সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: BitLocker – শক্তিশালী সিকিউরিটির আরেক নাম

BitLocker – শক্তিশালী সিকিউরিটির আরেক নাম


কম্পিউটার বিশ্বে দিন দিন যে আতঙ্কটি বাড়তেছে তার নাম হ্যাকিং সব সময় উৎকণ্ঠায় থাকতে হয় আমার ডাটা গুলো নিরাপদ আছে তো! তাই ব্যক্তিগত ডাটা নিরাপদে রাখার জন্য প্রতিনিয়ত চলছে গবেষণা এর মধ্যেই মাইক্রোসফট Windows 7 এর মাধ্যমে এক অভাবনীয়  সিকিউরিটি নিয়ে হাজির হলো যার নাম  BitLocker এটি এমন এক সিকিউরিটি ব্যবস্থা যা হ্যাক করা মোটেই কোন সহজসাধ্য ব্যাপার নয় যেখানে Operating System এর Password পর্যন্ত সহজে হ্যাক করা যায় এর মাধ্যমে যেকোন ড্রাইভকে Password Protected করে রাখা যায়, Windows  এর startup Lock করে রাখা যায় এবং আরো অনেক কিছু

BitLocker এ অত্যাধুনিক TPM (Trusted_Platform_Module)  প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে নির্দিষ্ট কম্পিউটারের পুরোপুরি নিরাপত্তা বজায় থাকে [বর্তমানে লিনাক্সেও এরকম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।] এ প্রযুক্তিতে মাদারবোর্ডে একটি মাইক্রো চিফ থাকে যা অন্য কোন মাদারবোর্ডের চিফের সাথে মিলবে না BitLocker সেই মাইক্রো চিফের তথ্যগুলো রেকর্ড করে রাখে Windows Startup এর সময় BitLocker এই চিফকে Verify করে দেখে এবং যতক্ষণ না এই চিফের তথ্যগুলো মিলছে ততক্ষণ পর্যন্ত Windows Boot হবে না, ডাটা Read করার যাবে না আর Startup Unlock করার জন্য Windows Usb Flash DriveKey গুলো Store করে রাখে এবং পিসি বুট করার জন্য এই flash drive সংযুক্ত রাখতে হয় যা অনেকটা ATM কার্ডের মত তাই Usb Flash Drive টি কখনো হারানো গেলে মাথায় হাত দেয়া ছাড়া গতি নেই BitLocker কে আরো অনেক আধুনিক এবং ভিন্নভাবে ব্যবহার করা যায় যা আমার সাধারণ জ্ঞানে বুঝা কঠিন আজকে আমি এর সাধারণ একটি ব্যবহার নিয়ে নিয়ে লেখবো যার মাধ্যমে কোন ড্রাইভকে Password Protected করে রাখা যাবে BitLocker ব্যবহার করার জন্য System Reserved Partition নামের 100 MB এর পার্টিশানটি থাকতে হবে কারণ BitLocker এর সমস্ত Encryption ওখানেই সেভ থাকে

BitLocker On করাঃ 
Bitlocker এর সুবিধা পেতে চায়লে Bitlocker Turn On করতে হয়। নিচের পদ্ধতিতে Bitlocker Turn On করুন।


1. প্রথমে Control Panel এ গিয়ে BitLocker Drive Encryption রান করুন
 

My Computer এ গিয়ে নির্দিষ্ট কোন ড্রাইভের উপর রাইট ক্লিক করেও Bit Locker On করতে পারেন।
  
তাহলে Bit Locker হোম পেজ ওপেন হবে নিচের মত।


2. এবার পছন্দের ড্রাইভের ডানপাশে Turn On BitLocker বাটনে ক্লিক করুন ড্রাইভটি হতে হবে Non Operating System Drive মানে যে ড্রাইবে operating system নেই Operating System Drive কে করতে চায়লে Usb Flash Drive লাগবে।


3. Use a password to unlock the drive option সিলেক্ট করুন তারপর password এর ঘরে পছন্দের password দিন password হিসেব সর্বনিম্ম 8 টি numbers দিতে হবে এর কম হলে password সেট করা যাবে না এরপর Next দিন
বিঃ দ্রঃ এটি কোন সফটওয়ার দিয়ে ভাঙ্গা যাবে এরকম কোন password নয় তাই password টি অবশ্যই মনে রাখতে হবে


4. password সেভ করে রাখার জন্য এখানে তিনটা অপশন আছে যেমন Flash Drive, Hard Disk এর কোথাও সেভ করে রাখা বা Print করা আপনি যেকোন একটি বা সবকটি অপশন ব্যবহার করতে পারেন আগে Flash Drive, Hard Disk যেকোন একটি ব্যবহার করে দেখুন। 

