সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Brand Name Menue - এক্সপি’র স্টার্ট মেন্যুতে যুক্ত করুন পছন্দের একটি লিংক

Brand Name Menue - এক্সপি’র স্টার্ট মেন্যুতে যুক্ত করুন পছন্দের একটি লিংক


উপরের ছবিতে দেখা যাচ্ছে Start Menu তে KAMRULCOX নামে একটি মেন্যু রয়েছে ওখানে ক্লিক করলে আমার ব্লগটা খোলে যায় বা আমার ব্লগের লিংক ওপেন হয় অপশনটি খুবই সুন্দর লেগেছে আমার কাছে ঐ অপশনের মাধ্যমে পছন্দের যেকোন URL, Music, Video, Image বা অন্যান্য ফাইল যুক্ত করা যাবে এর ফলে মেন্যুটিতে ক্লিক করার সাথে সাথে যুক্ত করা পছন্দের ফাইল বা লিংকটি খোলে যাবে একটি ব্রান্ড পিসিতে ঐ রকম একটি লিংক দেখে খুব আগ্রহ হয়েছিলে নিজের পিসতেও সেই অপশনটি যুক্ত করার অনলাইন খোঁজাখুঁজি শুরু করে অবশেষে পেয়ে যায় এবার আপনাদেরকে শেয়ার করলাম বিষয়টিটিপসটি শুধু এক্সপিতেই কাজ করবে। সেভেনের জন্য আমি ট্রাই করছি। সম্ভব হলে পরবর্তীতে পোস্ট হবে সেটি নিয়ে।


কিভাবে করবেনঃ
প্রথমে একটি Icon File তৈরি করুন যার সাইজ হবে 24×24 নাম দিন Brand.icoনিচে আমার আইকনটা দেখুন।

নিচের কোডটি কপি করে Notepad এ পেষ্ট করে Brand Name.reg নামে সেভ করুন অথবা আমার তৈরিটা ডাউনলোড করে নিন

Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}]
@="KAMRULCOX"
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}\DefaultIcon]
@= C:\\Brand.ICO"
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}\InProcServer32]
@=hex(2):25,00,53,00,79,00,73,00,74,00,65,00,6d,00,52,00,6f,00,6f,00,74,00,25,\
00,5c,00,73,00,79,00,73,00,74,00,65,00,6d,00,33,00,32,00,5c,00,73,00,68,00,\
64,00,6f,00,63,00,76,00,77,00,2e,00,64,00,6c,00,6c,00,00,00
"ThreadingModel"="Apartment"
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}\Instance]
"CLSID"="{3f454f0e-42ae-4d7c-8ea3-328250d6e272}"
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}\Instance\InitPropertyBag]
"CLSID"="{13709620-C279-11CE-A49E-444553540000}"
"method"="ShellExecute"
"Command"="KAMRULCOX"
"Param1"="http://kamrulcox.blogspot.com/"
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}\shellex]
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}\shellex\ContextMenuHandlers]
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}\shellex\ContextMenuHandlers\{2559a1f6-21d7-11d4-
bdaf-00c04f60b9f0}]
@=""
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}\shellex\MayChangeDefaultMenu]
@=""
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}\ShellFolder]
"Attributes"=dword:00000000

Brand.ico ফাইলটি C ড্রাইভে রাখুন এরপর Brand Name.reg ডাবল ক্লিক করে রান করুন পিসি Logoff বা Restart দিন

এডিটঃ
উপরের কোডগুলোতে সবুজ চিহ্নিত লেখাগুলো আপনার পছন্দমত দিতে পারেন যেমন:

KAMRULCOX হলো Menue Name
 
C:\\Brand.ICO হলো আপনার তৈরি করা আইকনটির এড্রেস আইকনটা যেখানেই রাখুন পুরো এড্রেস সহ বসাতে হবে তাছাড়া এড্রেস লেখার সময় \ এর পরিবর্তে \\ বসাতে হবে

http://kamrulcox.blogspot.com/  হলো আমার লিংক অর্থাৎ KAMRULCOX Menue টিতে ক্লিক করলেই এ লিংকটি খোলে যাবে এর পরিবর্তে আপনি যেকোন ফাইলের নাম এড করতে পারেন সেক্ষেত্রে ফাইলটির পুরো এড্রেস লিখতে হবে

১১টি মন্তব্য:

  1. কামরুল ভাই কিছু বলার নাই।অনেক দিনপর একটা নতুন কিছু শিখতে পারলাম। ভাই অসাধারণ .......
    এই জন্যই আপনার ব্লগটা আমার প্রিয় ব্লগ।
    আপনার অসাধারন লেখা পড়ে ভাই এখানে,নতুন পোষ্ট করতে ভয় লাগে।সত্যি বললাম..

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ মিঠু ভাই। সবাই সব কিছু জানবে এমনতো নয়। আমিও সব জান্তা নই। তবে সব সময় নতুন কিছু জানার চেষ্টা করি।

      মুছুন
  2. > কামরুল ভাই স্ক্রীনসটে রান এর নিচে আপনার যে লিংক টা দিয়েছেন এই মেনুটা কি ঐখান থেকে উপরে বা পাশে চেঞ্জ করা যাবে ?

