সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: জামাইবাবু গেলেন, দেখলেন খেলেন শুধু ডাবের পানি

জামাইবাবু গেলেন, দেখলেন খেলেন শুধু ডাবের পানি


ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ভারতীয় আর্থিক সহায়তায় কেনা ট্রেনের উদ্বোধন করেন
ভারতের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ভারতীয় আর্থিক সহায়তায় কেনা ট্রেনের উদ্বোধন করেন

চারদিকে ঝলমলে রোদ। খোলা আকাশের নিচে উৎসুক কয়েক হাজার মানুষ। সর্বত্রই উৎসবের আমেজ। উপলক্ষ একটাই, এলাকার জামাইবাবু ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও তাঁর স্ত্রী শুভ্রা মুখার্জি আসছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি প্রণব ও তাঁর স্ত্রীকে বহনকারী হেলিকপ্টার নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে অবতরণ করে। এ সময় তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় সাংসদসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে বুলেটপ্রুফ গাড়িতে চড়ে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের শ্বশুরালয়ে যান তিনি। জামাই হিসেবে চিত্রাপাড়ের শ্বশুরালয়ে এটাই তাঁর প্রথম আগমন।
 
পারিবারিক সূত্র জানায়, খই, ধান, দূর্বাঘাস, মঙ্গলপ্রদীপ, শঙ্খ এবং উলুধ্বনি দিয়ে জামাইবাবুকে বরণ করা হয়। পরে রাধামাধব মন্দিরে প্রণাম শেষে উঠানে নির্মিত বিশাল প্যান্ডেলের নিচে বসেন তিনি। আত্মীয়স্বজনের সঙ্গে পরিচয় ও কুশল বিনিময় করেন। এ সময় নড়াইলের ক্ষীরের সন্দেশ, নারকেলের নাড়ু, ডাব, দেশি বরই, কুলবরইসহ নানা ধরনের খাবার দিয়ে তাঁকে আপ্যায়ন করা হয়। তবে জামাইবাবু শুধু ডাবের পানি পান করেন। শ্বশুরালয়ে ৪৫ মিনিটের মতো অবস্থান শেষে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নড়াইলে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। ফলে প্রশাসনের আমন্ত্রিত অতিথিরা রাষ্ট্রপতি প্রণবের সঙ্গে কুশল বিনিময় করতে পারেননি। তবে শুভ্রা মুখার্জি তাঁর স্কুলজীবনের সহপাঠী বনমালী বিশ্বাসকে ডেকে নিয়ে কুশল বিনিময় করেন। তাঁর হাতে কিছু উপহারও তুলে দেন। শুভ্রা মুখার্জির ভাই কানাইলাল ঘোষ বলেন, ‘দিদির কাছে পৈতৃক ভিটায় একটি বাড়ি নির্মাণের দাবি জানিয়েছি। গ্রামে একটি হাসপাতাল করে দেওয়ার অনুরোধ করেছি। তিনি বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন।পরিবারের পক্ষ থেকে উপহার হিসেবে জামাইবাবুকে সোনার চেইন ও দিদিকে জামদানি শাড়ি দেওয়া হয়।

কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন: টাঙ্গাইল অফিস জানায়, দুপুরে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি জেলার মির্জাপুর উপজেলায় কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাঁকে অভ্যর্থনা জানান। প্রথমে প্রণবকে ভারতেশ্বরী হোমসে নেওয়া হয়। সেখানে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী শরীরচর্চা প্রদর্শন করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রণব কুমুদিনী কমপ্লেক্সে সমন্বিত পয়োনিষ্কাশন ব্যবস্থার কাজের ভিত্তিফলক উন্মোচন ও কুমুদিনী হাসপাতাল পরিদর্শন করেন।

আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানান, বিকেলে কুমারখালী উপজেলার চড়াইকোল আলাউদ্দিন নগর এলাকায় শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি দেখতে যান প্রণব মুখার্জি। এরপর রবীন্দ্র স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বকুলগাছের পাশেই রাষ্ট্রপতি একটি বকুলগাছের চারা রোপণ করেন। গাছ রোপণের পর কুঠিবাড়ির পুকুরে পদ্ম বোটে বসে রবীন্দ্রসংগীত শোনেন তিনি।


সূত্রঃ প্রথম আলো, ০৬-০৩- ২০১৩ ইং

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।