সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: দেশের বাজারে `গ্যালাক্সি নোট টু' (ভিডিও)

দেশের বাজারে `গ্যালাক্সি নোট টু' (ভিডিও)


স্যামসাং বাংলাদেশের সাধারণ ব্যবস্থাপক সাংওয়া সং, ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন ও ট্রান্সকম মোবাইলের সিওও আরশাদুল হক।

দেশের বাজারে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের `গ্যালাক্সি নোট টু' স্মার্টফোনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ অফিস। আজ রবিবার আনুষ্ঠানিকভাবে এ স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দিয়েছেন স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন। স্মার্টফোনটির দাম পড়বে ৬৭ হাজার ৫০০ টাকা। ট্যাবলেট, স্মার্টফোন নাকি ফ্যাবলেট? এ প্রশ্নের উত্তরে চুন সু মুন জানিয়েছেন, ৫.৫ ইঞ্চি মাপের এ পণ্যটিকে `ফ্যাবলেট' বলা হলেও স্যামসাং একে স্মার্টফোনই মনে করে। যারা ট্যাবলেট আর স্মার্টফোনের মাঝামাঝি আকারের কোনো পণ্য খুঁজছেন, তাঁদের জন্যই এ নোট বা `ফ্যাবলেট'

স্মার্টফোনের তুলনায় আকারে কিছুটা বড় আবার ট্যাবলেটের তুলনায় ছোট এ ধরনের পণ্যগুলোকে `ফ্যাবলেট' বলার কারণ `স্যামসাং এর অ্যামোলেড ডিসপে্ল বা পর্দার মাপ। তবে একে `নোট' বলাটাই যুক্তিসংগত হবে। চুন সু মুন আরও জানিয়েছেন, প্রথম ২০০ গ্যালাক্সি নোট টু ক্রেতারা টেলিটকের আকর্ষণীয় থ্রিজি প্যাকেজ সুবিধা পাবেন। পরবর্তীতে স্যামসাংয়ের অন্যান্য স্মার্টফোনের সঙ্গেও থ্রিজি প্যাকেজ দেওয়ার পরিকল্পনা রয়েছে। গ্যালাক্সি নোট টু স্মার্টফোনটি স্বচ্ছন্দে থ্রিজি ব্যবহার করা যায় এমনকি এটি চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সুবিধা সমর্থন করে। অনুষ্ঠানে স্যামসাং মোবাইলের প্রধান কর্মকর্তা হাসান মেহেদি জানান, বর্তমানে বাজারে থাকা ৫.৩ ইঞ্চি মাপের স্যামসাং গ্যালাক্সি নোটের পরবর্তী সংস্করণ `গ্যালাক্সি নোট ২' এর মাপ ৫.৫ ইঞ্চি। আগস্ট মাসে বার্লিনের আইএফএ মেলায় ট্যাবলেট কাম-ফোন এ পণ্যটি দেখিয়েছিল স্যামসাং। অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ জেলি বিনযুক্ত গ্যালাক্সি নোট টুতে রয়েছে বুদ্ধিমান স্টাইলাস, ১.৬ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১৬ গিগাবাইট বল্টি ইন মেমোরি, ৪.০ ব্লুটুথ, ওয়াই ফাই, ভয়েস মেমো এবং দীর্ঘস্থায়ী ৩১০০ এমএএইচ ব্যাটারি। টাইটানিয়াম গ্রে ও মার্বেল হোয়াইট এ দুটি রঙে বাজারে পাওয়া যাবে গ্যালাক্সি নোট টু'। এদিকে গ্যালাক্সি নোট ২ প্রসঙ্গে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যকার পেটেন্ট লড়াইয়ে ১০৫ কোটি ডলার হেরেছে স্যামসাং। অ্যাপল শিগগিরই বাজারে আনতে পারে আইপ্যাড মিনি। অ্যাপলের সম্প্রতি বাজারে আসা আইফোন ৫ ও আগামীতে আইপ্যাড মিনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই স্যামসাং গ্যালাক্সি নোট টু বাজারে ছেড়েছে।


সূত্রঃ প্রথম আলো তারিখঃ ২১-১০-২০১২ ইং।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।