সিডি রাইট মানে আমরা বুঝি Nero. কারণ সবাই সিডি রাইট করা শিখতে প্রথমে এটিই ব্যবহার করি। কিন্তু বর্তমানে অনলাইনে এ সব টুলের অভাব নেই। এ ধরনের টুলের মধ্যে একটি হল Image Burn।
এটি খুব দারুন একটা ফ্রি টুল যা দিয়ে আপনি Image to Disc, Disc to Image, Files/Folder to Disc, Files/Folder to Image করতে পারেন। এটি দিয়ে আপনি কোন iso ফাইলের লেভেল বদলাতে পারেন। এটি সবধরনের ইমেজ ফাইল সাপোর্ট করে। তাছাড়া এর সাইজটাও ছোট। এটি ডিভিডি রাইট করতে দারুন। (5mb এর মত)। একবার ব্যবহার করে দেখুন। তবে এটি দিয়ে Disk থেকে Disk কপি করা যায় না। এটি করতে হলে প্রথমে আপনাকে Disk টা ইমেজ করতে হবে তারপর ইমেজটি রাইট করতে হবে।
ডাউনলোড মিরর
কামরুল ভাইয়ের সব গুলো পোষ্ট ই আমার বরাবর ভাল লাগে । কারণ টা জান না, হয়তো এমনভাবে বর্ণনা দেন যে যে কেউ যার কম্পিউটার সম্পর্কে সামান্য ধারনা আছে , সেও বুঝতে পারবে । আর হা আপনাকে ধন্যবাদ ।
উত্তরমুছুনআপনাকে ধন্যবাদ।
মুছুন