    >যদি ২ টি মেনু দিতে চাই তাহলে কি করতে হবে?
    >সিডিতে কিভাবে এড করবো?
    >ইমেজ দিতে হলে এড্রেস টা কি হবে একটা উদাহরন দেন ভাই।

    ( ভাই একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেলাম মনে কিছু নিবেন না)

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি মাউস দিয়ে ড্রাগ করে নিতে পারেন।
      ২টি মেন্যু নিয়ে ভাবি নি। হয়তো করা যাবে। আর এর জন্য রেজিঃ ভেল্যুগুলো নিয়ে কাজ করতে হবে। কিন্তু আমার জানা নেই।
      সিডিতে এড করার জন্য আপনি $OEM$ ফোল্ডার ব্যবহার করতে পারেন। $OEM$\$1 ফোল্ডারে আপনার আইকনটি রাখুন। এরপর Reg ফাইলটি এড করুন। এ বিষয়ে আপনি আমার নিচের লিংকটি দেখতে পারেন। ভালভাবে পড়লে বুঝবেন।
      http://kamrulcox.blogspot.com/2012/02/blog-post_14.html
      ইমেজ বলতে আপনি কি করতে চাচ্ছেন তা বুঝি নি। তবে আইকন ছাড়া অন্যকোন ইমেজ এড করা যাবে না।

      মুছুন
    2. ১.কামরুল ভাই সিডিতে এড করে সেটাপের পর কি ড্রাগ করা যাবে?
      ২.এরপর Reg ফাইলটি এড করুন _ এইটা ও Brand Name.reg কি $1 ফোল্ডারে রাখবো ?
      ৩.ইমেজ বলতে _আপনার নামের উপর কিলিক করলে যেমন বল্গের লিংক ওপেন হয় তেমনি আমি চাইতেছি আমার পছন্দের ছবি বা ভিডিও ওপেন করতে ।
      ভাই আপনার আইকোনের ডাউনলোড লিংক দেন।

      মুছুন
    3. ১। হ্যাঁ, যাবে।
      ২। Brand Name এর জায়গায় আপনি যেকোন নাম দিতে পারেন এবং $1 বা অন্য কোন জায়গায় রাখতে পারেন যে খানে আপনার পছন্দ হয়। এ ব্যাপারে আপনি এ বিষয়ে জানার জন্য আপনি এখানে দেখতে পারেন।
      ৩। আপনি যে ভিডিও/ইমেজ/মিউজিক টি ওপেন করতে চান http://kamrulcox.blogspot.com/ এর জায়গায় সে ফাইলটি'র নাম দিবেন পুরো এড্রেস সহ। যেমন "c:\windows\system32\Hello.mp3"
      ৪। আমার আইকনটি'র উপর রাইট ক্লিক করে Save as এর মাধ্যমে সেভ করতে পারেন। অথবা এখানে দেখুন।

      মুছুন
    4. ভাই বুজতে একটু সমস্যা হচ্ছে এজন্য আবার ও কিছু প্রশ্ন করলাম কিছু মনে করবেন না।

      ১.ভাই আইকন এড হচ্ছে না আপনার টা সেভ করে ডেক্সটপে রেখেছি (আইকনটি কি 24×24 সাইজই দিতে হবে ? কোন ফরম্যাটের ?)
      ২.আমি সিডিতে এড করতে হলে তো আমার পছন্দের ছবি বা ভিডিও $$ > System32 ফোল্ডারে রাখলে উপরের কোডটি কাজ হবে ?আপনি বলেছেন এড্রেস লেখার সময় \ এর পরিবর্তে \\ বসাতে হবে সিডির জন্য কোন টা হবে ?
      ৩.Brand Name.reg এর কোডগুলোতো ফ্রন্টএর মত রেজিস্ট্রি ফাইলে এড করবো ?

      মুছুন
    5. ইমেজ বা ভিডিও যেটাইদি শেষেতো .jpeg বা .mp4 উল্লেখ করতে হবে?

      মুছুন
    6. ১। আইকন সবসময় ico ফরমেটে হয়ে থাকে। আর ফরমেটটা আমার বর্ণনায়ও আছে।
      ২। সিডি থেকেতো আপনি ফাইলটি রান করবেন না। আপনি সিডিতে $$ > System32 তে রাখলে সেটা C:\windows\system32 ফোল্ডারে চলে যাবে। এড্রেস হিসেবে তাই ওটাই দিবেন এবং \\ বসাবেন।
      ৩। হ্যাঁ, ঠিক তাই।

      মুছুন
    7. আমার উপরের উদাহরণে এক্সটেনশন দিয়েছি যেভাবে সেভাবে উল্লেখ করতে হবে। তাছাড়া সিডিতে এড করার আগে আপনার পিসিতে এড করে একবার টেস্ট করে দেখেন। কাজ করলেই কেবল সিডিতে এড করবেন।

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।