বাংলাদেশের দ্রুত বর্ধমান প্রযুক্তি-বাজারের
অন্যতম ঝুঁকি হিসেবে দায়ী করা হয় অবৈধভাবে সফটওয়্যার ব্যবহার (পাইরেসি)। বিএসএ
গ্লোবাল সফটওয়্যার
অ্যালায়েন্সের তথ্য অনুসারে বর্তমানে বিশ্বে পাইরেসি করা সফটওয়্যার ব্যবহারে
বাংলাদেশ তৃতীয়। চীন ও তানজানিয়ার পরেই বাংলাদেশের অবস্থান। ব্যক্তিগত
গ্রাহকদের মধ্যেই অবৈধ সফটওয়্যার ব্যবহারের প্রবণতা বেশি। যার কারণে প্রযুক্তি-বাজার
আইনগতভাবে যুক্তির মুখে পড়ছে প্রতিনিয়ত। অন্যদিকে আকাশছোঁয়া দামের
কারণে সাধারণ মানুষের নাগালে আসছে না বৈধ সফটওয়্যার ব্যবহার। গতকাল
শনিবার রাজধানীর আইডিবি মিলনায়তনে মাইক্রোসফট বাংলাদেশ আয়োজিত ‘মাইক্রোসফট
ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) অ্যাওয়ারনেস’ শীর্ষক অনুষ্ঠানে
বক্তারা এসব কথা বলেন।
ব্যক্তিগত পর্যায়ের গ্রাহকদের বৈধ সফটওয়্যার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের কপিরাইট আইনবিষয়ক সচেতনতা বিকাশের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন কপিরাইট অফিসের রেজিস্ট্রার মনঞ্জুর মোরশেদ চৌধুরী, বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান, বিএসএ গ্লোবাল সফটওয়্যার অ্যালায়েন্সের কনসালটেন্ট ইফতেখার তাহের ও মাইক্রোসফটের অ্যান্টি পাইরেসির ব্যবস্থাপক জিয়ায়েল শামস আহমেদ। অনুষ্ঠানে এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাইক্রোসফট বাংলাদেশের প্রধান অপারেশন কর্মকর্তা পুবুদু বাসানায়েকে। উপস্থিত ছিলেন কপিরাইট অফিসের উপ-রেজিস্ট্রার সালেহ আক্তার, বিসিএস কম্পিউটার সিটির সহসভাপতি মাজহারুল ইমাম, মাইক্রোসফটের পার্টনার অ্যাকাউন্টস ম্যানেজার আরিফ হোসেনসহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে মাইক্রোসফটের মতো প্রযুক্তিপণ্যের বৈধ ব্যবহারের গুরুত্ব আরোপ করেন। তাঁরা জানান, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের প্রযুক্তিপণ্যের বাজারে আন্তর্জাতিক বিভিন্ন পণ্যের প্রবেশের বিশাল সুযোগ আছে।
—জাহিদ হোসাইন খান
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।