সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Vietnam War (1959-1975)- বিশ্ব কাঁপানো ভিয়েতনাম যুদ্ধ

Vietnam War (1959-1975)- বিশ্ব কাঁপানো ভিয়েতনাম যুদ্ধ


vietnam-war-us-navy-granger
Vietnam-war-us-navy-granger

১৯৬৮ সালের ১৬ মার্চ দক্ষিণ ভিয়েতনামের মাই লাই গ্রামে মার্কিন সেনাবাহিনী কর্তৃক সংঘটিত হয় পৃথিবীর সবচেয়ে কুখ্যাত গণহত্যা। ধারণা করা হয়, পাঁচশলোক এতে নিহত হয়। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন নারী ও শিশু। যুদ্ধ, ধর্ম, রাজনীতি ও প্রতিশোধের নামে নিরপরাধ মানুষ হত্যা এখনো চলছে। প্রতিহিংসা ও প্রতিশোধের আগুন থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও। বিশ্ব বিবেক আজ ধর্ম, জাত, বর্ণ, দল বহুভাবে বিভক্ত। ভিয়েতনামের এ যুদ্ধ নিয়ে লিখেছেন মোস্তাক চৌধুরী


ভিয়েতনাম চীন ও জাপানের পর ফ্রান্সের অধীনে ছিল। ১৯৫৪ সালে জেনেভা চুক্তির আওতায় কমিউনিস্ট ও জাতীয়তাবাদীদের দাবির মুখে সাময়িকভাবে ভিয়েতনামকে উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনামে বিভক্ত করা হয়। ১৯৫৭ সালে উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট গেরিলারা ন্যাশনাল লিবারেশন ফন্ট ফর সাউদ ভিয়েতনাম’-এর অধীনে সংগঠিত হয়ে দক্ষিণ ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। যুক্তরাষ্ট্র কমিউনিস্টদের বিরুদ্ধে এ যুদ্ধে জড়িয়ে পড়ে। কমিউনিস্ট উত্তর ভিয়েতনামকে সাহায্য ও সহযোগিতা করেছিল চীন ও সোভিয়েত ইউনিয়ন। ১৯৬৮ সালে নিক্সন প্রেসিডেন্ট হওয়ার পর ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের নৃশংসতা বেড়ে যায়। যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, যুদ্ধবিরোধী মার্কিন জনমত, মাই লাই হত্যাকাণ্ডের নৃশংসতা, বিশ্বব্যাপী মার্কিনবিরোধী বিক্ষোভ-নিন্দা ইত্যাদি কারণে আমেরিকানদের আর যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ১৯৭৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এ যুদ্ধে চরম মূল্য দিতে হয় এবং দেশে ফিরে যায়। পরে দক্ষিণ ভিয়েতনামি সৈন্যরা উত্তর ভিয়েতনামের কাছে বিনাশর্তে আত্মসমর্পণ করে। ১৯৭৬ সালে কমিউনিস্ট সরকার উভয় ভিয়েতনামকে একত্রিত করে। যুদ্ধে আমেরিকার নিহতের সংখ্যা ৫৮,০০০ ও আহতের সংখ্যা ৩,০৪,০০০। উত্তর ভিয়েতনামের নিহতের সংখ্যা প্রায় ৫ থেকে ৬ লাখ।

বিশ্ব কাঁপানো ছবিঃ
ভিয়েতনামের দুটি গুরুত্বপূর্ণ শহর সায়গন ও নমপেনের সংযোগকারী একমাত্র সড়ক রুট ওয়ান যে গ্রামের মধ্য দিয়ে গেছে সেই গ্রামটি দখল করে নেয় উত্তর ভিয়েতনামি সৈন্য ও কমিউনিস্ট গেরিলারা। দ. ভিয়েতনামি সৈন্যরা গ্রামটি মুক্ত করতে ট্রাং বাং গ্রামের আশপাশে অবস্থান নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। যুদ্ধের খবর পেয়ে সেখানে জড়ো হয়েছিল নিক ওটসহ দেশ-বিদেশের কিছু সাংবাদিক ও ফটোগ্রাফার। গ্রামটির অনেক লোক ইতিমধ্যে অন্যত্র চলে গেলেও কিছু লোক রয়ে যায়। তাদের ধারণা এখানে যুদ্ধ হবে না। কারণ কমিউনিস্ট গেরিলারা গ্রামটি ছেড়ে চলে গেছে। সাংবাদিকরা নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে গ্রামটির দিকে লক্ষ্য রাখলেন। এ সময় দক্ষিণ ভিয়েতনামি সৈন্যরা গ্রামটির দিকে কয়েকটি গ্রেনেড নিক্ষেপ করল। সেগুলো বিস্ফোরিত হয়ে বাতাসে হলুদ বর্ণের ধোঁয়া ছড়িয়ে পড়ল। গ্রেনেডের শব্দ শুনে ভাই-বোনসহ কিম ফুক ও তার কাজিনরা গ্রামের একমাত্র প্যাগোডাতে আশ্রয় নিল। কয়েক মিনিট পর দুটি এয়ারক্রাফট উড়ে এসে প্যাগোডার পাশে বোমা ফেলল। চোখের পলকে পুরো গ্রামটি একটি অগ্নিকুণ্ডে পরিণত হলো। কিম ফুকের শরীরে আগুন ধরে গেলে সে জামা-কাপড় টেনে ফেলে দেয়। নাপামের আগুনে তখন তার শরীর ঝলসে গেছে। যন্ত্রণায় চিৎকার করে সে ও অন্য সবাই রাস্তার দিকে দৌড়তে লাগল। দক্ষিণ ভিয়েতনামি সৈন্য ও সাংবাদিকরা হতভম্ব হয়ে দেখতে লাগলেন, জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে দগ্ধ-অর্ধদগ্ধ মানুষটিকে। তার চিৎকারে আকাশ ভারী হয়ে উঠল। বিশ্ব কাঁপানো ছবিটি তুলেছিলেন নিক ওট। মি. ওট যখন কিম ফুককে সাহায্য করতে এগিয়ে গেলেন তখন সে যন্ত্রণায় কাতরাচ্ছে আর চিৎকার করছে।

