প্রতি
বছর বিশ্বজুড়ে হাজার হাজার সামুদ্রিক কচ্ছপ হত্যা করা হয় তাদের মাংস এবং
ডিমের জন্য। এর ফলে কোটি বছর পুরনো এ প্রজাতি এখন প্রায় বিলুপ্তির দিকে।
বাংলাদেশও এ সমস্যা থেকে মুক্ত নয়। বিলুপ্তপ্রায়
এ প্রজাতিকে রক্ষা করতে সচেতনতা বাড়াতে মারমেইড ইকো রিসোর্ট বিশ্বের
সবচেয়ে বড় কচ্ছপের স্থাপত্য তৈরি করেছে। শিল্পী রনি আহমেদ কসমিক টার্টেল
ভিজিটিং গ্রিন আর্থ শীর্ষক পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপের স্থাপত্য তৈরি
করেছেন এবং এর ভেতরে সবচেয়ে বড় ম্যুরাল এঁকেছেন।
এই
কচ্ছপের স্থাপত্যটি
১৮ ফুট উঁচু, ৩৫
ফুট প্রস্থ এবং ৫৭ ফুট দীর্ঘ। কঙ্বাজারের প্যাঁচার
দ্বীপে মারমেইড বিচে স্থাপত্যটি তৈরি করা হয়েছে। গম্বুজের মতো এ স্থাপত্যটির
রয়েছে ছয়টি গোল জানালা এবং ভেতর ঢোকার জন্য দুটি দরজা। আর গম্বুজের
ভেতরের ছাদে বিশ্বের বিভিন্ন অঞ্চলের কচ্ছপ নিয়ে গল্প, কিংবদন্তি
ও জনশ্রুতির
ওপর ভিত্তি করে আঁকা হয়েছে
অনেকগুলো ম্যুরাল। এই কংক্রিট স্থাপত্যটির সাজসজ্জা করা হয়েছে পুরনো
স্লিপার, ছেড়া
জুতা, লাইটার, শামুক, মাছের
কাঁটা, ভাঙা
কাচ, স্টেইনলেস
স্টিল এবং সৈকতে খুঁজে পাওয়া অন্যসব বাতিল জিনিস দিয়ে। আমেরিকা, ভারতীয়
এবং আদিবাসীদের বিভিন্ন কিংবদন্তির মধ্যে অনেকগুলোই আঁকা ছবি হিসেবে জায়গা
করে নিয়েছে এই স্থাপত্যের ভেতর। এ ছাড়াও অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, লিওনার্দো
দ্য ভিঞ্চির লাস্ট সাপারের কিঞ্চিত ভিন্নরূপ, কচ্ছপের
আকৃতির ভঙ্ওয়াগনের গাড়িসহ
বিভিন্ন মোটিফ স্থান
পেয়েছে এখানে। *রকমারি
ডেস্ক
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।