে। ফুসফুসের ফোঁড়া হলেও কাশি বা কফের সঙ্গে রক্ত যেতে পারে। যক্ষা ও ক্যান্সার ছাড়াও অন্য একটি রোগে অল্প থেকে বেশি পরিমাণে কাশি বা কফের সঙ্গে রক্ত যেতে পারে, এর নাম ব্রঙ্কিয়েকটেসিস ফুসফুসের গঠনকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে। এ রোগটি সাধারণত ছোটবেলায় কোনো প্রদাহের সঠিক চিকিৎসা না হলে এর দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া হিসেবে এই ব্রঙ্কিয়েকটেসিস রোগের সৃষ্টি হয়। সুতরাং কফের সঙ্গে রক্ত যাওয়া মানেই যক্ষ্ম নয়।


অধ্যাপক ডা. একেএম মোস্তফা হোসেন
লেখক : বক্ষব্যাধি বিশেষজ্ঞ।
ফোন : ০১৭১১-১৭১৬৩৪

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ১ জুলাই ২০১২ খ্রিঃ

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।