আমরা সাধারণত দুই ধরনের CD/DVD পেয়ে থাকি। একটি Writable যার গায়ে লেখা
থাকে CD-R, DVD-R। অন্যটি Re-writable যার গায়ে লেখা থাকে CD-WR, DVD-RW। RW মানে Re-writable
অর্থাৎ যেগুলো বারবার Write করা যায়। এতে আগের ডাটাগুলো মুছে নতুন ডাটা রাইট হয়। প্রত্যেক সিডি
রাইটিং সফটওয়ারেই মুছার অপশন আছে এবং নতুন কিছু রাইট করার সময় আগে Erase বা মুছার অপশনটা আসে। মুছার পর নতুন ডাটা রাইট করা যায়। তবে কখনো কখনো ডাটা রাইট করার আগেই CD Erase বা DVD Erase করার দরকার
পড়ে। এই কাজটি Nero, Image Burn সহ প্রত্যেক সিডি রাইটিং সফটওয়ারেই করা যায়। আর Windows 7 এ মুছার অপশনটি
Built In করা আছে। তাই এতে কোন সফটওয়ার লাগে না। নিচে কয়েকটি পদ্ধতি দেয়া হলো।
Windows 7 দিয়েঃ
১। প্রথমে CD/DVD টি ড্রাইভে
প্রবেশ করান। তারপর সিডি ড্রাইভের উপর রাইট ক্লিক করুন। Erase
this disc এ ক্লিক করুন।
২। নিচের মত Window আসবে। Close
this wizard after the disc is erased এ চেক মার্ক দিয়ে Next দিন।
৩। নিচের মত প্রসেসিং শুরু হবে। অল্প কিছুক্ষণের মধ্যেই কাজটি শেষ হয়ে Wizard টি Close হয়ে যাবে।
Nero দিয়েঃ
১। প্রথমে CD/DVD টি ড্রাইভে
প্রবেশ করান। তারপর Nero রান করুন। উপরে সিডি হলে CD, আর ডিভিডি হলে DVD সিলেক্ট করুন।
২। নিচের চিত্র অনুযায়ী CD>Extras থেকে Erase CD এ ক্লিক করুন।
৩। নিচের মত Window আসবে। Erase এ ক্লিক করুন।
৪। নিচের মত প্রসেসিং শুরু হবে। অল্প কিছুক্ষণের মধ্যেই কাজটি শেষ হয়ে Window টি Close হয়ে যাবে।
Image Burn দিয়েঃ
১। প্রথমে CD/DVD টি ড্রাইভে
প্রবেশ করান। তারপর Image Burn রান করুন। নিচের মত Window আসেব। ওখান থেকে যেকোন একটি অপশন সিলেক্ট করুন। যেমন আমি Write Image file to disc এ ক্লিক করলাম।
২। নিচের মত Window আসেব। ওখানে Tools>Drive>Erase
Disc>Quick এ ক্লিক করুন।
৩। নিচের মত মেসেজ আসবে যাতে বলা হচ্ছে –“Erase করলে সব ডাটা
মুছে যাবে। আপনি কাজ চালিয়ে যাবেন?” Yes দিন।
৪। নিচের মত প্রসেসিং শুরু হবে। কাজ কতটুকু সম্পন্ন হয়েছে তার স্ট্যাটাস দেখতে পাবেন [কালো তীর চিহ্নিত]।
৫। অল্প কিছুক্ষণের মধ্যেই কাজ শেষ হবে
নিচের মত Successful মেসেজ আসবে। OK
দিন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।