সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Google Chrome Silent Install - ডাবল ক্লিক করলেই সেটাপ হবে গুগল ক্রোম

Google Chrome Silent Install - ডাবল ক্লিক করলেই সেটাপ হবে গুগল ক্রোম



Google Chrome সম্পর্কে নতুন কিছু বলার নেই কারণ সবচেয়ে জনপ্রিয় কয়েকটি ওয়েব ব্রাউজারের নাম বললেই সেখানে Google Chromeর নাম চলে আসে ইতি মধ্যে The Fastest Web Browser হিসেবে সবার কাছে পরিচিতিও পেয়ে গেছে এ ব্রাউজারটি এমনিতেই গুগলের জিনীস, তারউপর আবার সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করা যায় তাছাড়া ফায়াফক্সের মত অসংখ্য জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ Extensions, Theme ও রয়েছে এর দখলে Google এর বেশ কিছু সার্ভিস ভালভাবে ব্যবহার করার জন্যও এ Web Browser টির বিকল্প নেই এটি Windows, Linux, Mac সহ সব আপারেটিং ব্যবস্থায় চলে এবং PC’র সাথে Mobile ভার্সনও রয়েছে তবে নতুন ইউজারেরা ব্রাউজারটি ইনস্টল করতে গেলে একটু সমস্যাবোধ করেন যেমন এর ডাউনলোড লিংকে Web Installer পাওয়া যায়, ইনস্টল করতে সময় লাগে আবার ইন্সটলের পরে প্রোফাইল সেটিংস ইত্যাদি এ সব থেকে মুক্তি পেতে দরকার এর Silent Install

সাধারণত Google Chrome কে Silent Install করা যায় না বা করতে অনেক ঝামেলা তবে আমি সেই Silent Install এর কাজটি করার জন্য একটু সময় ব্যয় করে সফল হয়েছি আমার পদ্ধতিটি অবলম্বন করে একজন নতুন ইউজারও খুব সহজে Google Chrome কে Silent Install বা Auto Install করতে পারবে প্রয়োজন হবে মাত্র একবার ডাবল ক্লিক বা সেভেনের জন্য Run as Administrator তাহলে চলুন আমরা শুরু করি

Google Chrome Silent Install:

প্রথমে নিচে দেয়া লিংক থেকে গুগল ক্রোম ডাউনলোড করে নিন ঐ লিংক এর মাধ্যমে সর্বশেষ Final Version ডাউনলোড করা যাবে Download Page আসলে Accept and Install এ ক্লিক করুন। ডাউনলোড করার পর ফাইলটির নাম হতে পারে GoogleChromeStandaloneEnterprise.msi

Download Google Chrome:  Latest Final MSI Version

এবার নিচের কোডগুলো দিয়ে একটি Batch file তৈরি করুন এ জন্য Notepad খোলে কোডগুলো Copy করে দিন এবং Chrome.bat নামে Save করুন
 
@echo off
title Google Chrome
ECHO.
ECHO.
ECHO Please wait...
ECHO Installing Google Chrome. It will take few minutes.
ECHO.
ECHO.
ECHO   ==================================
ECHO     http://kamrulcox.blogspot.com
ECHO   ==================================
ECHO.
ECHO.
ECHO.
start /wait msiexec /qn /norestart /i "%~dp0GoogleChromeStandaloneEnterprise.msi"
if exist "%systemdrive%\Program Files\Google\Chrome\Application\master_preferences" copy /y "%~dp0master_preferences" "%systemdrive%\Program Files\Google\Chrome\Application\master_preferences"
if exist "%systemdrive%\Program Files (x86)\Google\Chrome\Application\master_preferences" copy /y "%~dp0master_preferences" "%systemdrive%\Program Files (x86)\Google\Chrome\Application\master_preferences"
reg add HKLM\Software\Policies\Google\Update /f /v AutoUpdateCheckPeriodMinutes /d 0
sc stop gupdate
sc config gupdate start= disabled
REM Return exit code to SCCM
exit /B %EXIT_CODE%

উপরের কোডগুলোতে দু একটা লাইন আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। যেমন আমার ব্লগের লিংকটা। আর সবুজ চিহ্নিত GoogleChromeStandaloneEnterprise.msi হলো গুগল ক্রমের Setup File এর নাম যা আমরা ১ নং স্টেপে Download করেছি। তাই ডাউনলোড করা নাম আর এই নামটা একই রকম রাখতে হবে। ইচ্ছে করলে আমার তৈরি ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন।

Download: Chrome.bat

৩। এবার নিচের কোডগুলো কপি করে master_preferences.txt নামে একটি টেক্সট ফাইল তৈরি করুন। এ জন্য Notepad খোলে কোডগুলো Copy করে দিন এবং master_preferences.txt নামে Save করুন

{
"homepage" : "http://kamrulcox.blogspot.com/",
"homepage_is_newtabpage" : false,
"browser" : {
"show_home_button" : true,
"check_default_browser" : false,
"window_placement": {
"bottom": 1000,
"left": 10,
"maximized": false,
"right": 904,
"top": 10,
"work_area_bottom": 1010,
"work_area_left": 0,
"work_area_right": 1680,
"work_area_top": 0
}
},
"bookmark_bar" : {
"show_on_all_tabs" : true
},
"distribution" : {
"skip_first_run_ui" : true,
"show_welcome_page" : false,
"import_search_engine" : false,
"import_history" : false,
"create_all_shortcuts" : true,
"do_not_launch_chrome" : true,
"make_chrome_default" : false
}
},
schtasks /delete /TN "GoogleUpdateTa skMachineCore" /F
schtasks /delete /TN "GoogleUpdateTa skMachineUA" /F
"sync_promo" : {
"show_on_first_ run_allowed" : false
}
}

উপরের টেক্সগুলো যেভাবে আছে সেভাবেই রেখে দিন। ইচ্ছে করলে আমার তৈরি ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন।


৪। এবার GoogleChromeStandaloneEnterprise.msi, Chrome.bat, master_preferences.txt তিনটি ফাইল কোন একটি ফোল্ডারে রাখুন। 

এবার Chrome.bat ফাইলটিকে Run as Administrator হিসেবে রান করুন। আর এক্সপি হলে শুধু ডাবল ক্লিক করলেই চলবে।


এছাড়া আপনি Portable Google Chrome ও ব্যবহার করতে পারেন।


২টি মন্তব্য:

  1. ও হ্যা। শুধু ক্রোম না। অনেক সফটওয়্যার যেগুলো কিনা অনলাইন থেকে ইন্সটল করতে হয়, সেগুলোর অফলাইন ইন্সটলার পাওয়া যায়। যেমনঃ গুগল ড্রাইভ, শকওয়েভ প্লেয়ার, ডটনেট ফ্রেমওয়ার্ক, জাভা রানটাইম এনভায়রনমেন্ট ইত্যাদি।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনাকে ধন্যবাদ রেজুয়ান ভাই। আপনার কমেন্টস এর জন্য ধন্যবাদ।
      হ্যাঁ, অফলাইন ইনস্টলার অবশ্যই আছে। তবে আমার পোষ্টটা মুলত সাইলেন্ট ইন্সটল নিয়ে।

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।