প্রতিটি ফাইলের একটা পরিচিতি থাকে। সেই পরিচিতিটা হলো ফাইলটি’র Extension। যেকোন ফাইলের Extension দেখে বলে দেয়া যায় সেটি কি ধরনের বা কোন কাজের ফাইল এবং তা কোন সফটওয়ার দিয়ে খুলবে। যেমন খুবই জনপ্রিয় এবং পরিচিত একটি ফাইল হচ্ছে ওয়ার্ড ফাইল যার Extension হচ্ছে .doc যা MS Word দিয়ে খোলে। প্রত্যেকটা ফাইল খোলার জন্যে এক বা একাধিক নির্দিষ্ট সফটওয়ার আছে। ডাবল ক্লিকে যে সফটওয়ার দিয়ে কোন ফাইল খোলে সেই সফটওয়ারটিকে বলা হয় ঐ ফাইলের Default Program।
বিভিন্ন সফটওয়ার Install/Un-install এর কারণে, ভাইরাস বা অন্য কোন কারণে রেজিস্ট্রিতে অনিয়মিত পরিবর্তন হলে Default Program সেটিংস পরিবর্তিত হয়ে যায়। তখন দেখা যায় কোন ফাইল আর নিজের পছন্দমত সফটওয়ার দিয়ে খোলছে না। অনেক সময় দেখা যায় যে সব ধরনের ফাইল শুধু মাত্র একটি সফটওয়ার দিয়ে খোলছে। অর্থাৎ ডাবল ক্লিক করার সাথে সাথে MS Word বা অন্য কোন সফটওয়ার খোলে যাচ্ছে কিন্তু ফাইল ওপেন হচ্ছে না। অথবা দেখা যাচ্ছে Windows বুট হওয়ার পর ডেস্কটপ আসতে আসতে অনেকগুলো প্রোগ্রাম খোলে গেছে। অথবা আপনি ডেস্কটপ থেকে কোন প্রোগ্রাম খুলতে গেছেন কিন্তু প্রোগ্রামটি রান না হয়ে অন্য কোন প্রোগ্রাম রান হয়ে যাচ্ছে। এভাবে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন আপনি।
এর থেকে মুক্তি পাওয়ার জন্য দুইটি উপায় আছে। একটি হচ্ছে বর্তমান ইউজার একাউন্ট ডিলিট করে নতুন ইউজার একাউন্ট খোলা, অন্যটি হচ্ছে Default File Extension Types Restore করা। এর আগে User Account নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে কিভাবে Default File Extension Types Restore করা যায় সেটি নিয়ে আলোচনা করবো। পোস্টটি Windows 7 এর আলোকে করা হয়েছে। নিচের জিপ ফাইলটি ডাউনলোড করে Extract করুন। আপনি কোন্ ফাইলের সমস্যায় আছেন তার Extension সম্পর্কিত রেজিঃ ফাইলটি খোঁজে দেখুন। তারপর প্রয়োজনীয় ফাইলটি’র উপর রাইট ক্লিক করে Merge বাটনে ক্লিক করুন। এরপর Run>Yes>OK দিন। সবশেষে পিসি রিস্টার্ট দিন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।