সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: ফেসবুক চালু করলেই চড়!

ফেসবুক চালু করলেই চড়!



কাজের সময় ফেসবুক ঘাঁটাঘাঁটির জন্য কাজের ক্ষতি হওয়া ঠেকাতে সম্প্রতি অভিনব এক উপায় বের করেছেন ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি উদ্যোক্তা মনীশ শেঠি। মনীশ তাঁর ওপর সার্বক্ষণিক নজরদারির জন্য ঘণ্টাভিত্তিক চুক্তিতে একজনকে নিয়োগ করেছেন। এ কর্মচারীটির একমাত্র কাজ হচ্ছে, মনীশ ফেসবুকে লগ ইন করলেই তাঁকে কশে একটি চড় মারা! 

মনীশ তাঁর ব্লগপোস্টে লিখেছেন, তিনি যাকে নিয়োগ দিয়েছেন তাঁর একমাত্র কাজ হচ্ছে সব সময় তাঁকে নজরদারিতে রাখা; আর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট চালু করলেই কশে একটা চড় বসিয়ে দেওয়া। মনীশের দাবি, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের এ আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য এই চড় পদ্ধতিবেশ ভালোই কাজ দিচ্ছে। মনীশ জানিয়েছেন, এখন আর তাঁর সময় নষ্ট হচ্ছে না, অনলাইনের কাজ এখন আগের চেয়ে চারগুণ বেড়েছে। মনীশ জানান, অ্যাপ্লিকেশন ব্যবহার করে তিনি দেখেছেন, প্রতি সপ্তাহে অনলাইনে কাজের চেয়ে ফেসবুক চ্যাটিংয়েই বেশি সময় যাচ্ছে তাঁর। তাই তিনি চড় মারায় দক্ষ ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন এমন একজনের খোঁজে বিজ্ঞাপন দেন। মনীশ অবশ্য আরও জানিয়েছেন, চড়ে দক্ষ একজন পাশে বসে আছে এই ভয়েই ফেসবুক আসক্তি ছেড়ে কাজে মনোযোগ এসেছে এটা ঠিক নয়, তবে মানসিক প্রভাব পড়েছে। কাজের ফাঁকে পরামর্শ ও কাজে মনোযোগ দেওয়ার কারণেই কাজের সময় নষ্ট হওয়া থেকে রেহাই মিলেছে। তিনি জানান, কেউ যখন চেঁচিয়ে কাজের কথা মনে করিয়ে দেয় এবং সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ভুল করে চালু করে ফেললে শাসাতে শুরু করে, তখন এমনিতেই কাজের প্রতি মনোযোগ বেড়ে যায়।

সূত্রঃ প্রথম আলো তারিখঃ ২১-১০-২০১২ ইং।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।