System Reserved নামের ড্রাইভটি Windows 7 এর নতুন আকর্ষন যা Windows এর আগের ভার্সনগুলোতে ছিল না। এটি 100.00 MB এর একটি ড্রাইভ যা Active, Primary partition, NTFS হিসেব থাকে। System Reserved নামের এ ড্রাইভটির Disk Management [My Computer>Manage>Disk Management] এ কোন drive letter থাকে না। এ ড্রাইভটি মূলত Windows 7 এর BitLocker Encryption এর জন্য ব্যবহৃত হয়। এছাড়া এটি অপশনাল কাজ হিসেবে Windows 7 এর boot files [Windows boot হওয়ার জন্য গুরুত্বপূর্ণ System files যা bootmgr বা Boot Manager হিসেবে পরিচিত] এবং Windows এর Recovery Environment [যার সাহায্যে Windows 7এর বুটেবল disc ছাড়া Windows 7 রিপেয়ার করা যায়] সংরক্ষণ করে । তবে এটি Windows 7 এর মূল partition নয় বরং Windows 7 এর এটি একটি backup ড্রাইভ হিসেবে কাজ করে।
সুবিধা-অসুবিধাঃ
Microsoft এর নতুন কোন অপশন যোগ করা মানেই ইউজারদের জন্য বাড়তি কিছু পাওনা। অপশনগুলো খুব বেশি সুবিধা দিতে না পারলেও খুব একটা অসুবিধা হয় না ইউজারদের। তেমনি System Reserved Partition টিও Microsoft এর নতুন একটি নতুন সংযোজন যা Windows 7 এর মাধ্যমে শুরু হয়। একে অনেকে সুবিধা আবার অনেকে অসুবিধা মনে করে। আমার মতে ইউজারদের জন্য এটি বরং সুবিধাই বটে।
সুবিধা হলো আপনি যদি BitLocker Encryption ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই System Reserved Partition রাখতে হবে। তাছাড়া এ পার্টিশানটি Boot Manager বা Windows Recovery এর জন্য Backup ড্রাইভ হিসেবে কাজ করে। এক্সপিতে ভাইরাসের কারণে বা নতুন/অনভিজ্ঞ ইউজারদেরে ভুলের কারণে কোনভাবে Boot Manager এর ফাইলগুলো ক্ষতিগ্রস্থ হলে কিংবা মুছে গেলে উইন্ডোজ আর বুট হয় না। কিন্তু উইন্ডোজ সেভেনে System Reserved Partition এর মাধ্যমে সে সমস্যাকে দূর করা হয়েছে। Boot Manager ফাইলসমূহ System Reserved Partition এ সেভ থাকার কারণে ১০০% নিরাপদে থাকে। এতে ভাইরাস বা কোন ইউজারদের মাধ্যমে তা ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে না। ফলে উইন্ডোজ বুটিং সমস্যায় পড়ে না। অন্যদিকে এ ড্রাইভ Windows Recovery কেও সংরক্ষণ করে রাখতে পারে। এর ফলে ইউজার যেকোন সময় System Recover Tool ব্যবহার করতে পারে Windows এর সিডি ছাড়া। এ তিনটা কাজের জন্য System Reserved Partition টি দারুন এবং ১০০% নিরাপদ। তবে শেষের দুটি কাজ অন্য ড্রাইভের মাধ্যমেও করা যায়। কিন্তু সিকিউরিটি’র দিক দিয়ে অন্যান্য ড্রাইভগুলো System Reserved Partition এর মত ভূমিকা রাখতে পারে না।
অন্যদিকে System Reserved Partition টি থাকলে ইমেজ রিস্টোর করতে গিয়ে ইউজারদের একটু সমস্যায় পড়তে হয়। তাহলো System Reserved Partition টি Active Partition১ হিসেবে থাকে। কারণ ঐ Partition এ থাকে Windows এর Boot Manager। আর ইমেজ রিস্টোর করার সময় যখন Windows Partition কে Active Partition হিসেবে সেট করা হয় তখন Windows আর বুট করে না। কারণ Windows অপারেটিং সিস্টেমে মাত্র একটি Partition ই Active থাকে। এ সমস্যাটি সাধারণ
ইউজারেরা বুঝতে না পারার কারণে Image Restore করার
সময় সমস্যায় পড়ে যায়। তাই তাদের কাছে এ Partition
টি একটি ঝামেলা বটে। কিন্তু ইমেজ রিস্টোর করার সময় System Reserved Partition কে Active এবং Windows Partition কে Primary Partition হিসেবে সেট করা হলে এ সমস্যা হয় না। তাছাড়া পূর্ববর্তী ভার্সনের উইন্ডোজে [যেমন Windows XP] ফিরে গেলে Partition টি C ড্রাইভ হিসেবে দেখায় যা দেখতে সুন্দর লাগে না যদিও এর সাইজ মাত্র 100MB। এখানে আমার যুক্তি হলো সেই অবস্থায় ড্রাইভটি ডিলিট করা যায় তাতে বর্তমান উইন্ডোজের কোন সমস্যা হয় না। তাছাড়া Windows 7 যে বা যারা ব্যবহার করছে সে Windows XP তে খুব কমই ফিরে যাবে।
তাই ভাল মন্দ বুঝে যার যার সুবিধা মত এই Partition টি ব্যবহার করতে বা না করতে পারেন।
এটি যেভাবে তৈরি হয়ঃ
একটি নতুন হার্ডডিস্কে Windows 7 এর Fresh Installation এর সময় যখন হার্ডডিস্ক নতুনভাবে পার্টিশান করা হয় [সম্পূর্ণ নতুন হার্ডডিস্ক যাতে আগে কোন partition করা হয় নি] তখন এ ড্রাইভটি তৈরি হয়। অথবা Windows 7 বা 7 পরবর্তী
Operating System Installation এর সময় পুরাতন একটি হার্ডডিস্কের সব ড্রাইভ ডিলিট করে নতুনভাবে পার্টিশান তৈরি করলেও এ ড্রাইভটি অটোমেটিক তৈরি হয়, অথবা Windows Drive টি Delete
করে
নতুনভাবে Create করলেও এ Drive টি তৈরি হয়। আর
Manually
Create, Delete করতে চায়লে System Reserved Partition নিয়ে আমার লেখা Delete System Reserved Partition, CreateSystem Reserved Partition পোষ্টগুলো পড়তে পারেন।
১। যে ড্রাইভে Windows এর Boot Manager বা boot হওয়ার জন্য গুরুত্বপূর্ণ System files গুলো থাকে সেটিকে Active Partition বলে। আর Windows অপারেটিং সিস্টেমে মাত্র একটি Partition ই Active থাকতে পারে। Windows 7 এর পূর্বে Windows Partition ই Active Partition হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু Windows 7 এ System Reserved Partition ব্যবহার করার মাধ্যমে Microsoft তার পরিবর্তন আনে। এতে Windows এর Booting Security আরো একধাপ এগিয়ে যায়। তবে Manually করতে চায়লে সেটা অন্যভাবেও করা যায়।
স্যার আমার জানামতে পুরাতন হার্ডডিক্সে System Reserved
উত্তরমুছুনPartition তৈরী করার জন্য,সব Partition ডিলেট করতে হয়না,শুধু মাত্র Windows চলকালিন সময়ে Partition পর্যন্ত পৌছালে শুধু মাত্র (C: ) Partition টা Delete করার পর নতুন ভাবে create করলে একটি Yes এবং No মেসেজ দেখায় যদি Yes এ ক্লিক করলে আপনা আপনি (C: ) Partition সহ System Reserved
Partition তৈরী হয়ে যাবে