১৯৮২ সাল। ভিয়েতনামের কমিউনিস্ট সরকারের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক তখন ভালো ছিল না। একজন জার্মান সাংবাদিক কোনো এক ফটো প্রদর্শনীতে ফুকের সেই ছবিটি দেখে একটি ডকুমেন্টারি করার উদ্দেশ্যে ভিয়েতনাম এসে ফুককে খুঁজতে লাগলেন। এক বছর পর তাকে খুঁজে পেলেন হো চি মিন সিটির (সায়গন) নার্সিং কলেজের ক্যাম্পাসে। তার ছবি ও সাক্ষাৎকার নিলেন। ব্যাপারটি ভিয়েতনাম সরকার ভালো চোখে দেখল না। ফুকের সঙ্গে পশ্চিমা মিডিয়ার যোগাযোগ বন্ধ করার জন্য গোয়েন্দা নিযুক্ত করা হলো। সেই সঙ্গে মার্কিনবিরোধী প্রোপাগান্ডা হিসেবে সরকারি মিডিয়াতে কিম ফুকের পুরনো ছবি ও কাহিনী প্রকাশ করা হলো। ফুক আবার সংবাদ শিরোনাম হলো বিশেষ করে ভিয়েতনামে। ১৯৮৬ সালে ফুক ভিয়েতনাম সরকারের বিভিন্ন শর্ত মেনে ফার্মাসিস্টে উচ্চ শিক্ষার্থে কিউবা যাওয়ার অনুমতি পায়। যুদ্ধের ১৪ বছর পর লসএঞ্জেলেস টাইম ম্যাগাজিনে কিম ফুকের কিউবা আগমনের খবর পেয়ে নিক ওট তাকে দেখতে কিউবা গেলেন।

১৯৮৯ সালে আমেরিকান পিসনামে একটি সংগঠন যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানালে ভিয়েতনাম ও কিউবা সরকারের আপত্তির কারণে ফুক সেখানে যেতে পারেননি। ব্যক্তিস্বাধীনতা ও জীবনের নিরাপত্তার জন্য ফুকের রাজনৈতিক আশ্রয়ের আবেদনে সাড়া দিয়ে কানাডা সরকার তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিলেন। ১৯৭২ সালে পাইলটদের যে টিমটি ফুকের গ্রামে বোমা ফেলেছিল পরে তাদেরই একজন অনুতপ্ত হয়ে ফুকের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলেন।

নাপাম বোমাঃ
কৃষি কাজে আগাছা নির্মূলের জন্য পেট্রোলিয়াম জেলি দিয়ে যে নাপামের উদ্ভব হয়েছিল তা ক্রমে শক্তিশালী হয়ে যুদ্ধের মারণাস্ত্রের রূপ ধারণ করল। Crude oil থেকে ক্রুড ওয়েল, নেপথেনিক এসিড, নারিকেলের তেল থেকে নেয় পালমিটিক এসিড অ্যালুমিনিয়াম সোপের সঙ্গে মিশিয়ে বেসিক নাপামের সৃষ্টি। একে আরো শক্তিশালী ও কার্যকর করার জন্য যোগ করা হলো গ্যাসোলিন ও জেট ফুয়েল। একটি শক্তিশালী নাপামের আগুনের তাপ ২৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত নাপামতে দেয়া হয়েছিল ম্যাগনেসিয়াম ও হোয়াইট ফসফরাস। নাপামের আগুন বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নীরব ঘাতক গ্যাস কার্বন মনোক্সাইড সৃষ্টি করে। আগুন থেকে বাঁচতে কেউ মাটির নিচে গর্তে বা সুড়ঙ্গে আশ্রয় নিয়েও রক্ষা পায়নি। সেখানে শ্বাসরোধ করে এই কার্বন মনোক্সাইড গ্যাস।