একটি অপশন সিলেক্ট করে Next দিন

5. কোথায় সেভ করবেন তা দেখিয়ে save করে নিন

6. Yes/No আসলে Yes দিন


আপনার পাসওয়ার্ডটি যেহেতু হারিয়ে গেলে বা ভুলে গেলে রিকভার করার কোন সুযোগ নাই তাই এটি অত্যন্ত নিরাপদ জায়গায় রাখুন কখনো Encrypted Drive এ রাখবেন না আপনি এর প্রিন্ট কপিও রাখতে পারেন যা যেকোন গোপনীয় স্থানে রাখতে পারেন হারিয়ে গেলে একেবারে শেষ লাইনে "BitLocker recovery key" নাম্বারটি প্রয়োজন হবে


7. এইবার Start Encrypting বাটনে ক্লিক করুন


8. Encrypting প্রসেস শুরু হবে কাজটি শেষ হতে কয়েক মিনিট সময় লাগতে পারে অপেক্ষা করুন

9. Encrypting শেষ হলে Close বাটনে ক্লিক করুন


10. এখন আপনি Control Panel এবং My Computer এর Encrypted করা Drive রাইট ক্লিক করলে Manage BitLocker option টি দেখতে পাবেন।  Manage BitLocker এর মাধ্যমে আপনি নিচের চিত্রের মত অপশনগুলো পাবেন


11. অবশেষে আপনার পছন্দের driveটি Encrypted হয়ে গেল Encrypted drive টিতে এখন থেকে তালা মার্কা ভিন্ন আইকন দেখতে পাবেন। রিস্টার্টের পর তা কার্যকর হবে।

এখন থেকে ড্রাইভটিতে ঢুকতে চায়লে প্রথমে Password দিয়ে Unlock করতে হবে।



BitLocker Unlock করাঃ 
আপনি Lock করা ড্রাইভে ঢুকতে চায়লে বা Bitlocker Turn Off করতে চায়লে প্রথমে তা Unlock করতে হবে। Unlock এর কাজটি Control Panel থেকেও করতে পারেন আবার My Computer থেকেও করতে পারেন। 

১। Control Panel এ গিয়ে Bitlocker রান করুন। তারপর Unlock Drive এ ক্লিক করুন। 


অথবা My Computer থেকে লক করা ড্রাইভের উপর রাইট ক্লিক করে Unlock Drive এ ক্লিক করুন। 



তারপর Password দিয়ে Unlock বাটনে এ ক্লিক করুন।


BitLocker Off করাঃ
Bitlocker Turn Off করতে চায়লে প্রথমে তা Unlock করতে হবে। উপরের নিয়মে Unlock করার পর নিচের পদ্ধতিতে Turn Off করুন।
1. আগের মত Control Panel এ গিয়ে BitLocker Drive Encryption রান করুন

2. Turn Off BitLocker বাটনে ক্লিক করুন

3. Decrypt Drive বাটনে ক্লিক করুন

4. BitLocker আপনার পছন্দের ড্রাইভকে decrypting শুরু করবে কাজ চলাবস্থায় BitLocker icon টি Taskbar এ অবস্থান করে তাই Decrypting Status দেখার জন্য ওটাতে ক্লিক করতে পারেন 
  
তাহলে নিচের মত প্রসেসিং দেখতে পাবেন। কাজটি শেষ হতে কয়েক মিনিট সময় লাগতে পারে অপেক্ষা করুন


5. Decrypting শেষ হলে Close বাটনে ক্লিক করুন


6. এখন Control Panel থেকে BitLocker রান করলে আগের মত আবার Turn On BitLocker option দেখতে পাবেন


7. অবশেষে আপনার পছন্দের driveটি Decrypted হয়ে গেল। ড্রাইভ থেকে তালাচিহ্নটিও চলে যাবে।

২টি মন্তব্য:

  1. খুব ভাল লাগলো বিষয়টি জানাছিলোনা। আশা করি অনেকেই উপকৃত হবেন।ধন্যবাদ ভাই ভাল থাকবেন।উইনডোজ সেভেন কাষ্টোমাইজ নিয়ে একটা পোষ্ট করুন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কেমন আছেন মিঠু ভাই। সেভেনের কাস্টমাইজের কাজ করেছি। কিন্তু কাজগুলো জটিল আর বড় কিছু ডাউনলোডের কাজও আছে। সময়ের অভাবে সব কিছু হয়ে উঠছে না।

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।