Bluetooth বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। মোবাইল দিয়ে এর যাত্রা শুরু হলেও বর্তমানে বিভিন্ন Electronic Devices এর মধ্যে এই Bluetooth System ব্যবহৃত হচ্ছে। তম্মধ্যে
সম্ভবত Laptop সবচেয়ে জনপ্রিয়
একটি। ডেস্কটপ পিসিতে USB Bluetooth ব্যবহার করতে হলেও Laptop এ এই Device টি Built in থাকে। সাধারণত Windows 7 Install করা হলে Bluetooth Driver ডিফল্টভাবে
পেয়ে যায়। তবে মাঝে মাঝে ড্রাইভার সমস্যা দেখা দেয়ায় এই Device টি ব্যবহার থেকে অনেকে বঞ্চিত হন। আজকে আমরা এই সমস্যা থেকে মুক্তির একটু চেষ্টা করবো।
আমরা একটি Default Bluetooth Driver Pack ব্যবহার করবো যেটি সাধারণত প্রত্যেক ব্রান্ডের পিসিতে কাজ করবে। Driver Pack টি বিখ্যাত প্রতিষ্ঠান Toshiba নির্মিত। এটি Windows XP, Vista,
Seven এ 32bit & 64bit এ ব্যবহার করা
যাবে। এই সফটওয়ারটিতে বেশ কয়েকটি অপশন আছে যা সবার পছন্দ হবে
এক কথায়। সাইজটা 76MB এর মত তবে আমি কম্প্রেস করে আপলোড করেছি যা 57MB এর মত। সাইলেন্টইনস্টলেরও ব্যবস্থা আছে। যদি কোন মডেলে কাজ না করে তাহলে
নির্দিষ্ট Laptop এর সাইট গিয়ে Download Page থেকে ড্রাইভার
ডাউনলোড করে ব্যবহার করতে হবে।
Download: Mediafire
এছাড়া আমি নিচে আরো কয়েকটি ভার্সনের ডাউনলোড লিংক দিচ্ছি। এগুলোও সংগ্রহে রাখা যেতে পারে।
kamrul onek din por akta jotil tune delen ..
উত্তরমুছুনbut amar laptope ki kaz korbe
amar akane apnar dia drivar thaky wiarlass ase na
. akon ata dele hobe brother pilz anssssss.
আপনাকে ধন্যবাদ। সফটওয়ারটি আমি কয়েকটি পিসিতে ট্রাই করেছি এবং কাজ করেছে। সব ব্রান্ডের সব মডেলের পিসিতে কাজ করবে এমন আশা করা যাবে না। আর আমার ড্রাইভার সিডি'র কথা বলেছেন -আমার ড্রাইভার প্যাকগুলো অনেক পুরনো। নতুন প্যাকগুলো নামাই নি। তাই হয়তো নতুন মডেলের কোন কোন পিসিতে কাজ করছে না। তাছাড়া আপনাকে মনে হয় wireless প্যাকটা দিই নি। তাই আপনি নতুন প্যাকটি ডাউনলোড করে নিন। আশাকরি কাজ করবে।
মুছুনDonnobad @ kamrul by
উত্তরমুছুনআপনাকেও ধন্যবাদ।
মুছুন