মাই লাই হত্যাকাণ্ডঃ
ভিয়েতনাম যুদ্ধ চলাকালে মার্কিন সেনাবাহিনী কর্তৃক সংঘটিত সবচেয়ে কুখ্যাত গণহত্যা। ১৯৬৮ সালের ১৬ মার্চ দক্ষিণ ভিয়েতনামের মাই লাই গ্রামে লেফটেন্যান্ট উইলিয়াম কেলির নির্দেশে এটি পরিচালিত হয়। অনুমান করা হয় প্রায় সাড়ে চারশথেকে পাঁচশলোক এতে নিহত হয়। নিহতদের সবাই ছিলেন নিরস্ত্র ও নিরপরাধ গ্রামবাসী এবং তাদের অধিকাংশই ছিলেন নারী ও শিশু। এদের শরীরে ছিল পাশবিক অত্যাচার ও নিপীড়নের চিহ্ন। যুদ্ধোন্মাদ নরপিশাচ মার্কিন সৈনিকরা হত্যার আগে গণধর্ষণ করেছিল নারীদের, গুলি করার আগে শিশুদের নিয়ে তামাশা করেছিল বিড়াল-ইঁদুর খেলার মতো, যেসব গ্রামবাসী হাত জোড় করে অবনত মস্তকে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন, তাদের হত্যা করেছিল রাইফেলের বাঁট দিয়ে পিটিয়ে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে। শুধু মানুষ নয়, নড়াচড়ার শব্দ শুনে এই কাপুরুষরা গুলি করেছিল আশপাশের জীবজন্তু এমনকি গাছের পাতা পর্যন্ত।

সূত্রঃ মানব কন্ঠ,  ২১ জানুয়ারী ২০১৩ ইং

৬টি মন্তব্য:

  1. asalamoalaikom.
    By kamon asen.asa kori valo.
    Az ami apnar kase khob boro doroner akta help jabo. Asa kori ans daben.
    Amar boro by dobay thaky akta laptop dase dell kompany.w7 ar sill mara ase.but ami xp uss korty cai. Apnader doa akta xp setup dilam.but sob kisu sapoot kore kintu sound divar hoy na and sound ase na,
    ami apnar kase onurod korlam kibaby amar dell er xp sound so uss korty parbo. Thanks.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনাকে স্বাগতম ভিজিট এবং কমেন্টস করার জন্য। অবশ্যই প্রশ্ন করবেন। এতে সংকোচবোধ করার কিছুই নেই।
      ল্যাপটপের মডেল নংটা দিলে নির্দিষ্ট ড্রাইভার দেয়া যেত। সম্ভব হলে মডেল নংটা দেন। এছাড়া আপনি আমার নিচের লিংকগুলো পড়ে দেখতে পারেন।
      http://kamrulcox.blogspot.com/2012/11/all-in-one-driver-cd.html
      http://kamrulcox.blogspot.com/2012/11/windows-xp-hd-sound-problem.html

      মুছুন
  2. all in all drivar a tune ta kaz korbe. Amar laptoper model dell n4050 .. By ami kinto amader akany 2 jon obiggo loke dakaice.tara pare nay. And bolce kaw parbe na.tai apnar help jay. Ynu tx ans korar jono. By jodi sombob hoy tholy apnar all in drivar er akta cd dis patan sa poribohon a .'pilz help koren.thank you.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি নিচের লিংক দিয়ে ড্রাইভারটি ড্রাইনলোড করে নিন। আশাকরি ওটা কাজ করবে। ব্যবহার করে জানাবেন কাজ হয়েছে কি না।
      http://ftp.us.dell.com/audio/R302718.exe
      আর আমার all in all driver CD টি ১০০% কাজ করবে। ওটা আমি HP, Asus, Dell, Acer সহ অনেক ব্রান্ডের ল্যাপটপ ডেস্কটপে ব্যবহার করেছি। এখনো ব্যার্থ হয় নি। আপনি চট্টগ্রামের কাছাকাছি থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনার পরিচিত কেউ থাকলে আমার সাথে যোগাযোগ করলে আমি সহযোগিতা করবো।

      মুছুন
  3. Rufus দিয়ে windows xp pindrive বানানোর পর সব পিসি বা লেপটপ এ কাজ করে না। আমি কিভাবে সব পিসি বা লেপটপ windows xp setup দিতে পারবো । দয়া করে সাহায্য করেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নিচের লিংকগুলো দেখেন। অবশ্যই সফল হবেন।
      http://kamrulcox.blogspot.com/2012/11/win-setup-from-usb.html
      http://kamrulcox.blogspot.com/2012/10/yumi-multi-boot-usb.html
      http://kamrulcox.blogspot.com/2011/06/blog-post_17.html
      http://kamrulcox.blogspot.com/2012/11/sardu-multi-boot-usb-cd-dvd.html
      এছাড়া WinNTSetup ব্যবহার করতে পারেন।
      https://www.dropbox.com/sh/scs81iqpeufsv9r/3segb4PFVj/WinNTSetup2.3.3.0_x86_x64.zip

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।