সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Temp,Prefetch,Recent %Temp% সব গুলো ডিলেট করুন এক ক্লিকে । 100% সত্য ,না দেখলে মিস করবেন……

Temp,Prefetch,Recent %Temp% সব গুলো ডিলেট করুন এক ক্লিকে । 100% সত্য ,না দেখলে মিস করবেন……

এটা আমার প্রথম টিউন,ভুল হলে ক্ষমা করবেন।
আসা করি সবাই ভাল আছেন আজ আমি ছোট একটি সফটওয়ার আপনাদের সাথে শেয়ার করব, সফটওয়ার টির নাম ঝাড়ুধার। এটি আপনারা খুব সহজে Temp, Prefetch, Recent %temp% ইত্যাদি এক ক্লিক  ডিলেট করতে পারবেন।

বিস্তারিত লিখলাম না । কারুন সফটওয়ার টির কাজ খুব সহজ। আল্লাহ হাফেজ । যদি কেও টিউনটি করে থাকেন, তাহলে ক্ষমা করবেন

ধন্যবাদ সবাইকে ।

১৫টি মন্তব্য:

  1. আপনাকে ধন্যবাদ। আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি জিনীস শেয়ার করেছেন।

    উত্তরমুছুন
  2. কামরুল ভাই এর সাইলেন্ট কমান্ডটি কি হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এটি আমাদের দেশের নতুন কোন প্রোগ্রামের তৈরি একটি টুল। সাইলেন্ট কামান্ডের উপযোগী নয়। আমি চেষ্টা করেছি। একভাবে করতে পারি। তবে তা শুধু C ড্রাইভে ইনস্টল হবে। উইন্ডোজ অন্য ড্রাইভে থাকলে কাজ নাও করতে পারে। চায়লে তৈরি করে দিতে পারি।

      মুছুন
  3. কামরুল ভাই তৈরি করেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. http://www.mediafire.com/download/od8c5k88ujdxwds/Zharudar1.4.exe

      মুছুন
    2. কি সমস্যা দেখাচ্ছে?

      মুছুন
    3. ডেক্সটপে রেখে ডাবল ক্লিক করেছি ইনস্টল হচ্ছে না।

      মুছুন
    4. নিচের টা দেখুন।
      http://www.mediafire.com/download/vuwtt2s58dxzq76/Zharudar_1.4.zip
      http://www.mediafire.com/download/d24nfty77038vt3/XUSClockFree.zip

      মুছুন
    5. কামরুল ভাই বুজতে পারছিনা আমার কোথায় ভুল হচ্ছে।র্ভারচুয়াল পিসিতে ও টেস্ট করেছি ইনস্টল হয়নি @Zharudar_

      মুছুন
    6. সরি। আমি ভুলে গিয়েছিলাম। আমি ট্রাই করে দেখবো আবার।

      মুছুন
    7. Zharudar_1.4 এটা আমি টেস্ট করেছি। ঠিক আছে। শুধুমাত্র C ড্রাইভে ইনস্টল হবে।

      মুছুন
  4. কামরুল ভাই এই সফট এর উপরে একটা পোষ্ট করেন।আমার ও শিথতে চাই।

    উত্তরমুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।